২০২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড ও ওয়েলস সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডআয়ারল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ খেলার জন্য ইংল্যান্ড ও ওয়েলস সফর করে।[][] দলটি ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট, একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।[] টেস্ট ম্যাচগুলো ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[] ইংল্যান্ডের বিপক্ষে টি২০আই ও টেস্ট সিরিজের মধ্যে দলটি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচও খেলে।[]

ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[] ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি২০আই সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়।[] আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০আই সিরিজটিতে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়লাভ করে।[] টেস্ট সিরিজটিতে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়লাভ করে।[]

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

সম্পাদনা
২০২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড ও ওয়েলস সফর
     
  ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা
তারিখ ১৯ জুলাই ২০২২ – ১২ সেপ্টেম্বর ২০২২
অধিনায়ক বেন স্টোকস (টেস্ট)
জস বাটলার (ওডিআই ও টি২০আই)
ডিন এলগার (টেস্ট)
কেশব মহারাজ (ওডিআই)
ডেভিড মিলার (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান অলি পোপ (১৭৯) সরেল এরভে (১২৭)
সর্বাধিক উইকেট স্টুয়ার্ট ব্রড (১৪) কাগিসো রাবাদা (১৪)
সিরিজ সেরা খেলোয়াড় বেন স্টোকস (ইংল্যান্ড)
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান জনি বেয়ারস্টো (৯১) র‌্যাসি ফন ডের ডুসেন (১৬০)
সর্বাধিক উইকেট আদিল রশিদ (৪) আনরিখ নর্টখে (৬)
সিরিজ সেরা খেলোয়াড় র‌্যাসি ফন ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান জনি বেয়ারস্টো (১৪৭) রেজা হেনড্রিকস (১৮০)
সর্বাধিক উইকেট রিচার্ড গ্লিসন (৪) তাবরাইজ শামসি (৮)
সিরিজ সেরা খেলোয়াড় রেজা হেনড্রিকস (দক্ষিণ আফ্রিকা)

চোটের কারণে সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা সফরে খেলতে অসমর্থ হওয়ায় ওডিআই ও টি২০আই দলে যথাক্রমে কেশব মহারাজডেভিড মিলারকে অধিনায়ক নির্বাচন করে দক্ষিণ আফ্রিকা ২০২২ সালের জুন মাসে নিজেদের দল ঘোষণা করে।[১০][১১] ২০২২ সালের ১৮ জুলাই ইংল্যান্ডের বেন স্টোকস ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলার পর ফরম্যাটটি থেকে অবসর নেয়ার ঘোষণা দেন।[১২][১৩]

দলীয় সদস্য

সম্পাদনা
  ইংল্যান্ড   দক্ষিণ আফ্রিকা
টেস্ট[১৪] ওডিআই[১৫] টি২০আই[১৬] টেস্ট[১৭] ওডিআই[১৮] টি২০আই[১৯]

চোটের কারণে ডুয়ান অলিভিয়ের দক্ষিণ আফ্রিকার টেস্ট দল থেকে ছিটকে যান।[২০] তাঁর বদলি হিসেবে ভিয়ান মুল্ডারের নাম ঘোষণা করা হয়।[২১] তৃতীয় টেস্ট ম্যাচের আগে চোট পেয়ে জনি বেয়ারস্টো ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে বেন ডাকেটকে দলে যুক্ত করা হয়।[২২]

প্রস্তুতিমূলক ম্যাচ

সম্পাদনা

ওডিআই সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা দল ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে।[২৩] টেস্ট সিরিজের আগে দুই দল আরেকটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেয়।[২৪]

১২ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা একাদশ  
৩১৮/৯ (৫০ ওভার)
  ইংল্যান্ড লায়নস
৩২১/৪ (৩৭.১ ওভার)
ইয়ানেমান মালান ১০৩ (১১৬)
ডেভিড পেইন ৪/৩৯ (৮ ওভার)
উইল স্মিড ৯০ (৫৬)
আন্দিলে পেখলুকোয়াইয়ো ২/৪৫ (৫ ওভার)
ইংল্যান্ড লায়নস ৬ উইকেটে জয়ী
কাউন্টি মাঠ, টনটন
আম্পায়ার: অ্যান্থনি হ্যারিস (ইংল্যান্ড) ও নিক কুক (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা একাদশ  
৩৬০/৭ (৫০ ওভার)
  ইংল্যান্ড লায়নস
২৫৩ (৩৮.২ ওভার)
হাইনরিখ ক্লাসেন ১২৩ (৮৫)
স্যাম কুক ৩/৫৬ (১০ ওভার)
স্টিফেন এস্কিনাজি ৭৯ (৭৪)
তাবরাইজ শামসি ৩/৬৬ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা একাদশ ১০৭ রানে জয়ী
নিউ রোড, উরস্টার
আম্পায়ার: নিক কুক (ইংল্যান্ড) ও সুরেন্দ্রন শণমুখম (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উইল স্মিড ও জেক লিন্টট (ইংল্যান্ড লায়নস)-এর লিস্ট এ অভিষেক হয়।

৯–১২ আগস্ট ২০২২
স্কোরকার্ড
৪৩৩ (১২৪.৩ ওভার)
খায়া জোন্দো ৮৬ (১৬৬)
ক্রেইগ ওভারটন ৫/৭৪ (২৯ ওভার)
৬৭২ (১১৭ ওভার)
বেন ডাকেট ১৪৫ (১৬৮)
এইডেন মার্করাম ৬/৯১ (১৬ ওভার)
১৮৩ (৬৪.৪ ওভার)
এইডেন মার্করাম ৮৮* (১৬৯)
স্যামুয়েল কনারস ৪/২৫ (৯.৪ ওভার)
ইংল্যান্ড লায়নস ইনিংস ও ৫৬ রানে জয়ী
সেন্ট লরেন্স মাঠ, ক্যান্টারবেরি
আম্পায়ার: পল পোলার্ড (ইংল্যান্ড) ও সুরেন্দ্রন শণমুখম (ইংল্যান্ড)

  • দক্ষিণ আফ্রিকা একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
১৯ জুলাই ২০২২
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
৩৩৩/৫ (৫০ ওভার)
  ইংল্যান্ড
২৭১ (৪৬.৫ ওভার)
জো রুট ৮৬ (৭৭)
আনরিখ নর্টখে ৪/৫৩ (৮.৫ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬২ রানে জয়ী
রিভারসাইড মাঠ, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: মাইকেল বার্নস (ইংল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‌্যাসি ফন ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা)

২য় ওডিআই

সম্পাদনা
২২ জুলাই ২০২২
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২০১ (২৮.১ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
৮৩ (২০.৪ ওভার)
হাইনরিখ ক্লাসেন ৩৩ (৪০)
আদিল রশিদ ৩/২৯ (৬ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ২৯ ওভারে খেলা হয়।

৩য় ওডিআই

সম্পাদনা
২৪ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৫৯/২ (২৭.৪ ওভার)
কুইন্টন ডে কক ৯২* (৭৬)
ডেভিড উইলি ১/১৯ (৪ ওভার)
ফলাফল হয়নি
হেডিংলি ক্রিকেট মাঠ, লিডস
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
২৭ জুলাই ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২৩৪/৬ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৯৩/৮ (২০ ওভার)
ত্রিস্টান স্টাবস ৭২ (২৮)
রিচার্ড গ্লিসন ৩/৫১ (৪ ওভার)
ইংল্যান্ড ৪১ রানে জয়ী
ব্রিস্টল কাউন্টি মাঠ, ব্রিস্টল
আম্পায়ার: ডেভিড মিল্‌নস (ইংল্যান্ড) ও মাইকেল বার্নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মঈন আলি (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লুংগিসানি ন্‌গিদি (দক্ষিণ আফ্রিকা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২৬]

২য় টি২০আই

সম্পাদনা
২৮ জুলাই ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
২০৭/৩ (২০ ওভার)
  ইংল্যান্ড
১৪৯ (১৬.৪ ওভার)
রাইলি রুশো ৯৬* (৫৫)
মঈন আলি ১/১৭ (২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৫৮ রানে জয়ী
সোফিয়া গার্ডেনস, কার্ডিফ
আম্পায়ার: ডেভিড মিল্‌নস (ইংল্যান্ড) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

সম্পাদনা
৩১ জুলাই ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৯১/৫ (২০ ওভার)
  ইংল্যান্ড
১০১ (১৬.৪ ওভার)
রেজা হেনড্রিকস ৭০ (৫০)
ডেভিড উইলি ৩/২৫ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯০ রানে জয়ী
রোজ বোল, ওয়েস্ট এন্ড
আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২৭]

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
১৭–২১ আগস্ট ২০২২
স্কোরকার্ড
১৬৫ (৪৫ ওভার)
অলি পোপ ৭৩ (১০২)
কাগিসো রাবাদা ৫/৫২ (১৯ ওভার)
৩২৬ (৮৯.১ ওভার)
সরেল এরভে ৭৩ (১৪৬)
স্টুয়ার্ট ব্রড ৩/৭১ (১৯.১ ওভার)
১৪৯ (৩৭.৪ ওভার)
স্টুয়ার্ট ব্রড ৩৫ (২৯)
আনরিখ নর্টখে ৩/৪৭ (৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১২ রানে জয়ী
লর্ড'স, লন্ডন
ম্যাচ সেরা খেলোয়াড়: কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে বৃষ্টির কারণে ৫৮ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, ইংল্যান্ড ০।

২য় টেস্ট

সম্পাদনা
২৫–২৯ আগস্ট ২০২২
স্কোরকার্ড
১৫১ (৫৩.২ ওভার)
কাগিসো রাবাদা ৩৬ (৭২)
জেমস অ্যান্ডারসন ৩/৩২ (১৫ ওভার)
৪১৫/৯ঘো (১০৬.৪ ওভার)
বেন ফোকস ১১৩* (২১৭)
আনরিখ নর্টখে ৩/৮২ (২০ ওভার)
১৭৯ (৮৫.১ ওভার)
কিগান পিটারসেন ৪২ (১৫৯)
অলি রবিনসন ৪/৪৩ (১৫.১ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, দক্ষিণ আফ্রিকা ০।

৩য় টেস্ট

সম্পাদনা
৮–১২ সেপ্টেম্বর ২০২২
স্কোরকার্ড
১১৮ (৩৬.২ ওভার)
মার্কো ইয়ানসেন ৩০ (৫৯)
অলি রবিনসন ৫/৪৯ (১৪ ওভার)
১৫৮ (৩৬.২ ওভার)
অলি পোপ ৬৭ (৭৭)
মার্কো ইয়ানসেন ৫/৩৫ (১২.২ ওভার)
১৬৯ (৫৬.২ ওভার)
ডিন এলগার ৩৬ (৫৯)
বেন স্টোকস ৩/৩৯ (১৩ ওভার)
১৩০/১ (২২.৩ ওভার)
জ্যাক ক্রলি ৬৯* (৫৭)
কাগিসো রাবাদা ১/৫৭ (১১ ওভার)
ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
দি ওভাল, লন্ডন
ম্যাচ সেরা খেলোয়াড়: অলি রবিনসন (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
  • দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে দ্বিতীয় দিনের খেলা বাতিল করা হয়।[২৮]
  • তৃতীয় ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ২৭.২ ওভার ও ১৭ ওভার খেলা সম্ভব হয়নি।
  • হ্যারি ব্রুক (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২৯]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, দক্ষিণ আফ্রিকা ০।

আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

সম্পাদনা
২০২২ ইংল্যান্ডে আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা
     
  আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা
তারিখ ৩ আগস্ট ২০২২ – ৫ আগস্ট ২০২২
অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি ডেভিড মিলার
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান লরকান টাকার (৭৮) রেজা হেনড্রিকস (১১৬)
সর্বাধিক উইকেট গ্যারেথ ডেলানি (৪) ওয়েন পার্নেল (৭)
সিরিজ সেরা খেলোয়াড় রেজা হেনড্রিকস (দক্ষিণ আফ্রিকা)

দলীয় সদস্য

সম্পাদনা
  আয়ারল্যান্ড[৩০]   দক্ষিণ আফ্রিকা[৩১]

সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ড দলে ক্রেইগ ইয়াং-এর পরিবর্তে গ্রাহাম হিউমকে নেয়া হয়।[৩২] গোড়ালির চোটে কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে যান।[৩৩]

