আলাপ:উন্মুক্ত-উৎসের সফটওয়্যার

সাম্প্রতিক মন্তব্য: Syfur007 কর্তৃক ৩ বছর পূর্বে "পার্থক্যকরণ" অনুচ্ছেদে

রিভিউ করার অনুরোধ সম্পাদনা

নিবন্ধের মুক্ত সোর্স সংজ্ঞা অনুচ্ছেদটি রিভিউ করার অনুরোধ করছি।

পার্থক্যকরণ সম্পাদনা

@Syfur007: Open ও Free পার্থক্যকরণ জরুরী। Free সফটওয়্যার মানে বিনামূল্যে বুঝাচ্ছে না। এখানে Free কে তাই মুক্ত করা হয়েছে। অন্যদিকে Open কে উন্মুক্ত করা হয়েছে (নমুনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)। মুক্ত ও উন্মুক্ত উৎসের সফটওয়্যার দেখুন। এই নিবন্ধের পূর্বের নামটিই (উন্মুক্ত-উৎসের সফটওয়্যার) সঠিক ছিল। -আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: Open শব্দের ক্ষেত্রে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুরুপ উম্মুক্ত ব্যবহার করা যেতে পারে, কিন্তু বাংলা উইকিতে ওপেন সোর্স পাতায় Open Source এর বাংলা অর্থ হিসেবে "মুক্ত উৎস" ব্যবহার করা হয়েছে, এবং গুগল অনুবাদকেও Open Source এর বাংলা অনুবাদ "মুক্ত উৎস" প্রদর্শন করে। একারণেই মূলত Free এবং Open এর বিষয়টি বিবেচনা না করেই পাতাটি স্থানান্তর করে ফেলেছিলাম। "মুক্ত" এবং "উম্মুক্ত" উভয় শব্দই "আবদ্ধ নয়" এমন কিছু বোঝাতে ব্যবহার করা হয়, যা Open এবং Free উভয়ের সাথেই সামঞ্জস্যপূর্ণ। কিন্তু "Free Software" দ্বারা মূলত যেই সফটওয়্যার মুল্যের বিনিময়ে ক্রয় করতে হয় না সেইসকল সফটওয়্যারকে নির্দেশ করে। সেক্ষেত্রে Free Software এর অর্থ হিসেবে মুক্ত বা উম্মুক্ত সফটওয়্যার ব্যবহার করার থেকে (একটু শ্রুতিকটু হলেও) "বিনামূল্যের সফটওয়্যার" অধিক সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। যদি এমনটি করা হয়, তাহলে অন্তত Open Source সম্পর্কিত বিষয়ে কোনো উম্মুক্ত/মুক্ত ব্যবহার নিয়ে কোনো ভ্রান্তি থাকবে না আশা করছি। — সাইফুর   🖂 আলাপ ২০:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Syfur007: ধন্যবাদ। তবে ফ্রি সফটওয়্যার মানে বিনামূল্যে বা দরদামের কিছু বুঝাচ্ছে না। আপনি মুক্ত সফটওয়্যার একবার পড়ে দেখুন। মুক্ত ও উন্মুক্ত উৎসের সফটওয়্যার-এ এই নিয়ে একটু সুন্দর উক্তি দেয়া আছে: "এখানে স্বাধীনতা আছে এটি নকল এবং বিতরণের ক্ষেত্রে, সফটওয়্যারের মূল্য বোঝাতে এটি ব্যবহার করা হয় না। ... মুক্ত সফটওয়ারের মূলনীতি বোঝাতে তারা যে বাক্যটি ব্যবহার করে সেটি হল "think of free as in free speech, not as in free beer" [মুক্তকে বাক স্বাধীনতা মত চিন্তা করুন, বিনামূল্যের বিয়ারের মত নয়]"। এই দিক থেকে "বিনামূল্যের সফটওয়্যার" বললে ভুল হবে। আমার মতে, আমাদের পূর্বে যারা Open = উন্মুক্ত ও Free = মুক্ত ধরে এগিয়েছে, আমাদেরও তাই করা উচিত। এই নিবন্ধ পূর্বের নামেই নেওয়া উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: জ্বি বুঝতে পেরেছি। মুক্ত সফটওয়ারের মূলনীতির বিষয়কে বিবেচনা করলে নিবন্ধটিকে পূর্বের নামে স্থানান্তর এবং Open = উন্মুক্ত ও Free = মুক্ত বহার রাখাই শ্রেয় হবে। আমার ভুল ধারণা দূর করার জন্য আপনাকে ধন্যবাদ। — সাইফুর   🖂 আলাপ ০৩:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"উন্মুক্ত-উৎসের সফটওয়্যার" পাতায় ফেরত যান।