উইকিপিডিয়া:ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
আলোচনাসভা সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা | পরিভাষা ও অনুবাদ পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা | প্রশাসকদের আলোচনাসভা প্রশাসকদের নোটিশবোর্ড | ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড | সাহায্যকেন্দ্র তথ্যকেন্দ্র • যোগাযোগ |
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভায় স্বাগতম! এটি একটি বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাটদের বিভিন্ন অনুরোধের বিষয় সম্পর্কে আলোচনার স্থান যা সবার জন্য উন্মুক্ত। সকল ব্যবহারকারী এখানে ব্যুরোক্র্যাটদের জন্য বার্তা রাখতে পারেন। ব্যুরোক্র্যাটদের কোনো অ্যাকশন সম্পর্কে যদি কোনো আলোচনার প্রয়োজন হয় তাও এখানে করা যেতে পারে। এছাড়াও ইমেইল করতে পারেন info-bn![]() |
সরাসরি চলুন: সূচিপত্রে ↓ শীর্ষের আলোচনায় ↓ পাদদেশের আলোচনায় ↓ |
বট অধিকার অপসারণসম্পাদনা
আমি ব্যক্তিগত ব্যস্ততায় আপাতত কিছু সময়ের জন্য বটের বিভিন্ন ত্রুটি পর্যবেক্ষণ করতে পারছি না। তাই সাময়িকভাবে আমি নকীব বটের বট অধিকার অপসারণের অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, আমি crontab -r
নির্দেশের মাধ্যমে বটের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছি।‐নকীব সরকার বলুন... ১১:৫৮, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Nokib Sarkar: আলোচনা সংগ্রহশালায় নেয়ার কাজটি খুব উপকারী ছিল। বট এই কাজটি ঠিকঠাকভাবে করছে। সব বাদ দিয়ে অন্তত এই কাজটি চালু রাখ (আমি নজরে রাখব ও কোন সমস্যা করলে হাত দিয়ে ঠিক করে দিব)। তবুও যদি সিদ্ধান্ত নেও যে আপাতত আর চালাবে না, তাহলে অন্তত কিভাবে কি করতে হবে বলে দেও যেন অন্যকেউ চালাতে পারে। ১. এখানে প্রকাশ করা সব স্ক্রিপ্ট আর সার্ভারে আপলোড করা নকীব বটের সব স্ক্রিপ্ট কি হুবহু এক? নাকি অন্যকেউ চালাতে চাইলে তাঁকে স্ক্রিপ্টে পরিবর্তন আনতে হবে? ২. ধর, স্ক্রিপ্টগুলি সার্ভারে আপলোড করা হল। এবার archive.py চালাতে কি কমান্ড দিতে হবে যেন এটি স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত চলে? আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৭, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)
- মন্তব্য আপনার ব্যস্ততা যদি সাময়িক হয়, তবে তো বট ফ্ল্যাগ অপসারণের কোনও কারণ দেখছি না। যদি সময়টা দীর্ঘ হয় তবে, আফতাব ভাইয়ের পরামর্শ অনুসারে একটি উপ-পাতায় একটি সংক্ষিপ্ত ম্যানুয়াল রেখে যাওয়ার অনুরোধ করছি। আপনার বটের কাজগুলো খুবই প্রয়োজনীয় ছিলো।—ইয়াহিয়া (আলাপ • অবদান) ১৯:০৭, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)
- আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম আফতাবুজ্জামান ভাই, বটের কাজ আবার চালু করেছি। তবে কিছু কিছু কাজ স্থগিত করে রেখেছি। আশা করছি কোনো ঝামেলা হলে বন্ধ করে দেবেন। আর অপারগ হলে বাধা দেয়ার আবেদন রইল। ‐নকীব সরকার বলুন... ০৯:০৬, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Nokib Sarkar: আচ্ছা, ঠিক আছে। আর উপরে যে যেমনটা বলেছি, তুমি তোমার বটের কার্যপদ্ধতি কোন উপপাতায় লিখে রাখতে পার। যাতে ভবিষ্যতে কোনদিন অন্যকেউ তা অনুসরণ করে চালাতে পারে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২১, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)
- আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম আফতাবুজ্জামান ভাই, বটের কাজ আবার চালু করেছি। তবে কিছু কিছু কাজ স্থগিত করে রেখেছি। আশা করছি কোনো ঝামেলা হলে বন্ধ করে দেবেন। আর অপারগ হলে বাধা দেয়ার আবেদন রইল। ‐নকীব সরকার বলুন... ০৯:০৬, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)