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
৩ আগস্ট ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
২১১/৫ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
১৯০/৯ (২০ ওভার)
রেজা হেনড্রিকস ৭৪ (৫৩)
গ্যারেথ ডেলানি ২/৩১ (৩ ওভার)
লরকান টাকার ৭৮ (৩৮)
কেশব মহারাজ ২/২৯ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২১ রানে জয়ী
ব্রিস্টল কাউন্টি মাঠ, ব্রিস্টল
আম্পায়ার: মার্টিন স্যাগারস (ইংল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেজা হেনড্রিকস (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই

সম্পাদনা
৫ আগস্ট ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৮২/৬ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
১৩৮ (১৮.৫ ওভার)
রেজা হেনড্রিকস ৪২ (৪০)
গ্যারেথ ডেলানি ২/২৪ (৪ ওভার)
হ্যারি টেকটর ৩৪ (৩১)
ওয়েন পার্নেল ৫/৩০ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪৪ রানে জয়ী
ব্রিস্টল কাউন্টি মাঠ, ব্রিস্টল
আম্পায়ার: পল রেনল্ডস (আয়ারল্যান্ড) ও মাইকেল বার্নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৩৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "England Men's 2022 home international fixtures announced"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Season of Stars: Largest-ever summer of international cricket is coming"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ১৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২ 
  3. "TEMBA BAVUMA RULED OUT OF PROTEAS TOUR TO THE UK"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২ 
  4. "World Test Champions New Zealand to return for England summer in 2022"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Injured Bavuma ruled out; Maharaj and Miller to lead white-ball teams in England"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২ 
  6. "Quinton de Kock sparkles before the rain as series ends in washout"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২ 
  7. "Tabraiz Shamsi five-for as South Africa hammer England to take series 2-1"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২২ 
  8. "Parnell fifer secures 2-0 series win for South Africa"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ 
  9. "Crawley's unbeaten 69 leads England to nine-wicket win and 2-1 series triumph"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২ 
  10. "Injured Temba Bavuma ruled out of England tour"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২ 
  11. "England v South Africa: Temba Bavuma ruled out of multi-format series"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২ 
  12. "Ben Stokes to retire from ODI cricket after Chester-le-Street farewell"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২ 
  13. "Ben Stokes: England all-rounder to retire from one-day internationals"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২ 
  14. "England v South Africa: Ollie Robinson recalled for first two Tests"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২ 
  15. "England Men name squads for white-ball matches against South Africa"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ 
  16. "Ben Stokes rested from South Africa T20Is, Hundred"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ 
  17. @OfficialCSA (২৯ জুন ২০২২)। "PROTEAS TOUR TO ENGLAND SQUADS ANNOUNCED 🚨" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  18. "PROTEAS TOUR TO ENGLAND SQUADS ANNOUNCED 🚨"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  19. "Temba Bavuma out of Proteas' England tour, recall for Rilee Rossouw"ইন্ডিপেন্ডন্ট অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২ 
  20. "Olivier out of Test series against England with torn hip-flexor muscle"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২২ 
  21. "South Africa batter ruled out of final England Test, replacement named"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২২ 
  22. "'Freak' injury puts Bairstow out of third Test and T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২ 
  23. "Rehan Ahmed, 17, picked in England Lions squad for South Africa fixtures"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ 
  24. "Sibley and Lawrence handed Lions chance in South Africa tour match"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২২ 
  25. "Van der Dussen ton condemns Ben Stokes to farewell defeat as SA spinners turn screw"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২ 
  26. "England beat South Africa in first T20 as Jonny Bairstow hits 90 and Moeen Ali slams record 16-ball fifty"স্কাই স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২ 
  27. "Tabraiz Shamsi gets Adil Rashid to complete five-for"স্কাই স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২২ 
  28. "Test suspended in mark of respect following death of Queen"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ 
  29. "Jansen, Rabada power South Africa's comeback"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২২ 
  30. "Squad announced for Ireland Men's T20Is against South Africa and Afghanistan"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২ 
  31. "Bavuma ruled out of Proteas tour to the UK"সুপারস্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২ 
  32. "Graham Hume replaces Craig Young for South Africa series"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২২ 
  33. "Ankle injury puts Rabada out of T20Is against Ireland"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২ 
  34. "Wayne Parnell five-for, batters seal 2-0 series sweep for South Africa"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা