ছাতিয়ান ইউনিয়ন

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি ইউনিয়ন

ছাতিয়ান ইউনিয়ন বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]

ছাতিয়ান
ইউনিয়ন
ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ
ছাতিয়ান খুলনা বিভাগ-এ অবস্থিত
ছাতিয়ান
ছাতিয়ান
ছাতিয়ান বাংলাদেশ-এ অবস্থিত
ছাতিয়ান
ছাতিয়ান
বাংলাদেশে ছাতিয়ান ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৫′৫৪″ উত্তর ৮৯°০′১৫″ পূর্ব / ২৩.৯৩১৬৭° উত্তর ৮৯.০০৪১৭° পূর্ব / 23.93167; 89.00417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলামিরপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

৩২ বর্গ কি.মি.।

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

গ্রাম সমূহ:-

  • ছাতিয়ান দক্ষিণ পাড়া, ইসলামপুর
  • ছাতিয়ান উত্তর পাড়া, মহনপুর, সারুটিয়া, দূর্গাপুর
  • ভারল, নিশ্চিন্তপুর
  • আটিগ্রাম (পুরাতন)
  • আটিগ্রাম (নতুন)
  • ধলসা, পয়ারী
  • কালিনাথপুর
  • শোন্দহ, নফরকান্দি, ভাগাইপুর, ভুরারদাইড়
  • বেশীনগর, নওদাকুর্শা, গঙ্গাতলা

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন - ২৩৩০ একর। নিবন্ধিত জনসংখ্যা - ৩৪,৩২৬ জন। ভোটার সংখ্যা আনুমানিক - ২২০০০ জন।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার : ৮২%

শিক্ষা প্রতিষ্ঠান

  • কলেজ ১টি
  • মাধ্যমিক বিদ্যালয় ৩টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি
  • আলিয়া মাদ্রাসা ২টি
  • সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৫টি
  • কেজি স্কুল ২টি
  • কওমী মাদ্রাসা ৫টি

দর্শনীয় স্থান সম্পাদনা

ছাতিয়ান কৈ মারার বিল, কবি দাদ আলীর মাজার (আটিগ্রাম)

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

  • আব্দুল ওয়াহেদ – ধলসা গ্রামে জন্মগ্রহণ কারী সাবেক সাংসদ।
  • বিচারপতি আবু জাফর সিদ্দিকী - সুপ্রিম কোর্ট বিভাগ, হাইকোর্ট।
  • মোঃ আনোয়ার হোসেন - সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
  • এ. কে. এম টিপু সুলতান - যুগ্ন সচিব, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।
  • মোঃ লিটন আলী - ইউএনও, তেরখাদা।

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- মোঃ জসিম উদ্দিন বিশ্বাস

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং নাম মেয়াদ
০১ বিল্লাল হোসেন বিশ্বাস ২৫ জানুয়ারি ১৯৭১-২৮ জুন ১৯৭১
০২ আহাম্মদ হোসেন বিশ্বাস ২৮ জুন ১৯৭১-৩০ অক্টোবর ১৯৭২
০৩ মাহাবুল হক ১৯৭৩-১৯৭৪
০৪ আতাউল হক বকুল ১৯৭৪-১৯৭৭
০৫ আহাম্মদ হোসেন বিঃ ১৯৭৭-১৯৮৪
০৬ আতাউল হক বকুল ১৯৮৪-১৯৮৮
০৭ আমির আলী বাগজা ১৯৮৮-১৯৯০
০৮ আমিরুল ইসলাম ১৯৯০-১৯৯২
০৯ আনছার আলী ১৯৯২-১৯৯৮
১০ আমিরুল ইসলাম ১৯৯৮-১৯৯৮
১১ জামাল উদ্দিন ১৯৯৮-২০০৩
১২ আনছার আলী ২০০৩-২০১১
১৩ মোঃ জসীম উদিাদন বি: ২০১১-২০১৬
১৪ মোঃ জসিম উদ্দিন বিশ্বাস ২০১৬- বর্তমান

আরও দেখুন সম্পাদনা

@শোন্দহ গ্রামে ব্রিটিশ আমল থেকে শোন্দহ খাদ্য গুদাম ঘর, কৃষি অফিস, ভূমি অফিস,ইউনিয়ন পরিষদ অবস্থিত এবং বর্তমানে সেখানে কোন কার্যক্রম চালু নেই।তার পাশেই শোন্দহ পুলিশ ক্যাম্প গড়ে উঠেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ছাতিয়ান ইউনিয়ন"chhatianup.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯ 
  2. "মিরপুর উপজেলা (কুষ্টিয়া) - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা