উইকিপিডিয়া:আলোচনাসভা

(WR:VILLAGE থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ১৩ ঘণ্টা আগে "উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে" অনুচ্ছেদে
আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
নতুন অবদানকারীর সাহায্য পাতা
নতুন অবদানকারীদের সাহায্য
বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় স্বাগতম
  • এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনার জন্য নিবেদিত। এখানে বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন।
  • আলোচনা শুরু করতে চাইলে প্রথমেই সংগ্রহশালায় খুঁজে দেখুন যে আগে এ বিষয়ে কোনো আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কি না, করা হয়ে থাকলে নতুন আলোচনা করার সময় সেই আলোচনার সূত্র উল্লেখ করুন।
  • চলমান বা পুরনো কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।

  • অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ার পরিভাষা, অনুবাদ, ও প্রতিবর্ণীকরণ সম্পর্কে আলোচনা করতে উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ ব্যবহার করুন।
  • কোন বিষয়ে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন হলে অনুগ্রহ করে প্রশাসকদের আলোচনাসভায় বার্তা রাখুন।
  • নির্দিষ্ট কোন তথ্যের জন্য তথ্যকেন্দ্র ব্যবহার করুন। নতুন ব্যবহারকারীরা টিউটোরিয়াল পাতাটি দেখতে পারেন।
  • আপনি বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পসমূহের ব্যাপারে তথ্য অনুসন্ধানের জন্য info-bn@wikimedia.org ঠিকানায় ইমেইলও করতে পারেন।
  • আপনার নিজের নিরাপত্তার জন্যই, অনুগ্রহপূর্বক আপনার ই-মেইল ঠিকানা বা যোগাযোগের জন্য অন্য কোনো তথ্য এখানে দেবেন না
  • আলোচনা সমাপ্ত হওয়া অনুচ্ছেদের শেষে {{subst:সহঅ}} টেমপ্লেটটি যুক্ত করুন, টেমপ্লেট যুক্ত অনুচ্ছেদগুলো ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে।
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়

উইকিপিডিয়া গ্যাজেট প্রস্তাবনা

সম্পাদনা

উইকিপিডিয়ায় প্রায় প্রতিদিনই নতুন পাতা তৈরি করা হয়,যার বেশিরভাগ নিবন্ধেই এক বা একাধিক নিবন্ধ পরিষ্করণ ট্যাগ বা বিরোধ, উৎস/উদ্ধৃতি/তথ্যসূত্র, রক্ষণাবেক্ষণ ইত্যাদি সমস্যা বিদ্যমান থাকে। এসব সমস্যা দূরীভূত করার জন্য ট্যাগ যোগ করা হলেও অনেক সময় উক্ত ব্যবহারকারীকে বার্তা দেওয়া হয় না বা নব্য ব্যবহারকারীগণকে সমস্যাসমূহের এর সমাধান সম্পর্কে বিস্তারিত বলা হয় না। এই কাজটি সহজ ও দ্রুত করার জন্য, প্রথমে আমি বার্তা প্রদান নামক একটি ব্যবহারকারী স্ক্রিপ্ট তৈরি করেছিলাম। এরপর গ্যাজেট তৈরির নীতিমালা অনুসারে এটিকে সংশোধন এবং পরিমার্জন করে বর্তমান পর্যায়ে এনেছি। এই পাতায় এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি। যেহেতু প্রায় সকল উইকিপিডিয়ানদেরই বার্তা প্রদান করতে হয়, তাই এটিকে গ্যাজেট হিসাবে মনোনীত করার প্রস্তাব দিচ্ছি। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:৫৪, ১৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অউব্রা সংক্রান্ত নীতিমালা প্রস্তাব

সম্পাদনা

অটো উইকি ব্রাউজার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি উইকি সাইট সম্পাদনার সফটওয়্যার। এটি দিয়ে অর্ধ-স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। প্রকল্প পাতায় এটি ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য ৫০০টি অ-স্বয়ংক্রিয় সম্পাদনা বা প্রধান নামস্থানে মোট ১০০০টি অবদান থাকার কথা বলা থাকলেও এই মানদণ্ড কোনো আলোচনার ভিত্তিতে আসেনি। এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না এটি নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মত দেখেছি। ভবিষ্যতে ঝামেলা এড়াতে কখন এটি ব্যবহার করা যাবে না, কখন যাবে তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। আমার কিছু প্রস্তাব-

  • অউব্রা ব্যবহারের অনুমতি স্থায়ীভাবে দেওয়া হবে না। ব্যবহারকারীকে কোনো সুনির্দিষ্ট টাস্কের জন্য আবেদন করতে হবে। একজন প্রশাসক ওই টাস্ক সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সময়ের জন্য অনুমোদন দিবেন। নির্দিষ্ট সময়ের পরে জেসন পাতা থেকে নাম সরিয়ে ফেলা হবে। উদাহরণস্বরূপ, ধরা যাক ১৫০-২০০ পাতায় <cite class="citation web cs1" data-ve-.... টাইপের অপ্রয়োজনীয় কোড আছে, যা হাতে সংশোধন করা কঠিন। এগুলো সংশোধনের জন্য ১/২ দিন মেয়াদে কেউ অনুমতি চাইতে পারবেন।
  • নিয়মিত সংশোধনের প্রয়োজন হলে কিংবা অনেক পাতা (সাধারণত ১০০০+) সম্পাদনার প্রয়োজন হলে বটের আবেদন করতে হবে।
  • শুধু কসমেটিক চেঞ্জ টাইপের সম্পাদনা ও বানান সংশোধনের জন্য অনুমতি দেওয়া হবে না, তবে অন্য সংশোধন কাজের সময় এক সাথে এরকম সম্পাদনা করা যাবে।
  • অন্য সম্পাদক ও প্যাট্রোলারদের সমস্যা এড়াতে সম্পাদনার গতি কম রাখতে হবে।

ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:২০, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  •   সমর্থন করছি। সাথে কিছু মতামত বিবেচনায় নিলে নিতে পারেন: অনুমতির মেয়াদ আবেদনকৃত কাজ দেখে বিবেচনা করা যেতে পারে, তবে মূল কথা কাজ অস্থায়ী হতে হবে। গতির ব্যাপারটা আরো নির্দিষ্ট করা যেতে পারে, যেমন - ৬ ঘন্টায় সর্বোচ্চ ২০০ সম্পাদনা। নাহলে বিভিন্নজনের কাছে ধীরগতির সংজ্ঞা বিভিন্ন। — AKanik 💬 ১৬:১৮, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    সংখ্যা নির্দিষ্ট করে দেয়াই উচিত। তবে আরেকটু বাড়ানো যায়। হাতে সম্পাদনা করলেও ৬ ঘন্টায় এরচেয়ে বেশি সম্পাদনা করা যায়। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:৩৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আমি প্রথমে ৪ ঘন্টায় ২০০ লিখেছিলাম, পরে একাধিক ব্যবহারকারী একইসাথে যদি অউব্রা ব্যবহার করেন চিন্তা করে ৪ এর স্থানে ৬ লিখেছি। ভাল হয় যদি সবাই সম্পাদনা হারের বিভিন্ন মান প্রস্তাব করেন। একই মানে ঐক্যমত না হলে, শেষে গড় মান নেয়া যেতে পারে। ৬ ঘন্টায় হাতদ্বারাও অনেক সম্পাদনা করা যায়, কিন্তু হাতদ্বারা ও অউব্রা দিয়ে করার পার্থক্য থাকবে যে, অউব্রা দিয়ে ধরুন ৩০ মিনিটে ২০০ সম্পাদনা করে আপনি ৫ ঘন্টা ৩০ মিনিট বিরতি দিবেন, সাম্প্রতিক পরিবর্তন স্বাভাবিক হবার জন্য। এই বিরতিতে অন্য কাজ করবেন, ফলে সময় নষ্ট হবে না। হাতদ্বারা করলে এত বিরতি পাবেন না এবং পরিশ্রম বেশি হবে। — AKanik 💬 ০৩:২৮, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  •   সমর্থন করছি। * NusJaS - আলাপ ১৬:৫০, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  • এটা আগে কেন হয়নি? কথার কথা, আগে একজন ব্যবহারকারী অউব্রা ব্যবহার করে হয়ত শতাধিক সম্পাদনা করেছে, যেটা নতুন ব্যবহারকারী করতে পারবেনা। অনেকের কাছে সম্পাদনা সংখ্যা তেমন গুরুত্ব না রাখলেও অনেকের কাছে রাখে বলেই দেখেছি। তাদের প্রশ্নের কী উত্তর দিবেন? এটা অউব্রা দিয়ে কাজ শুরুর অনুমোদন করার আগে থেকেই করাটা উত্তম ছিল। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৬:৫৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    সম্পাদনা সংখ্যা নয়, আলোচনা হচ্ছে স্থায়ীভাবে দেয়া হবে না। যারা মাঝে মাঝেই ব্যবহার করবেন, তাদের অধিকবার আবেদন করতে হবে। — AKanik 💬 ১৯:১৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আমার কথায় অস্পষ্টতা ছিল, মাঝে মাঝেই ব্যবহার করবেন এটা মাঝে মাঝে বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসেন বুঝিয়েছি। যখন আপনি জানেন একই কাজ মাঝে মাঝেই করা প্রয়োজন হবে, তখন অউব্রার বদলে একবারে বট আবেদন করাই উচিত। — AKanik 💬 ০৩:২৮, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  •   সমর্থন, ৪ ঘন্টায় সর্বোচ্চ ২০০ সম্পাদনার সীমাবদ্ধতাই ঠিক আছে বলে আমার কাছে মনে হয়। প্রশাসকগণ অনুমতি দেওয়ার সময় একসাথে অনেক ব্যবহারকারীকে না দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৩৩, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  •   সমর্থন করছি। -- মহামতি মাʿসু়ম (আলাপ)

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উল্লেখযোগ্যতার নীতিমালার প্রস্তাব

সম্পাদনা

সুপ্রিয় সবাই,

শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতার সমস্যা নিয়ে সবাই কমবেশি অবগত আছেন, বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই মূলত সমস্যাগুলো হয়ে থাকে। এই প্রস্তাবনা লেখার সময় সক্রিয় ৩০টি অপসারণ প্রস্তাবনার মাঝে ২৭টি প্রস্তাবনাই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত। এসম্পর্কিত কার্যকরী একটি নির্দেশনা না থাকার কারণে নিবন্ধ প্রণেতা, পেট্রোলার ও প্রশাসকদের মূল্যবান সময় এর পিছনে নষ্ট হচ্ছে। আমি শুধুমাত্র বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধগুলো নিয়ে একটি নীতিমালার প্রস্তাব করছি। সম্প্রদায় প্রস্তাবনাটি গ্ৰহণ করলে এটি উইকিপ্রকল্প বাংলাদেশের অধীনে কার্যকর হবে এবং উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশ/শিক্ষা প্রতিষ্ঠান পাতায় লিপিবদ্ধ করা হবে। ইংরেজি উইকিপিডিয়া যারা নিয়মিত সম্পাদনা করেন তারা জেনে থাকবেন, সেখানে সহজে বুঝার সুবিধার্থে উইকিপ্রকল্প ভিত্তিক উল্লেখযোগ্যতার নির্দেশনা/নীতিমালার মতো পাতা তৈরি করা হয়ে থাকে।

প্রস্তাবনা
১. প্রাথমিক বিদ্যালয় বা সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে না।

২. মাধ্যমিক বিদ্যালয় বা সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে।[ক]

৩. উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য বলে ধরা হবে। যেসব উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় বা অনুমোদন বিহীন সেগুলো এবং যেগুলো মূলধারার শিক্ষাব্যবস্থার বাইরে শিক্ষা-কার্যক্রম চালায় সেসব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালায় উত্তীর্ণ হতে হবে।

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

এর বাইরে উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা পূর্ণ করে এমন যেকোন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ তৈরি করা যাবে।

এই নীতিমালার সাথে স্পষ্টতই সামঞ্জস্যপূর্ণ নয় এমন নিবন্ধগুলো প্রশাসকগণ দ্রুত অপসারণ করতে পারবেন।

  1. সাধারণভাবে কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত বা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিগণ পড়াশোনা করেছেন এমন বিদ্যালয়।

প্রস্তাবনাটিতে সম্প্রদায়ের সবার সুচিন্তিত মতামত আশা করছি। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫৪, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


মন্তব্য

সম্পাদনা
  •   সমর্থন মেহেদী আবেদীন ১৮:০১, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  •   মন্তব্য ১ নং পয়েন্ট: প্রাথমিক বিদ্যালয় বা সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী বা তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলে উল্লেখযোগ্য বিবেচিত হওয়া উচিত। বাকি পয়েন্ট   সমর্থন দেলোয়ার ()
  • হওয়া উচিত ধরণের শব্দ নীতিমালাকে স্পষ্ট করবে না বরং এতে বিভ্রান্তি তৈরি করবে। প্রাথমিক বিদ্যালয়গুলো একেবারেই শুরুর দিকের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্পষ্টতই এই বিদ্যালয়গুলো নিয়ে কোন তথ্য পাওয়া যায় না। কোন প্রাথমিক বিদ্যালয় যদি উল্লেখযোগ্যতার সাধারণ নীতিমালা পূর্ণ করে তবেই সেই প্রতিষ্ঠান নিয়ে নিবন্ধ লেখা উচিত, অনেক অপসারণ প্রস্তাবনায় এটা নিয়ে আলোচনা হয়েছে। এই সুযোগ রাখা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৭:০৩, ৫ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত কিংবা সমপর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকেই উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা না করে মাধ্যমিক পর্যায়ের মতো শতবর্ষী, সরকারি কিংবা গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। কেননা এমনও হতে পারে কোন কোন এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে যথেষ্ট তথ্যসূত্র নাও পাওয়া যেতে পারে। (نقاش) عبد الله ১২:৫১, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

২ নং পয়েন্ট - ধরুন, ৭৫ বছর বা ১০০ বর্ষী একটি প্রতিষ্ঠান সম্পর্কে প্রণেতা নিজে মৌলিক গবেষণা করে তথ্য যুক্ত করেছে, প্রতিষ্ঠানের ইতিহাস লিখেছে, সুন্দর দৃষ্টি নন্দন একটি নিবন্ধ তৈরী করেছে। কিন্তু এসবের কোনো তথ্যসূত্র যুক্ত করেনি, অনলাইনেও নেই। এখন কথা হলো তার দেওয়া তথ্যে তিনি ভুল ইতিহাস উপস্থাপন করতে পারে, নিজের ইচ্ছামত পরিসংখ্যান উপস্থাপন করতে পারেন। আমরা কী ভাবে তার দেওয়া তথ্যগুলো যাচাই করবো ? তাই তথ্যসূত্রহীন ১০০ বর্ষী হোক বা ১০০০ বর্ষী হোক কোন প্রতিষ্ঠানের নিবন্ধ আমাদের উল্লেখযোগ্য হিসেবে গণ্য করা উচিত না। কারণ উইকিপিডিয়া মৌলিক গবেষণার স্থান নয়। আমরা সর্বোচ্চ একটি "বাংলাদেশের শতবর্ষী কলেজের তালিকা" বা "বাংলাদেশের শতবর্ষী উচ্চ বিদ্যালয়ের তালিকা" নিবন্ধে তার নাম যুক্ত করতে পারি। শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয় উইকিতে উল্লেখযোগ্য হিসেবে ধরা হবে, যখন তার উল্লেখযোগ্যতার প্রমাণ থাকবে। শতবর্ষী তবে নিবন্ধে তথ্যসূত্র যুক্ত পড়ার মতো কোনো তথ্য নাই, তা হলে হবে না।

৩ নং পয়েন্ট - কলেজ পর্যায়ের এমপিওভুক্ত বা অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হিসেবে ধরা উচিত নয়। এমপিওভুক্ত বা অনুমোদনের সাথে অবশ্যই উইকিপিডিয়া পর্যায়ের তথ্যসূত্র যুক্ত একটি সুগঠিত নিবন্ধ হতে হবে। এমপিওভুক্ত কিন্তু নিবন্ধে পড়ার মতো কোনো তথ্য নেই বা প্রণেতার স্ব প্রকাশিত মৌলিক তথ্য আছে, যা যাচাই করার মতো কোনো তথ্যসূত্র নেই, তা হলে চলবে না।

৪ নং পয়েন্ট - বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য না ধরে শুধু মাত্র সরকারি পাবলিক, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলিকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে গণ্য করা উচিত। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠান কে অবশ্যই তার উল্লেখযোগ্যতার প্রমাণ দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে অনার্স পড়ানো হয়, কিন্তু অনলাইনে তার নাম ছাড়া উইকিপিডিয়ায় রাখার মতো অন্য কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় না। এ ধারণের বিশ্ববিদ্যালয় পর্যায়ের নিবন্ধ পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে গণ্য করা অনুচিত। - 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০১:০৪, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR এখানে এই মন্তব্য নিষ্প্রয়োজন। এখানে আলোচনা হচ্ছে নীতিমালা প্রতিষ্ঠার ব্যপারে। যাচাইযোগ্যতা, তথ্যসূত্রহীন নিবন্ধ, উল্লেখযোগ্যতার প্রমাণ বা মৌলিক গবেষণা এগুলো ভিন্ন আলোচনা। উপরের ও নিচের সকল মন্তব্য মনোযোগ সহকারে পড়ুন, তাহলে কিছুটা ধারণা পাবেন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৯:৩৩, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ব্যবহারকারী Badhon-এর মন্তব্য চলমান আলোচনার সাথে অসামঞ্জস্যপূর্ণ নয়। তাই তাকে আটকানো যৌক্তিক মনে করছি না। Yahya (আলাপ) ১৬:৫৫, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আলোচনা থেকে পুরোনো মন্তব্য মুছে ফেলবেন না, <s></s> ব্যবহার করে কেটে দিবেন। আরেকটি বিষয় মনে রাখুন, এই নীতিমালা উইকিপিডিয়ার মৌলিক কোনো নীতিমালাকে পাশ কাটাবে না বরং এই বিষয়ভিত্তিক নিবন্ধগুলোর উল্লেখযোগ্যতা নির্ণয়ে সহযোগিতা করবে —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বিবেচনার জন্য অতিরিক্ত বিচারধারা

সম্পাদনা

এর বাইরেও কিছু বিচারধারা বিবেচনা করা যায়।

  • মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয়গুলো শতবর্ষী না হলেও উল্লেখযোগ্য হবে।
  • ইউজিসির অনুমোদনহীন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না।
  • এই নীতিমালা শুধু বাংলাদেশে প্রযোজ্য হবে, না কি এর সাথে ভারত ও অন্যান্য রাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে, তা সুনির্দিষ্ট করা প্রয়োজন। শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য ক্ষেত্রে “বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা” নাম দিলে বিভ্রান্তি হবে না।

সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। — আদিভাইআলাপ১৯:২৬, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাবনার শিরোনামের পাশাপাশি শুরুতেই স্পষ্ট করা হয়েছে এটি শুধুমাত্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। বাকী দুই পয়েন্ট যোগ করে নিতেও আমি সমস্যা দেখি না। এভাবে সংশোধন করে লেখা যেতে পারে,

২. মাধ্যমিক পর্যায়ের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে। এর বাইরের মাধ্যমিক বিদ্যালয় বা সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হবে না, তবে শতবর্ষী ও তারও অধিক পুরোনো এবং একইসাথে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

ভুঁইফোড় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধ তৈরি বন্ধে এভাবে উল্লেখ করা যেতে পারে,

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইউজিসি অনুমোদিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।

শাকিল (আলাপ · অবদান) ০৬:১৪, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil জ্বি ঠিক আছে। তবে ৪ নং টা এভাবে লিখুন
৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে। তবে এ ভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ইউজিসি অনুমোদিত হতে হবে অথবা WP:NSCHOOL নীতিমালায় উত্তীর্ণ হতে হবে।
কারণ সরকারি নতুন মেরিন একাডেমি, ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি টেক্সটাইল কলেজগুলোর তালিকা ইউজিসির ওয়েবসাইটে থাকেনা। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:০২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram এখানে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে কলেজের কথা নয় —শাকিল (আলাপ · অবদান) ১৩:০৬, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কলেজগুলোকেও অন্তর্ভুক্ত করে। যেমনঃ ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ। মূলত ব্যাচেলর কোর্স যেসব প্রতিষ্ঠান অফার করে, সেগুলোও বিশ্ববিদ্যালয়েরই অন্তর্ভুক্ত। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:১২, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram কিন্তু প্রতিষ্ঠান নিজে কিন্তু বিশ্ববিদ্যালয় নয় বরং বিশ্ববিদ্যালয়ের আওতায় নিজেরা কোর্স পরিচালনা করে। (জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজগুলোর ন্যায়) আমার মনে হয় না শুধু শুধু এত জটিল বিষয় এখানে ঢুকানোর কোন প্রয়োজন আছে। বরং সহজ করে এভাবে লেখা যেতে পারে,

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য বলে ধরা হবে।[ক]

শাকিল (আলাপ · অবদান) ১৩:২৩, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  1. এই অনুমোদন সরকার, ইউজিসি অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক হতে পারে।
@MdsShakil, হ্যা এভাবেও লেখা যেতে পারে। ইউজিসির সাথে সরকারি অন্যান্য কর্তৃপক্ষ অনুমোদিত। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:৩৫, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, @Meghmollar2017 বিভিন্ন জেলার সরকারি উচ্চ বিদ্যালয় সম্পর্কে,
  • জেলা পর্যায়ের সরকারি উচ্চ বিদ্যালয়সমূহ (মাধ্যমিক স্তরের) পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে।- এরূপে যুক্ত করা যেতে পারে। অর্থাৎ, উপজেলা পর্যায়ের হলে, তা পূর্বনির্ধারিতভাবে উল্লেখযোগ্য হবে না। (কেটে দিলাম, এভাবে বেশি জটিল হয়ে যাবে, শাকিল ভাই উপরে যেরকম বলেছেন, সেরকমই ঠিক আছে। — হাসিব (আলাপ) ০৮:৩৮, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি))উত্তর দিন

প্রাচীন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে,

  • শতবর্ষী-র পরিবর্তে ৭৫ বছর হলে ভালো হয়, ৭৫ বছর ধরলে ১৯৪৮ এর পূর্বে অথবা ১৯৪৭-এর পূর্বে বলা যেতে পারে, আমি বলতে চাচ্ছি বৃটিশ আমলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আমাদের উপমহাদেশের প্রেষ্ঠাপটে যথেষ্ট প্রাচীন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।

৪নং পয়েন্ট সম্পর্কে,

@Haseeb55 উপরে আমার আর শাকিল ভাইয়ের আলোচনায় দেখুন! এরকম একটি বিষয় উঠে এসেছে যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোন প্রতিষ্ঠানকে শুধু ইউজিসি নয়, সরকারি স্বীকৃতিদানকারী যেকোন প্রতিষ্ঠান থেকে স্বীকৃত পেলেই হবে। টীকায় দেখুন। এই অনুমোদন সরকার, ইউজিসি অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক হতে পারে। আমি মনে করি, বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত।
আর @MdsShakil ভাই, শতবর্ষী প্রতিষ্ঠানের ব্যপারে আমি উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এই আলোচনায় একটি মন্তব্য করেছি, এটা আসলে কিছু সিনিয়র উইকিপিডিয়ানের উদ্বেগ, যার সাথে আমি একমত রয়েছি। আমি শতবর্ষের স্থানে ৭৫ করার কথা বলেছি, আসলেই ব্রিটিশ আমল থেকে পাঠদানকারী একটা শিক্ষাপ্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত, তবে নিবন্ধটিতে কিছু সারাংশমূলক তথ্য থাকা বাঞ্ছনীয়, তাছাড়া পাঠক নিবন্ধে এসে কিছুই পাবেনা। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৫:০৫, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য হওয়া উচিত এনিয়ে আমিও একমত। সম্প্রদায়ের ৭৫কে উপযুক্ত মনে করলে আমার আপত্তি থাকবে না। কারও উদ্বেগ থাকলে সেটা এই আলোচনায় তুলে ধরা উচিত বলে আমি মনে করি —শাকিল (আলাপ · অবদান) ১১:২০, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil হ্যা, আপনি বিবেচনার জন্য অতিরিক্ত বিচারধারা উপ-অনুচ্ছেদের পরামর্শ অনুযায়ী প্রস্তাবনায় পরিবর্তন আনতে পারেন। এবং মন্তব্যকারী সবাইকে পুনরায় মেনশন দিতে পারেন। অথবা উপনাম তৈরির মত আবার পুনরায় প্রস্তাবনা দিতে পারেন। উপরের আলোচনার সাথে সাথে শতবর্ষীর স্থানে ৭৫ বছর অথবা ব্রিটিশ আমলে তৈরি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে যুক্ত করতে পারেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:২৯, ২০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সাধারণত যেসব বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের নাম মানুষ বেশি সার্চ করে বা অধিক গুরুত্ব বহন করে ( জ্যেষ্ঠতার ক্রমানুসারে) এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করলে সুবিধা জনক হবে। 103.145.74.152 (আলাপ) ০৬:৩৪, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

শতবর্ষীর স্থানে ৭৫ বছরের প্রস্তাব

সম্পাদনা

সুপ্রিয় উইকিপিডিয়ান! আপনারা জ্ঞাত রয়েছেন পূর্বে সাধারণত সকল উচ্চ বিদ্যালয়কে রেখে দেওয়া হলেও বর্তমানে সকল প্রাথমিক বিদ্যালয়কে মুছে দেওয়া হয়েছে এবং বহু উচ্চ বিদ্যালয়ের নিবন্ধ পর্যাপ্ত তথ্যের অভাবে, উল্লেখযোগ্যতার অভাবে আলোচনা মুছে দেওয়া হচ্ছে। আসলে ব্রিটিশ আমলে তৈরি এই শব্দটা ছোটবেলায় ঐতিহাসিকের বিপরীতে ব্যবহার হতে দেখেছি। এখনো দেশীয় পত্র-পত্রিকায় ব্রিটিশ আমলের স্থাপনাকে ঐতিহাসিক হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়। তাই ৭৫ বছর পুরাতন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অবশ্যই মুছে ফেলা উচিত নয়। পূর্বের আলোচনায় বহু সাবেক অভিজ্ঞ উইকিপিডিয়ান শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধকে রেখে দেওয়ার কথা বলতে দেখেছি। আমি আলোচনাসভা ও কিছু স্থানের আলোচনা খুজে পেলাম দেখুন এখানে (এক, দুই, তিন)। এইজন্য আমি প্রস্তাব করছি নীতিমালায় ১০০ বছর পুরাতনের স্থলে ৭৫ বছর করা হোক। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০০:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কলেজ / মহাবিদ্যালয় সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতা

সম্পাদনা

যেকোনো কলেজ বা মহাবিদ্যালয়তো বটেই, বিশ্ববিদ্যালয়ও বাই-ডিফল্ট উল্লেখযোগ্য হওয়া উচিত নয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বে (১৯৭১'এর পূর্বে) যেসকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিলো সেগুলো কেবলমাত্র এবং নিশ্চিতভাবেই শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং পরবর্তীতে প্রতিষ্ঠিত অধিকাংশ প্রতিষ্ঠানই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হলেও এগুলোর মূল চরিত্রের বিশ্লেষণে দেখা যায় ভিন্নরূপ। আমি মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রী ও অনার্স পাঠদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে তাই সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা আবশ্যক। নীতিমালাটি এমন হতে পারে - কোনো বিশেষভাবে খ্যাতিমান ব্যক্তিত্ত্ব সেই প্রতিষ্ঠান হতে শিক্ষা গ্রহণ করেছেন বা শিক্ষা প্রদান করেছেন এবং খ্যাতিমান বলতে এখানে কেবল শিক্ষায়তনিককেই বুঝানো হবে - লেখক/সাহিত্যিক/বিজ্ঞানী/পণ্ডিত ইত্যাদিই কেবল বিবেচ্য হবে; কোনো মতেই কোনো সঙ্গীত শিল্পি/ক্রীড়াবিদ/অভিনেতা/রাজনীতিবিদের জন্য নয়। এর বিশেষ কারণ রয়েছে: জ্ঞানতাত্ত্বিক বিষয় শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হয়; কিন্তু প্রতিভা এখান হতে লাভ করা যায় না। - ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১৫:১৪, ১৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ক্রীড়া সফর ও সিরিজের নিবন্ধের নাম

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় বিভিন্ন ক্রীড়া সফরের নিবন্ধের নামের দলের নামে পুরুষ দল বোঝাতে "পুরুষ" যুক্ত করা হয়। যেমন: ২০২৩ ইংল্যান্ডে আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল বনাম বাংলাদেশ২০২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড ও ওয়েলস সফর। নিবন্ধের নামে এই পুরুষ যুক্ত করা অতিরিক্ত মনেহচ্ছে এবং পুরুষ ক্রিকেট দল টার্মটাও খুব একটা প্রচলিত নয়, শুধু ক্রিকেট দল বলতেই পুরুষদের ক্রিকেট দল বোঝানো হয়। ইংরেজি ভাষার উইকিতেও এসব নিবন্ধে অতিরিক্ত men's যুক্ত করা হয় না। যেমন: en:Bangladeshi cricket team against Ireland in England in 2023en:South African cricket team in England in 2022। তাই এসকল নিবন্ধের নাম থেকে পুরুষ অংশটি বাদ দেয়ার প্রস্তাব করছি। — হাসিব (আলাপ) ০৯:১৬, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  সমর্থন "পুরুষ" শব্দ রাখার বিপক্ষে। নারী দলকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য "নারী/মহিলা" শব্দ ব্যবহার করলেই তো হয়। (نقاش) عبد الله ১৯:২৯, ৩০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

* পুরুষ না রাখার পক্ষেই আমার মত। লিঙ্গনিরপেক্ষ করতে গিয়ে অপ্রয়োজনীয় শব্দ দিয়ে শিরোনাম বড় না করলেই ভালো। ≈ Adkins Samba  «আলাপ» ২০:২৩, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  • মাশ্‌ফী ভাইকে উল্লেখ করলাম, তার মতামত জানা দরকার, সুব্রতদা অনিয়মিত হয়ে যাওয়ার পর মাশ্‌ফী ভাই-ই গত ২-৩ বছর ধরে বাংলা উইকিপিডিয়ায় ক্রিকেট সফরের সকল নিবন্ধ নিয়মিত সযত্নে হালনাগাদ ও দেখভাল করে আসছেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৮, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আফতাবুজ্জামান ভাইকে ধন্যবাদ জানাই আমার নাম উল্লেখ করার জন্য। নিবন্ধের নামে "পুরুষ" শব্দটি রাখার পক্ষে আমি- লিঙ্গনিরপেক্ষতা অবশ্যই মূল কারণ, তাছাড়া চিরাচরিতভাবে উইকিপিডিয়াতে লিঙ্গ উল্লেখ না করার মাধ্যমে পুরুষ বোঝানো হলেও (যেটা চিন্তা করলে অদ্ভুত লাগে; পুরুষরাই নিশ্চয়ই স্বয়ংক্রিয়ভাবে সবকিছুতে প্রধান না?) বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক স্থানেই পুরুষ ও মহিলাদের ক্রিকেটের কথা আলাদাভাবে লিঙ্গ উল্লেখ করেই বলা শুরু হয়েছে। বিশ্বকাপের মত ক্রিকেটের বড় আন্তর্জাতিক আসরের নামেও পুরুষ শব্দ এখন ব্যবহার করা হচ্ছে। উইকিপিডিয়াতেই বর্তমানে বেশ কিছু ক্রীড়ার ক্ষেত্রে নিবন্ধের শিরোনামে উভয় লিঙ্গের নামই উল্লেখ করা হয় (যেমন হ্যান্ডবল, বাস্কেটবল, ফিল্ড হকি ইত্যাদি)- যেটা ক্রিকেটে সামান্য পরিসরে হলেও আনার/রাখার পক্ষে মত আমার। Mashfi※মাশ্‌ফী (আলাপ) ২৩:১৩, ১৪ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বিরোধীতা খেলাধুলা মানেই পুরুষ না। পুরুষ বা নারী দল নির্ধারিত না করলে, কোন দল সফর করেছে তা শিরোনাম দেখে বুঝা যাবে না। এটা এড়ানোর উপায় নেই। —মহাদ্বার আলাপ ০৭:২২, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


আদতে "পুরুষ" ক্রিকেট দল শুনতে খারাপ শোনালেও এটি উল্লেখ করার বিকল্প নেই। কারন কিছু সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলের আহামরি তেমন কোন সাফল্য নেই। অন্যদিকে মহিলা ক্রিকেট দল এশিয়া কাপের মত সম্মানজনক খেলায় জয় লাভ করে তাদের যোগ্যতা প্রমাণ করেছে। 103.145.74.157 (আলাপ) ১৮:১৪, ১৫ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ক্রিকেটের কথা বাদ দিয়ে যদি নারী ফুটবল দলের কথা বলি, সেক্ষেত্রেও নারী ফুটবল দলের সাফল্য পুরুষ দলের চেয়ে ঈর্ষণীও, তাই শিরোনামে নারী-পুরুষ রাখতে হবে। —মহাদ্বার আলাপ ০৭:২৩, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভারত-সম্পর্কিত নিয়মাবলী

সম্পাদনা

ইংরেজি উইকিপিডিয়ার মতো বাংলায় ভারত-সম্পর্কিত কোনো নিয়মাবলী ছিল না বলে আমি ইংরেজি থেকে উইকিপিডিয়া:নামকরণের রীতি (ইন্ডিক)উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা/ভারত-সম্পর্কিত নিবন্ধ পাতাদুটি অনুবাদ করেছি। যেহেতু ইংরেজি উইকিপিডিয়ার সমস্ত নিয়ম বাংলায় বাস্তবায়িত করা সম্ভব নয় (যেমন: মূল অনুচ্ছেদ বা তথ্যছকে ইন্ডিক লিপি যোগ না করা, কারণ বাংলা নিজেই এক ইন্ডিক লিপি), সেহেতু আমি ইংরেজি থেকে ঐ নিয়ম পাতাদুটির আংশিক অনুবাদ করেছি, অর্থাৎ আমি কেবল বাংলা উইকিপিডিয়ার ঐকমত্যের ভিত্তিতে যা নিয়ম অনুবাদ করার তা করেছি। বাকি নিয়ম নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এছাড়া, ঐকমত্যের জন্য আমি পাতাদুটিতে কিছু নিয়ম যোগ করেছি (যেমন: ভারত-সম্পর্কিত নিবন্ধে পানি বোঝানোর জন্য "জল" ব্যবহার করা, প্রয়োজন ব্যতীত হিন্দু-আরবি সংখ্যা পদ্ধতি ব্যবহার না করা ইত্যাদি)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:৪৯, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আমার মতে, সর্বভারতীয় বিষয়ে মূল অনুচ্ছেদে বাংলা বাদে অন্যান্য ইন্ডিক লিপি ব্যবহার করা উচিত নয় (যেমন: বন্দে ভারত এক্সপ্রেস, ভারতের রাজ্য বিধানসভা), তবে আঞ্চলিক ক্ষেত্রে তা করা যেতে পারে (যেমন: চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই)। --এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:৫৪, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এক্ষেত্রে ইমপেরিয়াল একক ব্যবহারের সম্পূর্ণ বিপক্ষে আমি। মার্কিনরা ইমপেরিয়াল ব্যবহার করে, কিন্তু আমাদের তো সেটা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। অন্যগুলোয় সমর্থন। —মহাদ্বার আলাপ ০৭:৪১, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এক্ষেত্রে আমি মেট্রিক একককে ব্যবহার করার কথা বলেছি, এবং {{রূপান্তর}} টেমপ্লেটের মাধ্যমে মেট্রিক একককে ইম্পেরিয়াল এককে রূপান্তর করা যায়। অন্যত্র এই টেমপ্লেটটি কাজে না লাগলেও উচ্চতার ক্ষেত্রে এই টেমপ্লেটটি ব্যবহার করা যায়, কারণ উচ্চতা সাধারণত ফুট এককে মাপা হয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:০২, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মেট্রিক ও ইম্পেরিয়াল একক নিয়ে আমার প্রস্তাবের সংশোধন করেছি। এই নিয়মটি আসলে অন্যত্র থাকা উচিত, কারণ এটি সমস্ত নিবন্ধের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও মেট্রিক একক ব্যবহৃত হলে তাকে রূপান্তরের প্রয়োজন নেই, বরং ইম্পেরিয়াল একক ব্যবহৃত হলে তাকে মেট্রিক এককে রূপান্তর করতে হবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:৫২, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা/ভারত-সম্পর্কিত নিবন্ধ#সাধারণ ভারতীয় রীতি নিয়ে আমার দুটো বক্তব্য রয়েছে:
  • "যতটা সম্ভব বাংলা সংখ্যা পদ্ধতি ব্যবহার করুন" - যতটা সম্ভব নয়, এটা আবশ্যক হওয়া উচিত।
  • "মুদ্রা-সম্পর্কিত বিষয়ে ভারতীয় টাকার পাশে বন্ধনীতে এর মার্কিন ডলার অনুরূপ লিখতে হবে" - মার্কিন ডলারকে কেন প্রাধান্য দিতে হবে এটা আমার বোধগম্য নয়, বরং চাইলে বাংলাদেশী টাকার পরিমাপ দেওয়া যেতে পারে। তবে আমি বলল কিছুই দেওয়ার দরকার নেই, ভারতীয় টাকার পরিমাণ লেখাই যথেষ্ট।
আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৯, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মার্কিন ডলার দেওয়ার পিছনে আমার যুক্তি হচ্ছে যে এটি আন্তর্জাতিক মুদ্রা এবং জিডিপি ইত্যাদি তথ্যগুলো মার্কিন ডলারে প্রকাশ করা হয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৬:২২, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নামস্থানগুলোর জন্য সহজ উপনাম তৈরি (২)

সম্পাদনা

পূর্বের অনুরোধে নামস্থানগুলোর সহজ উপনাম তৈরিতে সকলে সমর্থন দিয়েছেন। কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কোন উপনামটা দেয়া ঠিক হবে। তাই গত অনুরোধের মৌলিক কয়েকটি কথা উল্লেখ করে প্রস্তাবনাটা পুনরায় সাজাতে আগ্রহী হচ্ছি।

  • ১৩জন সক্রিয় ব্যবহারকারী প্রস্তাবনাটিতে সমর্থন দিয়েছেন।
  • দুই অথবা তিনজন ভিন্ন উপনামের প্রস্তাবনা দিয়েছেন।
  • ব্যবহারকারীর ও বিষয়শ্রেণীর সংক্ষিপ্ত কি "ব" হতে পারে কিনা; তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
  • আলাপ পাতার সংক্ষিপ্তরূপের জন্যও প্রস্তাবনা এসেছে।
  • সকল নামস্থানের জন্য সংক্ষিপ্ত উপনাম তৈরির প্রস্তাবনা এসেছে।
  • প্রস্তাবিত উপনামগুলো:
নামস্থান প্রথম প্রস্তাবনা[১] দ্বিতীয় প্রস্তাবনা[২] তৃতীয় প্রস্তাবনা[৩] চতুর্থ প্রস্তাবনা[৪]
উইকিপিডিয়া উপি উপ
মিডিয়াউইকি মি মিউ মউ
টেমপ্লেট টে টেম টপ
প্রবেশদ্বার প্র প্রদা পদ
সাহায্য সা সায সহ
বিষয়শ্রেণী বি (যেহেতু কম ব্যবহার প্রয়োজন হয়) বি বিশ বষ
ব্যবহারকারী ব্য ব্যব বক
আলাপ - $1আ* $1আ* $1আ*
  • $1আ দ্বারা উদ্দেশ্য উপরের মূল নামস্থানের সাথে আ যুক্ত করা।

তথ্যসূত্র:

  1. এটি আমার প্রথম প্রস্তাবনা ছিল
  2. এটি @ব্যবহারকারী:Sbb1413 ভাইয়ের প্রস্তাবনা
  3. এটি @ব্যবহারকারী:Wikitanvir ভাইয়ের প্রস্তাবনা
  4. এটা আমার পুনর্বিবেচিত প্রস্তাবনা

চতুর্থ প্রস্তাবনায়   সমর্থনসহ আমার যুক্তি: যদি কখনও মূল নামস্থানের পাশাপাশি সহপ্রকল্পের বাংলা আন্তঃউইকি যোগের চিন্তা হয়, তাহলে যাতে বিষয়টি কঠিন না হয়ে দাঁড়ায়। দ্বিতীয় বিষয়, আ কার হ্রস্ব-ই কার ইত্যাদি সংক্ষিপ্ততাকে কিছুটা হলেও ভঙ্গ করে। তাই সেগুলো বাদ দেয়া হয়েছে। আরেকটা প্রশ্ন আসতে পারে, সবগুলো নামস্থানের সংক্ষিপ্ত করা হবে কিনা। আমি বিষয়টিকে এড়িয়ে যাচ্ছি। তবে চাইলে সহজেই গৃহীত প্রস্তাবনার প্যাটার্ন অনুযায়ী করা যেতে পারে। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১০:১৯, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য

সম্পাদনা
২য় এবং ৩য় প্রস্তাবনা সমর্থন

শিরোনাম প্রস্তাবনা প্রকল্প তৈরি

সম্পাদনা

আমি গত বছর শিরোনাম নিয়ে আলোচনার জন্য পৃথক টেমপ্লেট {{শিরোনাম প্রস্তাবনা}} তৈরি করি। কিন্তু বিষয়টির কার্যকরণ কঠিন হওয়ায় সেটি আমিও ব্যবহার খুব একটা করিনি। এখন একটি ইউজারস্ক্রিপ্ট নিয়ে কাজ করছিলাম। তখন আমার মনে হল, সুরক্ষার অনুরোধের ন্যায় যদি শিরোনাম প্রস্তাবনার পাতা তৈরি করা যায়, সেটা বেশি উপকারী হবে। অভিজ্ঞরা সেটা নজরতালিকায় রাখতে পারবেন। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৬:৫৮, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  •   সমর্থন মেহেদী আবেদীন ১৪:৩৩, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  •   মন্তব্য: আমার মতে আপনার পুরোনো প্রস্তাবটিই ভালো ছিল। নিবন্ধের আলাপ পাতায় শিরোনাম নিয়ে আলোচনা শুরু করলে সেখানে এই টেমপ্লেট যোগ করে দিলে এবং সক্রিয়দের এই টেমপ্লেটের অধীনে থাকা বিষয়শ্রেণি সম্পর্কে জানিয়ে দিলে সবচেয়ে ভালো হতে। জানানোর লক্ষ্যে সাম্প্রতিক পরিবর্তনের উপরে যেসব লিংক থাকে সেখানে এটা যোগ করে দেওয়া যেতে পারে। বর্তমান প্রস্তাবের সমস্যা হচ্ছে, এটা নিবন্ধের আলাপ পাতার মতো সুবিধাজনক না। আলাপ পাতায় পুরো আলোচনা থাকলে ভবিষ্যতে কেউ সহজেই বিষয়টা বুঝতে পারবে। বর্তমান প্রক্রিয়ায় আলাপ পাতার উপরে আলোচনার লিংক দিয়ে দিলেও সেটা আলাপ পাতাতেই আলোচনার মতো সুবিধাজনক নয়। ≈ MS Sakib  «আলাপ» ১৬:০৫, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    তাহলে মনে হয় {{শিরোনাম প্রস্তাবনা চলমান}}{{শিরোনাম প্রস্তাবনা বন্ধ}} নামে দুটি টেমপ্লেট খোলা যায়। যাতে প্রথমটিতে শিরোনাম বিজ্ঞপ্তির বিষয়শ্রেণীটি থাকলো। আর শিরোনাম বিজ্ঞপ্তিটি থেকে বিষয়শ্রেণী সরিয়ে দিলাম। কারণ, সবসময় পাতায় টেমপ্লেটটি যুক্ত করা হয়ে উঠেনা। আবার বিষয়শ্রেণী থেকেও আলাপ পাতায় সরাসরি যাওয়া হয়না। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৮:৪০, ৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    আমি একটি নির্দিষ্ট পাতাতেই সব আলোচনার সমর্থন করবো। অনেক উইকিতেই এভাবে হয়। নির্দিষ্ট পাতায় থাকলে এবং তা নজর তালিকায় রাখলে সহজে নতুন আলোচনা নজরে আসবে। যেমনটা হয় সুরক্ষার অনুরোধের পাতায়। এভাবে করলে সরঞ্জাম (টুইংকল বা অন্যান্য) দিয়েও সহজে স্থানান্তরের প্রস্তাব করা যাবে। এক্ষেত্রে আলোচনা শেষ হলে আলোচ্য পাতার আলাপ পাতায় সংস্করণ আইডি/স্থায়ী সংযোগসহ একটি টেমপ্লেট যোগা করা যায়। Yahya (আলাপ) ২০:০৮, ৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    @Yahya Audiutor এর জন্য বোধহয় আপনি কাজ শুরু করেছেন। সেক্ষেত্রে প্রস্তাবনাটা সামনে আনলে বোধহয় উত্তম হয়। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৮:৫৪, ৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
    @খাত্তাব হাসান: ইয়াহিয়া ভাইয়ের মন্তব্যের পর আপনার প্রস্তাবনাই অধিকতর সহায়ক মনে হয়েছে। সিদ্ধান্ত যত দ্রুত বাস্তবায়িত হবে, তত ভালো। ≈ MS Sakib  «আলাপ» ০৬:৩৪, ৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রচলিত ও বোধগম্য বাংলা শব্দের ব্যবহার

সম্পাদনা

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলবিদ্যা ছাড়াও বিজ্ঞান সম্পর্কিত বহু নিবন্ধের নাম ও বিষয়বস্তু বাংলা প্রতিশব্দে লিখা। প্রতিশব্দগুলো একদমই প্রচলিত নয় এবং মূল বিষয়বস্তুর ভাব প্রকাশে পুরোপুরিই ব্যর্থ। যেমন উদাহরণস্বরুপ যন্ত্রীয় শিখন এর কথা বলা যায়। আসলে যন্ত্রীয় শিখন একদমই ভালো কোনো অর্থ প্রকাশ করেনা। এটা মেশিন লার্নিং রাখলেই তার যথার্থ ভাব ফুটে ওঠে। যন্ত্রীয় শিখন আগে কখনো কোথাও শুনিই নি। যেমন কম্পিউটারকে যদি কেউ গণনাকারী যন্ত্র বলে সেটা হাস্যরসাত্মক অবস্থায় পরিণত হবে। তাই বিজ্ঞানসহ যেকোনো নিবন্ধে প্রচলিত বাংলা শব্দের ব্যবহারের অনুরোধ জানাচ্ছি। এবং সবাইকে মতামত জানানোর আহবান করছি। ধন্যবাদ। ImranAvenger (আলাপ) ০৮:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:৫১, ২২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত বিশ্বকোষ এর আসল উদ্দেশ্য ব্যহত হচ্ছে এটা জেনে খুবই খারাপ লাগছে। দুর্বোধ্য শব্দের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। আপনার নির্দেশ করা ঐসকল ব্যবহারকারীদের জন্য আমাকে আবার চেয়ারের প্রসঙ্গটা টানতেই হলো। ইংরেজি শব্দ চেয়ারকে কি তাঁরা কেদারা বলেন? যদি না বলে থাকেন তাহলে আমি বলবো ঠিক চেয়ারের মতো প্রত্যেক ক্ষেত্রেই প্রচলিত শব্দই ব্যবহার করা হয়। তাদের ভাষ্যানুসারে মনে হয় সব ক্ষেত্রেই ইংরেজি শব্দের ব্যবহার বিষফোঁড়ার মতো। তবে আমার মতে যারা ভাষা নিয়ে জ্ঞান রাখেন তাঁদের কাছে এই বিষয়টি একেবারেই পরিষ্কার। এবার আপনার দেওয়া উদাহরণ থেকে বলি। একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি কোনোদিনও কাউকে ফাংশন এর প্রতিশব্দ হিসাবে অপেক্ষক ব্যবহার করতে দেখিনি। এমনকি বাংলা কোনো গণিত বই, ওয়েবসাইট, ভিডিও কিংবা পত্রিকাতেও না। বরং সবজায়গাতেই ফাংশনই দেখে ও শুনে আসছি। আর হ্যাঁ, আমি অনুবাদের বিপক্ষে নই। নিবন্ধের শিরোনাম যেন প্রচলিত শব্দই হয়। অনুবাদগুলো প্রয়োজনে পুনর্নির্দেশ করা যেতে পারে। ImranAvenger (আলাপ) ১৩:২২, ২২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি কোনোদিনও কাউকে ফাংশন এর প্রতিশব্দ হিসাবে অপেক্ষক ব্যবহার করতে দেখিনি। এমনকি বাংলা কোনো গণিত বই, ওয়েবসাইট, ভিডিও কিংবা পত্রিকাতেও না। বরং সবজায়গাতেই ফাংশনই দেখে ও শুনে আসছি।

আমি আমার গণিত বইতে function-এর প্রতিশব্দ হিসেবে "অপেক্ষক" পেয়েছি। তাই function-এর বাংলা নাম "অপেক্ষক" থাকুক, দরকার হলে নিবন্ধটি "অপেক্ষক বা ফাংশন (ইংরেজি: function) ..." এভাবে শুরু করা যায়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
অপেক্ষক (গণিত) পাতার ইতিহাস অনুযায়ী, ২০১৭ পর্যন্ত এই নিবন্ধটি ফাংশন (গণিত) শিরোনামে ছিল। Debjitpaul10 একে বর্তমান নামে স্থানান্তরিত করেছিলেন। অবশ্য আমার উচ্চমাধ্যমিক গণিত বই ২০১৪ সালের পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি অনুযায়ী রচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413: ফাংশন (গণিত) নিবন্ধটিতে অপেক্ষক এর চেয়ে ফাংশন এর ব্যবহারই বেশি দেখলাম। তাছাড়া সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করেও দেখলাম যে অপেক্ষক এর চেয়ে ফাংশন এর ফলাফল বেশ ভালোই আসে। যাইহোক, আমি আগে অপেক্ষক এর ব্যবহার দেখিনি কখনো তাই এমন বলেছিলাম। তবে আমার আসল উদ্দেশ্য হচ্ছে প্রচলিত ও বোধগম্য শব্দের ব্যবহার। আমার মনে হয় (সম্ভবত) ফাংশন শব্দটা ব্যবহার করলে বেশিরভাগ মানুষই বুঝতে পারবে অন্যদিকে অপেক্ষক কারোর কাছে একেবারেই নতুন শব্দ হতে পারে। ImranAvenger (আলাপ) ১২:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
অবশ্য নিবন্ধের এই "অপেক্ষক" নামে স্থানান্তরণ একতরফা। সুতরাং বোশগম্য নাম হিসেবে একে পুনরায় ফাংশন (গণিত) নামে স্থানান্তরিত করা উচিত। একইভাবে ইলেকট্রন বিজ্ঞান নামকে ইলেক্ট্রনিক্স নামে স্থানান্তরিত করা উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৩:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  দৃঢ় সমর্থন – আমি পূর্বে প্রচলিত বাংলা নাম যাচাই না করে বাংলা অনুবাদ করেছিলাম, যা আমি সংশোধন করতে ব্যস্ত। বাংলা ভাষায় বিভিন্ন নির্ভরযোগ্য উৎসে কোনো শব্দের ব্যবহার থাকলে অবশ্যই সেই শব্দটিই ব্যবহার করা উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৩:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আরেকটা কথা, পরিভাষা বা প্রতিশব্দ সম্পর্কিত সমস্ত আলোচনা উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ পাতায় করা উচিত, এখানে নয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:০২, ২৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413: অনেকদিন পর পুনরায় উইকিতে আসলাম তাই ব্যাপারটি খেয়াল করিনি আগে। ImranAvenger (আলাপ) ১২:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
তবে বাংলা ও ইংরেজি দুটি নামই নির্ভরযোগ্য উৎসে প্রচলিত হলে বাংলা নামটি গ্রহণ করা উচিত। যেমন: black hole-কে কোথাও "ব্ল্যাক হোল", কোথাও "কৃষ্ণগহ্বর" বলা হয়। এর মধ্যে কিন্তু কৃষ্ণগহ্বর নামটি গ্রহণযোগ্য, "ব্ল্যাক হোল" নয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমার মতে কোন নিবন্ধের নামকরণে সমস্যা থাকলে সেই নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করা উচিত। এইভাবে এক আলোচনায় গণহারে না। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এটা তো একক কোনো নিবন্ধ নিয়ে সমস্যা নয়। তাছাড়া দেখা যায় যে কোনো নিবন্ধ নিয়ে তার আলাপ পাতায় আলোচনা করতে গেলে মাঝেমধ্যে লোকজন পাওয়া যায়না। মেহেদী আবেদীন ০৫:০২, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: আমার মতে এটি শুধু নিবন্ধের নাম নিয়ে নয়। বরং প্রতিক্ষেত্রেই (নাম, বিষয়বস্তু, বিষয়শ্রেণী ইত্যাদি) বিষয়টি বেশ লক্ষনীয়। ImranAvenger (আলাপ) ১২:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"এটা তো একক কোনো নিবন্ধ নিয়ে সমস্যা নয়" হ্যাঁ, ঠিক এই কারণেই আমি সমস্যাযুক্ত নিবন্ধের আলাপ পাতায় আলোচনা শুরু করতে বলব। একক আলোচনার মাধ্যমে আমরা পুরো বাংলা উইকির সকল নিবন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। বিভিন্ন কিছুর নামকরণে বিভিন্ন কারণ থাকতে পারে। কোনও নিবন্ধের নাম, নিবন্ধের বিষয়বস্তু, বিষয়শ্রেণী ইত্যাদিতে সমস্যা থাকলে, সেইগুলির আলাপ পাতায় তা উত্থাপন করুন। তারপর মতামতের জন্য অপেক্ষা করুন, চাইলে এমনকি এখানে আলোচনাসভায় জানান। উইকি একটি চলমান প্রক্রিয়া, আজ সাড়া পাওয়া না গেলেও আপনি সমস্যা ঐটির আলাপ পাতায় উত্থাপন করে যান। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  মন্তব্য – বিভিন্ন বিষয়শ্রেণীর ক্ষেত্রেও আমি অপ্রচলিত বাংলা শব্দের ব্যবহার লক্ষ করেছি। যেমন: Category:Soft landings on the Moonবিষয়শ্রেণী:চাঁদে মসৃণ অবতরণ, বিভিন্ন সংবাদমাধ্যম একে "চাঁদে অবতরণ" বা "চাঁদে সফট ল্যান্ডিং" বলে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৫:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি একে বিষয়শ্রেণী:চাঁদে অবতরণ নামে স্থানান্তর করেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৫:৫৪, ১৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
যদি ইংলিশ শব্দের সঠিক বাংলা অর্থবোধক এবং মানান্সই শব্দ খুঁজে না পাওয়া যায় তাহলে ইংলিশ শব্দের বাঙলা রূপ্ ব্যাবহার করা যেতে পারে Asifurrahmankhan (আলাপ) ১৯:৩০, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@ImranAvenger
@ImranAvenger, Mehediabedin, DeloarAkram, এবং আফতাবুজ্জামান: অনেকক্ষণ ধরে আলোচনা সুপ্ত থাকার জন্য আমি অপ্রচলিত বাংলা পরিভাষা ব্যবহার করা হয়েছে এমন বিষয়শ্রেণী ও কিছু নিবন্ধকে সাহসের সঙ্গে প্রচলিত নামে স্থানান্তর করেছি। অন্যান্য নিবন্ধের জন্য পৃথক পৃথক আলোচনার প্রয়োজন এবং এর জন্য উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ আছে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৫:৫২, ১৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
নির্ভরযোগ্য উৎস যাচাই করে আমি যন্ত্রীয় শিখন নিবন্ধকে মেশিন লার্নিং নামে স্থানান্তর করেছি। উন্মুক্ত-উৎসের সফটওয়্যার নিবন্ধের দুটি প্রচলিত নাম আমি পেয়েছি, "মুক্ত সফটওয়্যার" ও "ওপেনসোর্স সফটওয়্যার"। প্রচলিত বাংলা নাম হিসেবে আমি "মুক্ত সফটওয়্যার" ব্যবহারের পক্ষে। --এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:৫১, ১৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মুক্ত ও উন্মুক্ত সফটওয়্যার পরিভাষা বাংলায় প্রচলিত রয়েছে। আলাপ:উন্মুক্ত-উৎসের_সফটওয়্যার#পার্থক্যকরণ অংশে আরো দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৭, ২২ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনেকক্ষণ পরে মন্তব্য করেছি, কিন্তু আমি লক্ষ করেছি যে বাংলা উইকিপিডিয়ায় বিভিন্ন তথাকথিত "অপ্রচলিত" বাংলা পরিভাষা প্রচলনের পিছনে Zaheen রয়েছেন। উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ পাতায় আমি পৌরপিণ্ড, পৌরপুঞ্জমহাপৌরপুঞ্জ নামের প্রতি আপত্তি জানিয়েছিলাম। সেখানে তিনি বলেছেন যে এগুলো "বাংলা ভাষায় ভূগোলবিদ্যার বিভিন্ন বই ও পরিভাষা" থেকে গৃহীত। তিনি এও বলেছেন যে কেবল ইন্টারনেট অনুসন্ধান করলে সঠিক ফলাফল পাওয়া যায় না; এর জন্য বিভিন্ন কাগুজে বই অনুসন্ধান করতে হবে। তবে কর্মব্যস্ততার জেরে কলেজ স্ট্রিট তো দূরের কথা, প্রয়োজন ছাড়া স্থানীয় বইয়ের দোকানেও আমি যেতে পারি না। তাই বর্তমানে পরিভাষা যাচাই করার জন্য অন্যান্য উইকিপিডিয়ানদের সাহায্য নিই। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৮:৪২, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এছাড়া বিদ্যালয়ে বাংলা ভাষায় পড়াশুনা করলেও মহাবিদ্যালয়ে আমি মূলত ইংরেজি ভাষাতেই পড়াশুনা করেছি। তাই মহাবিদ্যালয়ের পাঠক্রম সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি করার সময় আমি ইংরেজি পরিভাষা ব্যবহার করতে পারি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৮:৪৭, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাব: প্রধান পাতায় "সাম্প্রতিক ঘটনাবলী" অনুচ্ছেদ

সম্পাদনা

আমি লক্ষ করেছি যে ইংরেজিতে In the news বা হিন্দিতে "সমাচার" (समाचार) অনুচ্ছেদের মতো কোনো অনুচ্ছেদ বাংলায় উইকিপিডিয়ার প্রধান পাতায় নেই। আমার প্রস্তাব বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় ইংরেজিতে In the news বা হিন্দিতে "সমাচার" (समाचार) অনুচ্ছেদের অনুরূপে "সাম্প্রতিক ঘটনাবলী" বা অনুরূপ নামে কোনো অনুচ্ছেদ চালু করা। আমি এব্যাপারে ওয়াকিবহাল যে ইংরেজি ও হিন্দি উইকিপিডিয়ার মতো লোকবল বাংলা উইকিপিডিয়ায় নেই, তাই আমার মতে "সাম্প্রতিক ঘটনাবলী" অনুচ্ছেদের বিষয়বস্তু যথাসম্ভব বাংলাদেশ, ভারত ও প্রতিবেশী দেশের মধ্যে সীমিত রাখা উচিত। বিশ্বের অন্যপ্রান্তের সংবাদ থাকতে পারে, কিন্তু এটি সাধারণত রাষ্ট্রপ্রধানের নির্বাচন বা প্রাকৃতিক দূর্যোগের মধ্যে সীমিত থাকা উচিত। আন্তর্জাতিক সংবাদ মূলত খেলাধুলার মধ্যে সীমিত থাকা উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৩:১৬, ২৩ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Sbb1413 টেমপ্লেট শ‌ুর‌ু কর‌ুন ভাই। প্রধান পাতায় না-হয় পরেই য‌ুক্ত করা হল। ― 💬 кคקย๔คภ קครђค (কাপুদান পাশা)  ☪  ১৬:৫৩, ২৩ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@কাপুদান পাশা: আমি {{সংবাদসমূহ}} টেমপ্লেটটি পেয়েছি, যা ইংরেজি In the news-এর অনুরূপ। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৮:১৭, ২৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমার মনে হয় প্রথমে আমরা উইকিপিডিয়া:নির্বাচিত বার্ষিকী নিয়ে কাজ করতে পারি ও "আজকের এই দিনে" নাম দিয়ে প্রধান পাতায় যোগ করতে পারি। নির্বাচিত বার্ষিকী নিয়মিত হালনাগাদ করার প্রয়োজন হবে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৯, ২৩ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান এটাও একটা পয়েন্ট। দলগতভাবে একদিক থেকে ধরলে আমার মনে হয় সহজে শেষ করা যাবে। কথার কথা, এখন যদি ফেব্র‌ুয়ারি ও মার্চ নিয়ে কাজ ধরি; তাহলে আশা করি, ফেব্র‌ুয়ারির আগে উভয় মাসের কাজ শেষ হয়ে যাবে। তারপর আবার পরের দ‌ুইমাস ধরা হল। ― 💬 кคקย๔คภ קครђค (কাপুদান পাশা)  ☪  ১৭:৪১, ২৩ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
প্রসঙ্গতঃ এই কাজের প্রগতি সম্পর্কে আমি কিছ‌ুই জানিনা। এর জন্য প্রকল্প করে বা এডিটাথন টাইপ করে কাজ করলে ব‌ুঝতে সহজ হত। মনে কর‌ুন: নিবন্ধের তালিকা দেয়া হল, তারপর অন‌ুবাদ করা হল- যেভাবে প্রতিযোগিতাগ‌ুলোতে করা হয়। কারা কারা কোন কোনটি করছে; সহজে জানা হল। ― 💬 кคקย๔คภ קครђค (কাপুদান পাশা)  ☪  ১৭:৪৩, ২৩ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
সকলে একমত হলে, সকলে মিলে চলুন শুরু করি। সকলে মিলে করলে দ্রুত করা সম্ভব হবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০০, ২৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি সাথে আছি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২১:২২, ২৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান  একমত আমি একমত পোষণ করছি। চলুন শুরু করা যাক। R1F4T আলাপ ১৭:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি ৩ মাস আগে নির্বাচিত বার্ষিকী নিয়ে কাজ শুরু করি কিন্তু মাঝখানেই তা বন্ধ করে দেই কিছুটা ব্যস্ততার কারণে। এবং এ বিষয়টির ব্যাপারেও ভুলে যাই। কিছু দিন আগে মনে পরার পর আমি এ নিয়ে আবার কাজ শুরু করি। যেহেতু, এটি একজনের পক্ষে শেষ করা প্রায় অসম্ভব, এবং সম্ভব হলেও তা অনেক সময় সাপেক্ষ। তাই যদি কয়েকজন মিলে এটি সম্পন্ন করা হয় তবে এটি আরও দ্রুত শেষ করা সম্ভব হবে।
R1F4T আলাপ ১১:৪০, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতা সংক্রান্ত প্রস্তাবনা ও কাজ

সম্পাদনা

প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ! প্রধান পাতার বর্তমান যে বিন্যাস সেটা গত ১৪ বছর আগের একটা বিন্যাসের উপর বারবার পুনর্গঠিত হয়ে আসছে। তখনকার প্রয়োজন ও সময় অনুপাতে এটা অবশ্যই একটি অগ্রগামী কাজ ছিল। কিন্তু বর্তমানে সময় খুব দ্রুত গড়িয়েছে এবং একটি আদর্শ ওয়েবসাইটের মূলপাতার বিন্যাসের ধরণ বদলেছে। তারই ধারাবাহিকতায় অন্যান্য ভাষার উইকিপিডিয়া, উইকিমিডিয়া মেটাসহ বিভিন্ন ভাষার প্রধান পাতার বিন্যাস বদলেছে। যেহেতু সে সময়ে একজন অবদানকারীকে মূখ্য ধরা হত ও সেই হিসেবে বিন্যাসটি করা হয়েছিল। বর্তমানে একজন পাঠককে গুরুত্বপূর্ণ ধরা হয় ও পাশাপাশি আমাদের উইকিপিডিয়ায় লক্ষাধিক নিবন্ধ রয়েছে; তাই প্রধান পাতা সেই অনুপাতে পরিবর্তন করাটা কাম্য মনে করছিলাম।

  1. আমি প্রাথমিকভাবে স্পেনীয় ও ফরাসি উইকিপিডিয়া এবং মিডিয়াউইকির প্রধান পাতার অনুসারে একটি বিন্যাস করেছি।
  2. তবে পৃষ্ঠাটির শীর্ষ বিন্যাস করিনি। কারণ, অন্য প্রকল্প অনুসারে ডিজাইন করতে মনে চায়নি। এটার বিন্যাস সংক্রান্ত পরামর্শ (বা যে কারুর কাজ) কামনা করব। তবে উপরে যেভাবে দুয়েকটা লাইন রয়েছে; সেভাবে সিম্পল থাকাই কাম্য। কারণ, প্রথমেই হিবিজিবি একজন পাঠককে বিষয় অনুধাবন করতে অসুবিধায় ফেলে দেয়। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য সময় ও তারিখ দেখার জন্য তো গ্যাজেট রয়েছেই।
  3. পৃষ্ঠাটির মধ্যে নির্বাচিত নিবন্ধের জায়গা ঠিক আছে। কিন্তু পরবর্তী "ভালো নিবন্ধ, আজাকি, চিত্র ও পরিচিতি" এই চারটির জায়গা নিয়ে দ্বিধায় রয়েছি। কারণ, কখনো চিত্র বড় থাকে আবার কখনো ছোট। আবার কিছুদিন ধরে খেয়াল করলাম, ভালো নিবন্ধেরও বেশ কয়েকটার প্রদত্ত অনুচ্ছেদ ছোট রয়েছে। যদ্দরুণ সুচারু ডিজাইনে বাধা হচ্ছে। আমার হিসেবে, ভালো নিবন্ধের জন্য প্রদত্ত অনুচ্ছেদের একটি নির্দিষ্ট সংখ্যক শব্দের বাধাধরা থাকা উচিত। যেমন: ৫০০ শব্দ। তেমন হলে উইকিপিডিয়ার পরিচিতি অংশটা আরেকটু সংক্ষেপে এনে সেটাকে সমান রাখা যেত।
  4. এর পরের তিনটি টেমপ্লেটের শেষেরটি ঠিক আছে। বাকি দুইটা সাইজে তৃতীয়টার সমান হবে ও এই অনুপাতে নিজেদের আন্দাজে সংযোগ যুক্ত করে কাজ করতে পারেন। নইলে আমাকে ধীরে ধীরে সময়ে করতে হবে। প্রবেশদ্বারের কাজটা সাজানোও হয়নি। একরকম করেছি।
  5. বাকি কাজগুলো আশা করি খারাপ হয়নি। বাকি আপনাদের মন্তব্য ও পরামর্শ কামনা করছি।
পাতার সংযোগ> ব্যবহারকারী:খাত্তাব হাসান/প্রধান পাতা

💬 কাপুদান পাশা  ☪  ২২:০৩, ৩০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসানের প্রস্তাবিত প্রধান পাতা ঠিকই আছে, তবে আমার মতে "ভালো নিবন্ধ" অনুচ্ছেদটি ডানদিকে এবং "উইকিপিডিয়া কী" অনুচ্ছেদটি বাঁদিকে করা উচিত। এছাড়া প্রবেশদ্বারের জন্য পৃথক অনুচ্ছেদ না করে "নির্বাচিত নিবন্ধ" অনুচ্ছেদের উপরে "উইকিপিডিয়ায় স্বাগতম!" কথার ডানদিকে প্রবেশদ্বার যোগ করলেই হয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৫:৪৬, ৩১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এছাড়াও যদি সহপ্রকল্প সমূহের নামের পাশে তাদের ছোট করে আইকন এড করে দিলেও ভালো হয়। দেখতে সুন্দর দেখাবে। R1F4T আলাপ ০৯:৫৯, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
নতুন পাতা শুরু করা ও খসড়া তৈরির একটি অপশন রাখা উচিত। এগুলোর সাথে একাউন্ট তৈরির বোতাম রাখা যেতে পারে। এছাড়া প্রতিটি বাক্সের জন্য একাধিক রং ব্যবহার করা উচিত। এভাবে সাদামাটা দেখাচ্ছে। মেহেদী আবেদীন ১১:১৩, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় ইটালিক ব্যবহার সম্পর্কে

