ডেভিড মিলেন্স

ইংরেজ ক্রিকেটার

ডেভিড জেমস মিলেন্স (ইংরেজি: David Millns; জন্ম: ২৭ ফেব্রুয়ারি, ১৯৬৫) নটিংহ্যামশায়ারের ক্লিপস্টোনে জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ ক্রিকেটার। ঘরোয়া প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারলিচেস্টারশায়ার এবং তাসমানিয়াবোল্যান্ডের প্রতিনিধিত্ব করেন ডেভিড মিলেন্স। মিলেন্স ফাস্ট স্ট্রাইক বোলার হিসেবে অংশ নিয়েছেন এবং নিচের সারির কার্যকরী ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রাখতেন তিনি।

ডেভিড মিলেন্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ডেভিড জেমস মিলেন্স
জন্ম (1965-02-27) ২৭ ফেব্রুয়ারি ১৯৬৫ (বয়স ৫৯)
ক্লিপস্টোন, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০০–২০০১নটিংহ্যামশায়ার
১৯৯৬/৯৭বোল্যান্ড
১৯৯৪/৯৫তাসমানিয়া
১৯৯০–১৯৯৯লিচেস্টারশায়ার
১৯৮৮–১৯৮৯নটিংহ্যামশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৭১ ৯৮
রানের সংখ্যা ৩,০৮২ ৩৯০
ব্যাটিং গড় ২২.০১ ১৫.০০
১০০/৫০ ৩/৮ –/–
সর্বোচ্চ রান ১২১ ৩৯*
বল করেছে ২৬,৫৭১ ৪,২৭৬
উইকেট ৫৫৩ ৮৯
বোলিং গড় ২৭.৩৫ ৩৮.১০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৯/৩৭ ৪/২৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৭৬/– ১৯/–
উৎস: ক্রিকইনফো, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

লিচেস্টারশায়ারের পক্ষে দুইবার চ্যাম্পিয়নশীপ বিজয়ে ভূমিকা রাখেন। ১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তার খেলোয়াড়ী জীবন কাটে। বর্তমানে তিনি আম্পায়ার হিসেবে মাঠে নামছেন। ২০১৪-১৬ সালের আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপের খেলা পরিচালনা করছেন তিনি।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "India Women tour of England, Only Test: England Women v India Women at Wormsley, Aug 13-16, 2014"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৬ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা