ডেভিড মিলেন্স
ইংরেজ ক্রিকেটার
ডেভিড জেমস মিলেন্স (ইংরেজি: David Millns; জন্ম: ২৭ ফেব্রুয়ারি, ১৯৬৫) নটিংহ্যামশায়ারের ক্লিপস্টোনে জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ ক্রিকেটার। ঘরোয়া প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ার ও লিচেস্টারশায়ার এবং তাসমানিয়া ও বোল্যান্ডের প্রতিনিধিত্ব করেন ডেভিড মিলেন্স। মিলেন্স ফাস্ট স্ট্রাইক বোলার হিসেবে অংশ নিয়েছেন এবং নিচের সারির কার্যকরী ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রাখতেন তিনি।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ডেভিড জেমস মিলেন্স | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ক্লিপস্টোন, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড | ২৭ ফেব্রুয়ারি ১৯৬৫|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
২০০০–২০০১ | নটিংহ্যামশায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৬/৯৭ | বোল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৪/৯৫ | তাসমানিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯০–১৯৯৯ | লিচেস্টারশায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৮৮–১৯৮৯ | নটিংহ্যামশায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ |
লিচেস্টারশায়ারের পক্ষে দুইবার চ্যাম্পিয়নশীপ বিজয়ে ভূমিকা রাখেন। ১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তার খেলোয়াড়ী জীবন কাটে। বর্তমানে তিনি আম্পায়ার হিসেবে মাঠে নামছেন। ২০১৪-১৬ সালের আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপের খেলা পরিচালনা করছেন তিনি।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "India Women tour of England, Only Test: England Women v India Women at Wormsley, Aug 13-16, 2014"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৬।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে ডেভিড মিলেন্স (ইংরেজি)