সম্পাদনা

আজকে আলাপ:মাটির ময়নায় আলাপ করতে গিয়ে খেয়ালে আসল, শুদ্ধ বাংলায় তো ইটালিক বর্ণের (বাঁকা অক্ষরে লিখা) অস্তিত্বই নেই। কোনোকালেই ছিল বলে মনে হয়না। বাংলা ইটালিক বর্ণ বোধহয় ইন্টারনেট জগতের আবিষ্কার। কিন্তু এটি বাংলার কোনো কিছু হয় বলে মনে হয়না। আমি মৌলিক গবেষণা করছিনা; আগেকার কোনো বইয়েও আমি এমন ইটালিক বর্ণের অস্তিত্ব দেখিনি। আধুনিক গ্রহণযোগ্য বইগুলোতেও ইটালিক বর্ণ দেয়া হয়না। অনেকে আকর্ষণ করার জন্য ইটালিক করেন, আমরাও লেখার সময় অনেক সময় বাঁকা করে লিখি; কিন্তু এর কোনো নিয়ম-নীতি আছে বলে মনে হয়না।

উইকিপিডিয়ার মৌলিক গবেষণা নীতিমালা অনুসারে ইটালিক বর্ণ ব্যবহার করাই মৌলিক গবেষণা হবে। কারণ, ইটালিক বর্ণ ব্যবহার করতে হলে নীতিমালা প্রণয়ন করতে হবে কোথায় বাঁকা হবে আর কোথায় হবে না। আর এমন কোনো নীতির বালাই বাংলায় নেই।

সেজন্য আমার প্রস্তাব হচ্ছে, বাংলা উইকিপিডিয়ার প্রধান বিষয়বস্তুর পাঠ্যে ইটালিক বর্ণের ব্যবহার বন্ধ করা হোক। ―  ☪  কাপুদান পাশা () ১৫:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  সমর্থন — আমি কেবল টাপোরি নিবন্ধে ইটালিক হরফ ব্যবহার করেছি, অন্যান্য নিবন্ধে এখনও ইটালিক হরফ ব্যবহার করিনি, কারণ আমার কাছে ইটালিক হরফে বাংলা লেখা স্বাভাবিক লাগছে না। যদিও একটা ইতিহাস বইতে আমি বিভিন্ন গ্রন্থ ও প্রকাশনার শিরোনামকে ইটালিক হরফে লিখতে দেখেছি (যেমন: নীলদর্পণ, বঙ্গদর্শন), অন্যান্য ইতিহাস বইতে আমি এর জায়গায় উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে দেখেছি (যেমন: "নীলদর্পণ", "বঙ্গদর্শন")। অবশ্য কোনো কথাকে গুরুত্ব (এম্ফাসিস) দেওয়ার জন্য ইটালিক হরফ ব্যবহার করা যেতে পারে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৫:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
বৈজ্ঞানিক নামে কি ইতালিক ব্যবহার করা হয়না? মেহেদী আবেদীন ০৭:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি নিম্নশ্রেণির বিভিন্ন জীববিজ্ঞান বইতে ইটালিক হরফে বৈজ্ঞানিক নাম লিখতে দেখেছি এবং বইভেদে বৈজ্ঞানিক নাম লাতিন কিংবা বাংলা লিপিতে লেখা থাকে (যেমন: ধানের বৈজ্ঞানিক নাম oryza sativa বা ওরাইজা স্যাটিভা)। তাহলে সেক্ষেত্রে ইটালিক হরফ ব্যবহার করা যেতে পারে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৮:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin বৈজ্ঞানিক নামেও ইটালিক ব্যবহৃত হয়না। আমি যতদূর পড়েছিলাম, বৈজ্ঞানিক নামের জন্য প্রতিবর্ণ করা বৈধ নয়। উচ্চারণ জানানোর জন্য যেটা করা হয়, সেটাও কোনো মৌলিক কাজ নয়। এতদ্ব্যতীত লাতিন বৈজ্ঞানিক নামের ইটালিক হওয়ার সাথে বাংলার কোনো সম্পর্ক থাকার কথা নয়। আর যেই বৈজ্ঞানিক নাম বাংলায় প্রসিদ্ধ হয়ে যায়, যেমন হোমো সেপিয়েন্স- সেটার ইটালিক লেখার প্রচলনও পাইনি। ―  ☪  কাপুদান পাশা () ০৩:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি জানিনা কোন বইতে হোমো সেপিয়েন্স নামকে বাঁকাভাবে লেখা হয়নি। আমি বিভিন্ন বইতে একে বাঁকাভাবে লিখতে দেখেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৪:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 হোমো সেপিয়েন্স যদি বৈজ্ঞানিক নাম হয়, তাহলে এটি শুদ্ধ নয়। কারণ, অ-লাতিনীয় ভাষায় বৈজ্ঞানিক নাম লিখা শুদ্ধ নয়। (যদিও বাংলা উইকিপিডিয়ায় বারবার লেখা হয়েছে, কোন ভিত্তিতে লেখা হয়েছে; অজ্ঞাত।) কিন্তু হোমো সেপিয়েন্স বাংলায় বৈজ্ঞানিক নাম ছাড়াও বিখ্যাত একটি শব্দ, এই নামে বইও আছে সম্ভবত। এছাড়া আর কোনো বৈজ্ঞানিক নামের বাংলা অনুবাদ আমি দেখেছি বলে মনে আসছেনা। যেমন- কাঠালের বৈজ্ঞানিক নাম Artocarpus Heterophyllus বা মৌমাছির Apis Florea ইত্যাদির (আপাতত দুইটাই মনে এল) বাংলা কখনো দেখেছি বলে মনে হয়না। ―  ☪  কাপুদান পাশা () ০৮:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হোমো সেপিয়েন্স যদি বৈজ্ঞানিক নাম হয়, তাহলে এটি শুদ্ধ নয়। কারণ, অ-লাতিনীয় ভাষায় বৈজ্ঞানিক নাম লিখা শুদ্ধ নয়।

ইহা সত্য, কিন্তু আমি বাংলা লিপিতে বৈজ্ঞানিক নাম এবং বন্ধনীতে লাতিন লিপিতে বৈজ্ঞানিক নাম লিখতে দেখেছি (যেমন: হোমো ইরেক্টাস (Homo erectus))। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৮:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
যাইহোক, অত বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ার দরকার নেই, কেবলমাত্র শিরোনাম ছাড়া বৈজ্ঞানিক নামকে বাংলা লিপিতে লেখা বৈধ নয়, ঠিক যেমন পর্যায় সারণীর মৌলগুলোর চিহ্নকে বাংলায় লেখা বৈধ নয়। এছাড়া বিদেশি শব্দের বাংলা প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে আমি {{বাংলা প্রতিবর্ণীকরণ}} টেমপ্লেট তৈরি করেছি, যা প্রতিবর্ণীকরণের পাশে স্বয়ংক্রিয়ভাবে প্রতিবর্ণী যোগ করবে এবং প্রতিবর্ণীকরণ বোঝানোর জন্য কোনো বাঁকা অক্ষরের প্রয়োজন নেই। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৬:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  মন্তব্য — আমি ব্যবহারকারী পাতায় (ব্যবহারকারী:Sbb1413/বাংলায় বাঁকা অক্ষর ব্যবহার) ইটালিক হরফ ব্যবহারের নির্দেশিকা প্রস্তাব করেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৮:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 গণিত, রসায়ন নিয়ে কিছু অংশ অনুবাদ করেছি। ব্যাপারটার সাথে একমত/দ্বিমত একটু বলুন। —মহাদ্বার আলাপ ১৬:৫৮, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ার বট নীতিমালা

সম্পাদনা

আমি প্রায় চার বছর পূর্বে বাংলা উইকিপিডিয়ার একটি স্থানীয় নীতিমালা তৈরি করে তা অনুমোদনের প্রস্তাব দিয়েছি (এখানে দেখুন)। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে এখনও প্রস্তাবিতই রয়েছে। সুতরাং সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কারো আপত্তি না থাকে, সেক্ষেত্রে এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হোক। যেহেতু অনেক পুরনো প্রস্তাবনা, এবং কয়েকজন অভিজ্ঞ ব্যবহারকারীর দৃষ্টিগোচর পূর্বেই হয়েছে, তাই আমি খুব বেশি দেরি না করে সাতদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোনোরূপ আপত্তি না উঠে, সেক্ষেত্রে অনুমোদিত হিসেবে ধরে নেবো নকীব সরকার বলুন... ১১:১৭, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Nokib Sarkar অনুগ্রহ করে তাড়াহুড়া করবেন না। কোনো নীতিমালা বিষয়ে নেতিবাচক মন্তব্য না থাকলেও সম্প্রদায়কে জানানোর পর কমপক্ষে একসপ্তাহ সময় নিন। কারণ, একজন সক্রিয় ব্যবহারকারীও হয়ত দুই-তিনদিন উইকিপিডিয়ায় না এসে থাকবেন। পাশাপাশি বর্তমানে ঈদ পরবর্তী ও পূজা পূর্ববর্তী ব্যস্ততা তো রয়েছেই। ―  ☪  কাপুদান পাশা () ২০:২৮, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান ঠিক আছে নকীব সরকার বলুন... ২০:৩৫, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  • নীতিমালা পাতাটি নিয়ে কিছু বলছি না তবে নিজে থেকে কোনো কিছু প্রস্তাব করে বলে দেওয়া তাই আমি খুব বেশি দেরি না করে আগামীকাল/সাতদিন পর্যন্ত অপেক্ষা করবো। যদি কোনোরূপ আপত্তি না উঠে, সেক্ষেত্রে অনুমোদিত হিসেবে ধরে নেবো উইকি স্পিরিটের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রদায়ের নির্দিষ্ট কিছু পদ্ধতি ও প্র্যাকটিস রয়েছে আমি সেগুলো অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি। অব্যশই এটি অতি জরুরী কিছু নয়, সম্প্রদায়ের মতামতের জন্য অপেক্ষা করুন, আলোচনায় ঐক্যমত্য সৃষ্টি হলে কোনো প্রশাসক কিংবা অন্য কোনো অভিজ্ঞ ব্যবহারকারী আলোচনা বন্ধ করবেন —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৮, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil আমি আপনার বক্তব্য স্পষ্টভাবে বুঝতে পেরেছি, এবং আমি সম্পূর্ণ একমত। কিন্তু আমি মূলত বলেছিলাম, প্রস্তাবনাটি পূর্বেও অনেক উপস্থাপিত হয়েছিল, কয়েকজন অভিজ্ঞ ব্যবহারকারী সেটা দেখেছেন এবং কিছু সংশোধনও করেছিলেন। আর আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে এই নীতিমালাটিকেই মোটামুটি মেনে নেয়া হচ্ছে (কারণ অন্য কোনো নীতিমালা আমি খুজে পাচ্ছি না, কিন্তু এরপরেও অনেক বট অনুমোদিত হয়েছে)। এসব বিবেচনা করেই আমি উদ্যোগী হয়েছিলাম। আর অতি জরুরী নয় ঠিকই, কিন্তু খুব বেশি অপ্রয়োজনীয়ও কিন্তু নয়। কারণ অন্য উইকিতে আমি যখন বট নিয়ে কাজ করেছি, আমি কিছু কিছু উইকিতে নীতিমালা পেয়েছি যেগুলো ঠিক অনুমোদিত ধরা যায় না, আবার শুধুমাত্র আদর্শ বটের নীতিমালা মেনে চলে, সেটাও ঠিক স্পষ্ট হয় নি। তো, আমি ভাবলাম, এই দিকে একটু মনোযোগ দেয়া উচিত আমাদের। কিছু অবাঙালী উইকিপিডিয়ানের মুখে শুনেছি, উপমহাদেশীয় উইকিপিডিয়াগুলোর মধ্যে বাংলা একটি প্রভাবশালী ভূমিকা পালন করে থাকে এবং তারা বাংলাকে অনুসরণ করে থাকে। তো, আমরা বাংলা উইকিপিডিয়ায় আমাদের নীতিমালাগুলোকে আরো উন্নত করা উচিত বলে আমি মনে করি। তাছাড়া, বাংলা উইকি বৈশ্বিক বটকে স্বয়ংক্রিয়ভাতে অনুমতি দেয় না। এর মানে হলো, বাংলা উইকির নিজস্ব কিছু মতামত আছে। তাই এই নিজস্ব মতামতগুলোরই একটি অংশ এই নীতিমালাটি। নকীব সরকার বলুন... ০৮:২১, ১৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil ভাই, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ১২ দিন সময় যথেষ্ট হয়েছে। যদি আপত্তি না থাকে, তবে নীতিমালাটি আরো দুইদিন অপেক্ষা করে (মোট দুই সপ্তাহ) চূড়ান্ত করা যায়। আপনার সুচিন্তিত মতামত আশা করছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৭:৪৫, ২৩ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  • নীতিমালায় বলা হয়েছে বট দিয়ে বানান সংশোধন করা উচিত নয়, বর্তমানে AishikBot বানান সংশোধনের জন্য অনুমোদিত। ব্যপারটা উল্টো হয়ে গেলো না? —শাকিল (আলাপ · অবদান) ১৪:০৬, ২৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @MdsShakil আফতাবুজ্জামান ভাইকে বিশেষভাবে উল্লেখ করছি। তিনি এসংক্রান্ত ঝুঁকি নিয়ে আগেই উল্লেখ করেছিলেন, আমার বটও এমন কিছু ভুল করেছিল (আমার আলাপ পাতায় খুঁজে পাচ্ছি না আলোচনাটুকু, তাই এখানে তার সংযোগ দিতে পারছি না)। ঐশিক ভাই যেহেতু অনুমোদিত, এবং আফতাব ভাই এক্ষেত্রে উনাকে ঝুঁকি সম্পর্কে অবগত হিসেবে চিহ্নিত করেছেন, আমার কোনো আপত্তি নেই। তবুও আমি @Aishik Rehman ভাইকে নীতিমালাটি আরো একবার পড়ে একটু মতামত দেয়ার অনুরোধ জানাবো। কারণ নীতিমালায় পাদটীকায় উদাহরণ দেয়া আছে, সেটি আফতাব ভাই কর্তৃক আমার আলাপ পাতায় দেয়া বক্তব্যেরই উদ্ধৃতি ছিল। নকীব সরকার বলুন... ০২:৫৭, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বট অনুমোদনের অনুরোধে আলোচনা

