উইকিপিডিয়া:পাতা সুরক্ষার আবেদন
পাতা সুরক্ষার আবেদন | ||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উইকিপিডিয়ার কোনো নিবন্ধ ধ্বংসপরায়ণ কোনো ব্যক্তি দ্বারা অবাঞ্ছিতভাবে ক্রমাগত পরিবর্তিত হতে থাকলে সেটিকে সুরক্ষা করা হয়ে থাকে। এই সুরক্ষার কাজটি শুধুমাত্র প্রশাসকগণ করতে পারেন। আপনি যদি মনে করেন যে, কোন নিবন্ধকে সুরক্ষিত/অরক্ষিত করা প্রয়োজন, তাহলে নিচের নিয়মাবলি অনুসারে আবেদন পেশ করুন।
অনুরোধ করার নিয়মাবলি: আপনি যদি কোনো পাতা সুরক্ষিত বা অরক্ষিত করার অনুরোধ করতে চান, তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:
নতুন অনুরোধ যেভাবে করবেন: ==== {{lx|পাতার নাম}} ==== '''অর্ধ-সুরক্ষিত'''। আইপি থেকে উচ্চমাত্রার ধ্বংসপ্রবণতা। ~~~~ যেখানে, x হচ্ছে ‘a’-এর ক্ষেত্রে নিবন্ধ; ‘t’-এর ক্ষেত্রে টেমপ্লেট, এবং ‘ct’-এর ক্ষেত্রে বিষয়শ্রেণী আলোচনা, ইত্যাদি। অনুগ্রহপূর্বক নতুন আবেদন শিরোনামের ঠিক নিচ থেকে (সবার ওপরে) যোগ করুন। |
সুরক্ষিত করার বর্তমান অনুরোধসমূহ সম্পাদনা
শোয়েব সর্বনাম সম্পাদনা
অর্ধ-সুরক্ষিত। আইপি থেকে উচ্চমাত্রার ধ্বংসপ্রবণতা। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৭:০৫, ২৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)
মহাসাগর সম্পাদনা
সাময়িক অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতা। — AKanik 💬 ১৫:৩০, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
অ্যাঞ্জেলিনা জোলি সম্পাদনা
অসীম full protection: এই পাতাটি অসীম সময়ের জন্য সুরক্ষা প্রয়োজন কারণ এতে ধ্বংস প্রবণতা লক্ষ্য করা গিয়েছিলো যা একজন নতুন উইকিপিডিয়া সম্পাদক কর্তৃক সৃষ্টি হয়েছিলো । আশা করি ,প্রশাসক মহোদয় বিষয়টি বিবেচনায় নিতে পারেন ।ধন্যবাদ। মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম (আলাপ) ০৭:০৬, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম: এই পাতায় পর্যালোচনা সেটিংস চালু করা রয়েছে। তাই সুরক্ষার প্রয়োজন নেই। আর অনুগ্রহ করে অসীম পূর্ণ সুরক্ষার অনুরোধ করবেন না। এটা উইকিপিডিয়ার নিবন্ধ পাতাগুলোতে করা হয়না। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৮:১২, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- আচ্ছা বুঝতে পেরেছি । পরামর্শের জন্য আপনাকে অস্ংখ্য ধন্যবাদ । মহান আল্লাহ আপনার ভালো করুক ।মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম (আলাপ) ০৮:১৬, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম অনুরোধের জন্য ধন্যবাদ। এটি একটি নির্বাচিত নিবন্ধ, যা প্রধান পাতায় প্রদর্শিত হয়। তাই স্বয়ং-নিশ্চিতকৃতদের জন্য পর্যালোচনা সুরক্ষা যথেষ্ট নয়। নিরীক্ষক স্তরের পর্যালোচনা সুরক্ষা দেওয়া হলো। Yahya (আলাপ) ১৮:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- ওকে ধন্যবাদ দাদু, আপনি, আফতাবুজ্জামান ভাইয়া ও শাকিল ভাইয়া বিশেষ করে আমার উইকিপিডিয়া অভিভাবক আমি মনে করি আপনাদের এই তিনজনের প্রতি আমার অকৃতিম শ্রদ্ধা ও ভালোবাসা আমার অন্তঃস্থল থেকে । দেশ কি বিদেশি ,আমি সর্বদা নিরেপেক্ষভাবে উইকিপিডিয়া সম্পাদনা চালিয়ে যেতে চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত যাদের আমাদের বাঙলা ভাষা বিশ্বদরবারে পৌছে যাক । যাহোক,আমার এই তিন জন প্রিয় ব্যক্তিত্ব দীর্ঘজীবি হোক ,সুস্থ থাকুক আমি সর্বদা সেই কামনা করি ।
- স্বাক্ষর মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম (আলাপ) ২১:৫২, ৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম অনুরোধের জন্য ধন্যবাদ। এটি একটি নির্বাচিত নিবন্ধ, যা প্রধান পাতায় প্রদর্শিত হয়। তাই স্বয়ং-নিশ্চিতকৃতদের জন্য পর্যালোচনা সুরক্ষা যথেষ্ট নয়। নিরীক্ষক স্তরের পর্যালোচনা সুরক্ষা দেওয়া হলো। Yahya (আলাপ) ১৮:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- আচ্ছা বুঝতে পেরেছি । পরামর্শের জন্য আপনাকে অস্ংখ্য ধন্যবাদ । মহান আল্লাহ আপনার ভালো করুক ।মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম (আলাপ) ০৮:১৬, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
দিনেশ লাল যাদব সম্পাদনা
সাময়িক অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতা – আইপি থেকে অতিমাত্রায় বাংলা নয় এমন লেখা যোগ করা হচ্ছে। ~ নাহিয়ান আলাপ ১২:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
তানজিম হাসান সাকিব সম্পাদনা
অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতা। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৯:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- করা হয়েছে - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:০০, ২১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
এইচ. এম. ইব্রাহিম সম্পাদনা
সাময়িক অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতা – আইপি থেকে অধিক মাত্রায় ধ্বংসপ্রবণতা। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৭:২৬, ২৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)