পৌরপিণ্ড
একটি কেন্দ্রীয় নগরী ও তার প্রান্তসীমায় অবস্থিত উপশহরগুলি নিয়ে গঠিত বিস্তৃত ও অবিচ্ছিন্ন পৌ
পৌরপিণ্ড (ইংরেজি: Urban agglomeration আর্বান অ্যাগ্লোমারেশন) বলতে একাধিক শহর নিয়ে গড়ে ওঠা একটি বৃহৎ পৌর এলাকাকে বোঝায়। সাধারণত এই বৃহত্তর পৌর এলাকায় একটিমাত্র কেন্দ্রীয় বা প্রধান শহর থাকে। এই প্রধান শহরটি অবশ্যই হবে পৌরসভা বা পৌরসংস্থা পরিচালিত। বাকি শহরগুলি প্রধান শহরের উপকন্ঠে গড়ে ওঠে।
আবার অনেক সময় দুটি বৃহৎ শহর ও তার পাশের পৌর এলাকা (এই পার্শ্ববর্তী পৌর এলাকাগুলি পৌরসভা না হলেও হবে) নিয়ে একটি বৃহৎ পৌরপিণ্ড গড়ে ওঠে।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
- United Nations World Urbanization Prospects, the 2009 Revision, Web Site of the United Nations Population Division: Data on Urban Agglomerations
- e-Geopolis project Research Group, University Paris-Diderot
- Principal Agglomerations of the World