সম্পাদনা

এই বট অনুমোদনের অনুরোধে সম্প্রদায়ের সুচিন্তিত মতামত আশা করছি। নকীব সরকার বলুন... ১২:৪১, ১৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এবং আরেকটি অনুরোধও আপনাদের মতামতের অপেক্ষায়। — AKanik 💬 ০৯:২৬, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ১৭ জুন ২০২৪ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৪, ১২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর প্রতিপাদ্য বা মূলভাব (থিম) প্রসঙ্গে

সম্পাদনা

সুধী,

সকলের প্রতি শুভেচ্ছা রইলো। আগামী অক্টোবর মাসে বাংলা উইকিসম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনটি মূলত বাংলা উইকিপিডিয়াসহ অন্যান্য বাংলা প্রকল্পের স্বেচ্ছাসেবীদের নিয়ে আয়োজন করা হবে। আমরা লক্ষ্য করেছি, প্রতিটি আন্তর্জাতিক সম্মেলনে একটি প্রতিপাদ্য বা মূলভাব (থিম) থাকে। বাংলা উইকিসম্মেলনেও একটি প্রতিপাদ্য বা মূলভাব নির্ধারন করতে হবে। সেটা কি হতে পারে? এই বিষয়ে আপনাদের সকলের মতামত আহ্বান করছি। এই আলোচনাটি আগামী ৭ দিন (১৮ মে) চলবে। এই উন্মুক্ত আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন আশা করছি। --Dolon Prova (আলাপ) ১৬:৪৯, ১১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দেখান/আড়াল করুন সরঞ্জাম

সম্পাদনা

ব্যবহারকারী:R1F4T/collapstool-mobile.js এটি আমি enwiki থেকে আমদানি করেছি। আমি এটিকে বাংলা উইকিপিডিয়ার default gadget করার প্রস্তাব করছি R1F4Tআলাপ ১৬:৩৪, ২৪ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য

সম্পাদনা

এশিয়ার ক্লাব ফুটবল

সম্পাদনা

@অনুরাগ @Waraka Saki @আফতাবুজ্জামান ইংরেজি উইকিপিডিয়াতে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটকে এএফসি চ্যাম্পিয়নস লিগ পাতায়, এএফসি চ্যাম্পিয়নস লিগ ২কে এএফসি কাপ পাতায় এবং এএফসি চ্যালেঞ্জ লিগকে এএফসি প্রেসিডেন্টস কাপ পাতায় পুনর্নির্দেশ করা হয়েছে, যেহেতু এশিয়ান ফুটবল কনফেডারেশন আগের এই তিনটি টুর্নামেন্টের তথ্য নতুন টুর্নামেন্টের সাথে জুড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। বাংলা উইকিপিডিয়ার ক্ষেত্রে কী করা যায়? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৮:০৬, ২৪ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@চ্যাম্পিয়ন স্টার ১ ভাই আমার মনে হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট পুনর্নির্দেশ বহাল থাকুক। এএফসি কাপ এবং এএফসি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্ট গুলো বিলুপ্ত হয়ে গেছে। এই দুই টুর্নামেন্ট বিলুপ্ত থাক। বাকি @Waraka Saki @আফতাবুজ্জামান ভাইয়া জিজ্ঞেস করে নিয়েন। অনুরাগ (আলাপ) ১৮:৩০, ২৪ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@চ্যাম্পিয়ন স্টার ১: ২০২৪ সালে এএফসি তার অধীনস্থ সকল প্রতিযোগিতা পুনর্গঠন করেছে, যা ২০২৪–২৫ মৌসুম হতে কার্যকর হবে। এছাড়াও তারা জানিয়েছে যে পূর্ববর্তী ক্লাব প্রতিযোগিতার সকল তথ্য এবং পরিসংখ্যান পুনর্গঠিত ক্লাব প্রতিযোগিতায় স্বীকৃতি প্রদান এবং সমন্বিত করা হবে। এদ্বারা স্পষ্ট যে প্রতিযোগিতাগুলো বাতিল না করে শুধুমাত্র নাম পরিবর্তন এবং বিন্যাস পুনর্গঠন করা হয়েছে। এজন্য নিবন্ধগুলোর নাম নিম্নরূপ স্থানান্তর প্রয়োজন:
তবে এই নতুন নামে এবং বিন্যাসে প্রতিযোগিতাগুলো ২০২৪–২৫ মৌসুম হতে অনুষ্ঠিত হবে এবং এখনো ২০২৩–২৪ মৌসুম চলমান রয়েছে। তাই এখনই নিবন্ধগুলো নতুন নামে স্থানান্তর করা যৌক্তিক নয় এবং একারণেই ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধগুলো নতুন নামে স্থানান্তর করা হয়নি। – Waraka Saki (আলাপ) ১৯:৫৯, ২৪ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

গিয়াস উদ্দিন তাহেরী নিবন্ধ পুনরুদ্ধার

সম্পাদনা

গিয়াস উদ্দিন তাহেরী নিবন্ধটি পুনরুদ্ধার করা হোক। ব্যক্তি এখন WP:GNG-তে উত্তীর্ণ। ব্যক্তির নামে এখনও বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশিরভাগ পত্রিকায় বিভিন্ন ইস্যুতে নিউজ হয়।[১][২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০][১১][১২][১৩] প্রচুর নিউজ রয়েছে তাকে নিয়ে। কয়েকটির লিংক দিলাম। আমি ২০২০ সালের অপসারণ প্রস্তাবনাটি পড়েছি। ওখানে ইয়াহিয়া ভাই বলেছিলেন ব্যক্তি শুধু একটি ঘটনার জন্য আলোচিত, কিন্তু উনি আসলে অনেকটা বিষয়ের জন্য আলোচিত, সমালোচিত; যা ওখানে ব্যবহারকারী:Meghmollar2017-ও বলেছেন। আমি ওই সময় উইকিপিডিয়ায় সম্পাদক হিসেবে কাজ শুরু করিনি, পাঠক হিসেবে থাকলেও ওই নিবন্ধটি আমার চোখে পড়েনি, তাই জানি না ওটাতে ঠিক কী লেখা ছিল। তবে অপসারণ প্রস্তাবনার লেখা পড়ে বুঝেছি তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তি লিখে নিবন্ধটি তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে নিবন্ধটি পুনরুদ্ধার করা হলে তথ্যসূত্রের উপর নির্ভর করে তিনি যে আলোচিত, সমালোচিত; এটার ভিত্তিতে নিবন্ধটি সম্প্রসারণ করা হবে।

প্রশাসকবৃন্দ সহ সম্প্রদায়ের বাকিদের সুচিন্তিত মতামত আশা করছি। Ahmed Reza Khan (আলাপ) ০৬:২২, ৩১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Ahmed Reza Khan WP:GNG কিভাবে নিবন্ধটির জন্য প্রযোজ্য , একটু পরিষ্কারভাবে ব্যাখা করবেন কি? ~ Eftekhar Naeem (আলাপ ১১:৫২, ৩১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Eftekhar Naeem, ব্যক্তি উল্লেখযোগ্যতার মৌলিক মানদণ্ড পূরণ করছেন, এ অনুযায়ী নিবন্ধটি উইকিপিডিয়ায় থাকার মতো উল্লেখযোগ্য বলে মনে করি। Ahmed Reza Khan (আলাপ) ১৩:৩১, ৩১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  •   মন্তব্য। আমি গুগল করে দেখলাম অনেকদিন ধরেই তিনি নানা কার্যক্রমে বিতর্কিত ও আলোচিত হয়েছেন। নানা উল্লেখ্যোগ্য মিডিয়া সেগুলো কাভারেজ করেছে। তাই মনে হচ্ছে প্রশাসকরা ইচ্ছা করলে খসড়া পুনরুদ্ধার করতে পারেন, ব্যবহারকারীকে একবার সুযোগও দেওয়া হবে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৫:০৫, ৩১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @DeloarAkram, যে ব্যবহারকারী পূর্বে এই নিবন্ধটি তৈরি করেছিলেন, তিনি এখন উইকিপিডিয়ায় সক্রিয় আছেন কি না জানি না। আমরা নিবন্ধটি সম্প্রসারণ করে দিতে পারি। নিবন্ধটি পুনরুদ্ধার না করে নতুন করে তৈরি করার পরামর্শ দিলেও সমস্যা নেই। তবে আমি নিজে নিবন্ধটি নতুন করে তৈরি করতে আগ্রহী নই, অন্য কেউ চাইলে নতুন করে তৈরি করতে পারেন, আমি নিবন্ধটি সম্প্রসারণে সাহায্য করবো। Ahmed Reza Khan (আলাপ) ১৫:১৩, ৩১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @DeloarAkram, আপনি পূর্বে ইসলাম ধর্ম সম্পর্কিত নিবন্ধে কাজ করেছেন দেখলাম। যদি তাহেরীর নিবন্ধ রাখার সিদ্ধান্ত আসে, তাহলে আপনি ফ্রি থাকলে নিজে নিবন্ধটি তৈরি করতে পারেন। Ahmed Reza Khan (আলাপ) ১৫:১৫, ৩১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @Ahmed Reza Khan আমার তাহেরির বিষয়ে আগ্রহ নেই। তবে আপনার তাহেরির নিবন্ধ বিষয়ে আগ্রহ না থাকলে তো এটা খসড়ায় আনা প্রয়োজন নেই। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:১৯, ৩১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
    @DeloarAkram, আমি আসলে প্রধানত ভারতীয় বিভিন্ন বিষয়ে নিবন্ধ তৈরি করি। আমার প্রণীত নিবন্ধের তালিকায় যাতে শুধু ওই নিবন্ধগুলোই থাকে, তাই আমি তাহেরীর নামে নতুন করে নিবন্ধ তৈরি করতে চাইছি না। কিন্তু নিবন্ধটি পুনরুদ্ধার করা হলে গুছিয়ে সম্প্রসারণ করে দেবো। Ahmed Reza Khan (আলাপ) ১৭:২৪, ৩১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাই, আপনাকে উল্লেখ করলাম। আগেরবার অপসারণ প্রস্তাবনার পর আপনিই নিবন্ধটি অপসারণ করেছিলেন এবং লিখেছিলেন ভবিষ্যতে উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করলে পুনরুদ্ধারের অনুরোধ করা যেতে পারে। Ahmed Reza Khan (আলাপ) ১৫:১৭, ৪ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
খসড়া:গিয়াস উদ্দিন তাহেরী পাতায় নিবন্ধটির মানোন্নয়ন করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫০, ৪ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, খসড়ায় দেওয়ার ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি নিবন্ধটিতে জন্মদিন সহ তার বেশিরভাগ তথ্যই ভুল আর সব অনির্ভরযোগ্য সূত্র দেওয়া। আমি সর্বোচ্চ চেষ্টা করবো নির্ভরযোগ্য সূত্র দিয়ে সব নির্ভুল তথ্য যোগ করতে। Ahmed Reza Khan (আলাপ) ০৩:০২, ৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, আমি যতটুকু পেরেছি নির্ভুল তথ্য দিয়ে নিবন্ধটির মানোন্নয়ন করার চেষ্টা করেছি। এখন নিবন্ধটি মূল নামস্থানে স্থানান্তর করা যেতে পারে। তার সম্পর্কে প্রচুর নিউজ থাকলেও তথ্যসূত্র দিয়েছি ২৩টা, কারণ অতিরিক্ত উদ্ধৃতি যোগ করলে নিবন্ধ দেখতে খারাপ লাগে। নিবন্ধের তথ্যগুলো যাচাইয়ের জন্য যতটা তথ্যসূত্র প্রয়োজন, ততটাই যুক্ত করেছি। আর কিছু তথ্য বিশ্বকোষে যুক্ত করা উচিত হবে কি না ভেবে যুক্ত করিনি। যেমন- কয়েকদিন আগে শায়খ আহমাদুল্লাহ'র সাথে তার দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটা পত্রিকায় নিউজ হয়েছে। আবার কয়েক মাস আগে তার গাড়ি ভাঙচুর, ২০২২ সালে একটা মাহফিলে টাকা নিয়ে তার না যাওয়া, পরবর্তীতে নিজে এ বিষয়ে মামলা করা সহ বিভিন্ন বিষয়ে নিউজ হয়েছে। ওগুলো যুক্ত করিনি। Ahmed Reza Khan (আলাপ) ০৬:৪৮, ৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
তাহেরী কয়েকবছর আগে একটা ভিডিওতে তার শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট দেখিয়েছিলেন। ওখানে তার সার্টিফিকেটে তার সঠিক জন্ম তারিখ লেখা আছে (১ মার্চ ১৯৮৫)। তার জন্মের তারিখ যে ১ মার্চ, এটা আমি বাংলাভিশনের নিউজ থেকে তথ্যসূত্র দিয়েছি। জন্মের সাল আমি কয়েকবছর আগে তার সার্টিফিকেটের ভিডিওতে এবং ২০১৭ সালে তার নিজের ফেসবুক আইডিতে দেখেছিলাম। ব্যক্তিগত গবেষণা হয়ে যাবে বলে আমি প্রথমে তার জন্মের সাল নিবন্ধে যোগ করিনি। আমি তার সেই ভিডিওটা খুঁজছিলাম, যেটাতে তিনি নিজের সার্টিফিকেট দেখিয়েছিলেন। ওই মূল ভিডিওটা আমি তার চ্যানেলে খুঁজে না পেলেও একটা ফেসবুক পেজে খুঁজে পেয়েছি।[১৪] এই ভিডিওতে দেখুন উনার মাদ্রাসা বোর্ডের সব সার্টিফিকেট দেখায় এবং সার্টিফিকেটে লেখা আছে জন্ম তারিখ ১ মার্চ ১৯৮৫। আমি নিবন্ধটিতে জন্মের সাল ১৯৮৫ লিখে দিচ্ছি এখন, কিন্তু ভিডিওটাকে তথ্যসূত্র হিসেবে দেবো না ওখানে; যেহেতু ফেসবুকের ভিডিও। এখানে বলে রাখলাম বিষয়টা। Ahmed Reza Khan (আলাপ) ০৭:২৫, ৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাই, খসড়া:গিয়াস উদ্দিন তাহেরী পাতাটি এখন একবার দেখুন। মূল নামস্থানে থাকার উপযোগী হলে স্থানান্তর করে দিন। Ahmed Reza Khan (আলাপ) ১৬:৫৩, ৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় সবাই,বাংলা উইকিবইয়ে উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৪ শীর্ষক একটি মাসব্যাপী বই লিখন প্রতিযোগিতা শুরু হয়েছে। উক্ত প্রতিযোগিতায় সকলকে অংশগ্রহণের মাধ্যমে উইকিবইকে সমৃদ্ধ করার আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণকারী সকলকে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সহায়তায় পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মূল পাতায় বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে। আরও জানুন: https://w.wiki/8yr4শাকিল (আলাপ · অবদান) ১১:২০, ১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ২০ জুন ২০২৪ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৫:২৪, ১৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

টি২০ এডিটাথনের প্রস্তাব

সম্পাদনা

চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, এইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া যে সকল খেলোয়াড়ের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় নেই তাদের নামে নিবন্ধ তৈরি করা নিয়ে ছোট্ট একটা এডিটাথনের আয়োজন করা যায়। পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া নবীন দলগুলোর জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েও (যারা বিশ্বকাপে সুযোগ পায়নি) নিবন্ধ লেখা যেতে পারে। তবে এজন্য সক্রিয় উইকিপিডিয়াদের দরকার না হলে অবস্থা ফিফা বিশ্বকাপ এডিটাথনের মতো হবে। আপনাদের মতামত চাচ্ছি। (نقاش) عبد الله ১৪:৩৩, ৬ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

করা যায়। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০০, ৬ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
হুম তা করা যেতে পারে। মো. জনি হোসেন (আলাপ) ০৪:০৯, ৭ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
মৃদু সমর্থনAbazizfahad নিজেই ইঙ্গিত দিয়েছেন যে আন্তর্জাতিক ক্রীড়া-বিষয়ক এডিটাথনের অবস্থা পূর্ববর্তী ফিফা বিশ্বকাপ এডিটাথনের মতো হয়ে যাবে। তবুও আমি এই এডিটাথনের প্রস্তাবকে মৃদু সমর্থন করছি, কারণ আইসিসি টি২০ বিশ্বকাপ তুলনায় কমসংখ্যক দেশের মধ্যে হয়, এবং এই এডিটাথনের অবস্থা ফিফা বিশ্বকাপ এডিটাথনের মতো নাও হতে পারে। অবশ্য সবকিছু আগে থেকে বলা সম্ভব নয়। আইসিসি টি২০ বিশ্বকাপের ক্ষেত্রে একই অবস্থা হলে আমাদের আন্তর্জাতিক ক্রীড়া-বিষয়ক এডিটাথন আয়োজন করা নিয়ে বিধিনিষেধ চালু করা উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৭:০৭, ৭ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
সামনে ইউরো, কোপা আমেরিকা, অলিম্পিক আছে। সব মিলিয়ে ক্রীড়া বিষয়ক সামগ্রিক একটা করলেও করা যেতে পারে। ইমতিয়াজ (আলাপ) ০৯:৩৬, ৭ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  জোরালো বিরোধিতা  — সব মিলিয়ে সামগ্রিক ক্রীড়া বিষয়ক এডিটাথন করতে গেলে লাখ লাখ নিবন্ধ অনুবাদহীন অবস্থায় পড়ে থাকবে। বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় উইকিপিডিয়ানের সংখ্যা খুব কম। গতবারের ফিফা এডিটাথনটা দেখুন। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৯:৪০, ৭ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

পূরণবাচক সংখ্যার উপর নিয়মাবলী

সম্পাদনা

বাংলা ভাষায় পূরণবাচক সংখ্যাকে দুইভাবে উপস্থাপন করা হয়:

  • তৎসম শব্দ সরাসরি ব্যবহার করে (বিংশ, ত্রিংশ, চত্বারিংশ), কিংবা সংখ্যার শেষে ঐ শব্দগুলোর শেষাংশ ব্যবহার করে (২০শ, ৩০শ, ৪০শ)।
  • তৎসম/তদ্ভব শব্দ বা সংখ্যার শেষে -তম প্রত্যয় যোগ করে (বিংশতিতম/২০তম, ত্রিংশত্তম/৩০তম, চত্বারিংশত্তম/৪০তম)। লক্ষণীয় যে বাংলা উইকিপিডিয়ার ঊনবিংশ ও বিংশ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যথাক্রমে "১৯তম" ও "২০তম" ব্যবহার করেছি।

সংখ্যা দিয়ে দ্বিতীয় প্রথাটি আরও সহজবোধ্য হলেও এক্ষেত্রে কোনখান থেকে আমরা -তম প্রত্যয়ের ব্যবহার শুরু করব? ঊনবিংশ (১৯শ/১৯তম) থেকে -তম প্রত্যয়ের ব্যবহার শুরু করলে আমাদের বিষয়শ্রেণী:১৯শ শতাব্দী, বিষয়শ্রেণী:২০শ শতাব্দীবিষয়শ্রেণী:২১শ শতাব্দী বিষয়শ্রেণীকে যথাক্রমে "১৯তম শতাব্দী", "২০তম শতাব্দী" ও "২১তম শতাব্দী" নামে স্থানান্তর করতে হবে। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৭:২৬, ৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দ্বিতীয় প্রথাটি কোথা থেকে শুরু করতে হবে, এই নিয়ে নিয়মাবলীর অভাবে আমার অনূদিত নিবন্ধে সর্বত্র প্রথম প্রথাটি ব্যবহার করি, যদিও এটি দ্বিতীয় প্রথার মতো সহজবোধ্য নয়। দ্বিতীয় প্রথার ব্যবহার নিয়ে সঠিক নিয়মাবলী গৃহীত হলে আমি সেটাই ব্যবহার করব। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৭:৪৩, ৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Wikimedia Technology Summit (WTS) 2024 - Scholarships

সম্পাদনা

Wikimedia Technology Summit (WTS) 2024 is focused on using technology to enhance inclusivity across Wikipedia and its associated projects. We aim to explore strategies for engaging underrepresented communities and languages while also strengthening the technical foundation. By fostering collaboration between developers, users, and researchers, we can unite our efforts to create, innovate, and advance the technology that drives open knowledge.

We invite community members residing in India who are interested in attending WTS 2024 in person to apply for scholarships by July 10, 2024. The summit will be held at IIIT Hyderabad, India, in October 2024.
To apply, please fill out the application form by clicking this link].
On behalf of the WTS 2024 Scholarship Committee : Kasyap (আলাপ) ০৭:৫৫, ১১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ১৭ জুন ২০২৪ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩২, ১২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

The final text of the Wikimedia Movement Charter is now on Meta

সম্পাদনা
You can find this message translated into additional languages on Meta-wiki. দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন

Hi everyone,

The final text of the Wikimedia Movement Charter is now up on Meta in more than 20 languages for your reading.

What is the Wikimedia Movement Charter?

The Wikimedia Movement Charter is a proposed document to define roles and responsibilities for all the members and entities of the Wikimedia movement, including the creation of a new body – the Global Council – for movement governance.

Join the Wikimedia Movement Charter “Launch Party”

Join the “Launch Party” on June 20, 2024 at 14.00-15.00 UTC (your local time). During this call, we will celebrate the release of the final Charter and present the content of the Charter. Join and learn about the Charter before casting your vote.

Movement Charter ratification vote

Voting will commence on SecurePoll on June 25, 2024 at 00:01 UTC and will conclude on July 9, 2024 at 23:59 UTC. You can read more about the voting process, eligibility criteria, and other details on Meta.

If you have any questions, please leave a comment on the Meta talk page or email the MCDC at mcdc@wikimedia.org.

On behalf of the MCDC,

RamzyM (WMF) ০৮:৪৪, ১১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ১৭ জুন ২০২৪ সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩২, ১২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

গোপনকারী নীতিমালার প্রয়োগ ও তথ্য গোপন করার অনুরোধ সম্পর্কিত নির্দেশিকা

সম্পাদনা

সুপ্রিয় সুধী,

আপনারা জানেন, বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় গোপনকারী নীতিমালার অনুমোদন করেছে। এই ঘটনার প্রেক্ষিতে, আমি সহ অন্য একজন প্রশাসক এই অধিকারের জন্য আবেদন করেছিলাম এবং আমাদের আবেদনগুলো সফল হয়েছে। তথ্য গোপন করার অনুরোধের প্রক্রিয়াটি সহজ ও নিরাপদ করার লক্ষ্যে গোপনকারীদের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রদায়কে জানানোর স্বার্থে আমি এখানে লিখছি।

আমি প্রথমেই মনে করিয়ে দিতে চাই কোন ধরণের তথ্যগুলো গোপন করার জন্য অনুরোধ করা যাবে

সম্পাদনা

১. অ-প্রকাশ্য ব্যক্তিগত তথ্য অপসারণ: যেমন ফোন নম্বর, বাড়ির ঠিকানা, কর্মক্ষেত্র বা ছদ্মনামযুক্ত বা বেনামী ব্যক্তিদের পরিচয় যারা তাদের পরিচয় প্রকাশ করেননি, বা সাধারণ ব্যক্তি যারা সেই ব্যক্তিগত তথ্যগুলো জনসমক্ষে প্রকাশ করতে চান না এইরূপ কোন তথ্য।

২. সম্ভাব্য অবমাননাকর তথ্য অপসারণ।

৩. স্বয়ংক্রিয় তালিকা এবং লগগুলোতে নির্লজ্জ আক্রমণ নাম লুকানো: যেখানে এটি সম্পাদনার ইতিহাসকে ব্যাহত করে না। যা স্পষ্টতই কাউকে অপমান, হুমকি বা হয়রানি করার উদ্দেশ্যে করা হয়।

কীভাবে তথ্য গোপন করার অনুরোধ করবেন

সম্পাদনা

আপনি যদি তথ্য লুকানোর জন্য অনুরোধ করতে চান তবে দয়া করে মনে রাখবেন যে ব্যক্তিগত বিবরণ জনসমক্ষে প্রকাশ করা উচিত নয়। প্রকাশ্যে এইধরণের অনুরোধ করবেন না। অনুরোধ করার জন্য, oversight-bn-wp@wikimedia.org ঠিকানায় ইমেইল করুন অথবা সরাসরি উইকি ইন্টারফেস ব্যবহার করে বিশেষ:ইমেইল/গোপনকারী-এর মাধ্যমে ইমেইল করুন।

পুরো প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, —শাকিল (আলাপ · অবদান) ১১:২৪, ১৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Plans to enable MinT for Wiki readers in Bangla Wikipedia

সম্পাদনা

হ্যালো Bangla Wikipedians!

Apologies as this message is not in your language, দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন.

The WMF Language team has been working on MinT for Wiki Readers. This feature will allow communities to access more content that is only available in other languages with machine translation in Wikipedia. We will be enabling the initial version of this feature first in Igbo Wikipedia, and your Wikipedia is the next to test and have this feature since it will be beneficial for reading content in other languages. For this, our team would like you to read about the feature and test it so you can:

  • Ask us questions
  • Tell us how to improve the feature
  • Give us your feedback on enabling it in your Wikipedia

About the feature

The MinT for Wiki Readers is a feature that will allow readers of Bangla Wikipedia to expand their reading options and knowledge beyond the language they are familiar with in Wikipedia. For instance, if someone is interested in a topic or content that only exists in the Japanese language and the person is not familiar with the language. While using the mobile web version of Wikipedia, the reader can access the machine translation version of that content in the Bangla language from the language selector or the article's footer (as shown in the media files below).

These machine-generated translations of content are clearly identified as such, and the human-created content is surfaced and recommended if available.

This feature is in its initial development. It is an early and functional version, and many aspects will be improved based on your community member's feedback on what works and what can be improved to better support your needs as readers.

How to try the tool

Before we enable this feature in your Wikipedia by the 26th June 2024, we invite members of your community to try MinT for Wiki Readers in your Wikipedia at Special:AutomaticTranslation and give us early feedback in this thread or on this talk page. Our team would like to know your impression on:

  • How do you use the feature
  • Anything we should consider for our plans to enable it?
  • Your ideas for improving it.

We greatly appreciate your time and effort in testing this tool. We eagerly look forward to your valuable feedback and questions, which will be instrumental in the further development of this feature. Thank you.

On behalf of the WMF Language team UOzurumba (WMF) (আলাপ) ২০:৫১, ১৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

There used to be a discussion on implementing MinT as the default machine translator at উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২৪/১-২#আপনার উইকিপিডিয়ায় মিন্টকে ডিফল্ট মেশিন অনুবাদক করার প্রস্তাব in January. However, all had !voted against implementing the tool. Anyway, I'm interested in testing the MinT translator here. এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৮:৫৯, ১৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 সেটা ছিল বিষয়বস্তু অনুবাদে ডিফল্ট অনুবাদক হিসেবে মিন্ট ব্যবহারের প্রস্তাব। এটি ভিন্ন জিনিস। -- Yahya (আলাপ | অবদান) ০৯:১৫, ১৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন