ব্যবহারকারী:Sbb1413/বাংলায় বাঁকা অক্ষর ব্যবহার

উইকিপিডিয়ায় কোনো লেখার দুইদিকে দুটো ঊর্ধ্বকমা যোগ করে (''...'') তাকে বাঁকা অক্ষরে প্রকাশ করা যায়। বাংলা ভাষায় বাঁকা অক্ষরে লেখা খুব বেশি প্রচলিত নয়, তাই উইকিপিডিয়ায় এর ব্যবহার সীমিত। উইকিপিডিয়ায় বাঁকা অক্ষর কেবল কোনো বিদেশি শব্দ, বিদেশি শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ, জীবের বৈজ্ঞানিক নাম এবং কোনো লেখাকে গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহার করা হয়। অন্যান্য ক্ষেত্রে বাঁকা অক্ষরের জায়গায় উদ্ধৃতিচিহ্ন ("...") ব্যবহার করা উচিত। শুধুমাত্র গণিতের ক্ষেত্রে বাঁকা অক্ষরে লেখা যাবে। উদাহরণস্বরূপ:

গণিত ও রসায়ন সম্পাদনা

গণিতের সকল চলক বাঁকা অক্ষর করতে হবে।

  • ''খ'' এর মান বের করো, যখন ''ক'' = ৩ এর মান বের করো, যখন = ৩
  • ''E''<sub>k</sub> = ''mc''<sup>2</sup>E = mc2

কিছু ব্যতিক্রম হলো:

  • মোটা অক্ষরের চলক (যেমন ভেক্টর) ও সেট (যেমন Q, বাস্তব সংখ্যা)
  • মাথায় তীর সম্বলিত ভেক্টর চিহ্ন
  • রাসায়নিক মৌল ও যৌগ, যেমন: HCl
  • পরিমাপের একক: kg, ft/s
  • গাণিতিক অপেক্ষক যেমন: sin ও ln
    sin x, ln (p/p0)