বাংলাদেশের পদমর্যাদা ক্রম

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম হলো একটি প্রোটোকল তালিকা বা রাষ্ট্রের নির্বাহী,[১] আইন[২]বিচার বিভাগের[৩] গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদ সমূহের ক্রমবিন্যাস। একজন ব্যক্তি যখন একের অধিক পদ ধরে রাখে তখন সর্বোচ্চ পদটি হিসাব করা হয়। এই তালিকাটি শুধুমাত্র রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থা যা রাষ্ট্রের রাষ্ট্রপতি[৪]প্রধানমন্ত্রী[৫] সহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় তাদের বিদায় ও অভ্যর্থনা জানানো এবং সমপর্যায়ের বিদেশি অতিথিদের দেশে স্বাগত ও পরে বিদায় জানানোর আনুষ্ঠানিকতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। উল্লেখ্য, একটি রিট পিটিশনের মাধ্যমে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স চ্যালেঞ্জ করা হয়। ২০১৬ সালের ১০ নভেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের[৬] আপীল বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বা পদমর্যাদা ক্রম রিটের পূর্ণাঙ্গ রায় প্রদান করে। আদালতে রিভিউ পিটিশন দাখিল করা হলেও আপীল বিভাগ উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত করেনি। মন্ত্রিপরিষদ বিভাগ[৭] ২০২০ সালের জুলাইয়ে একটি নতুন পদমর্যাদার ক্রম সংশোধন ও প্রকাশ করেছে যা সংবিধানের[৮] আলোকে সুপ্রীম কোর্টের পদমর্যাদার ক্রম সংক্রান্ত রায়ের সাথে সাংঘর্ষিক। কোনও আইন বা অধ্যাদেশ যদি সংবিধান বা সুপ্রীম কোর্ট কর্তৃক প্রদত্ত সংবিধানের ব্যাখ্যার সাথে বিরোধিতা করে, তাহলে সংবিধান বা সুপ্রীম কোর্টের সংবিধান সম্পর্কে ব্যাখ্যা প্রাধান্য পাবে। বাংলাদেশের পদমর্যাদা ক্রম নিন্মরূপ:

পদমর্যাদা ক্রম সম্পাদনা

ক্রম পদ
  • মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন (মন্ত্রিসভার সদস্য নয়) ব্যক্তিবর্গ
  • নির্বাচন কমিশনারগণ
  • প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ
১০
  • প্রজাতন্ত্রের উপমন্ত্রীগণ
১১
  • বাংলাদেশে নিযুক্ত কূটনীতিক ও পূর্ণ ক্ষমতাসম্পন্ন মন্ত্রীবর্গ
  • উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ
১২
১৩
১৪
  • বাংলাদেশে নিযুক্ত নন এমন সফররত বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
২২
  • অতিরিক্ত প্রধান স্থপতি
  • অধিদপ্তরসমূহের অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ
  • স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
  • বিভাগীয় কমিশনারগণ (স্ব স্ব দায়িত্বের আওতার বাহিরে)
  • কর কমিশনারগণ
  • বিদেশী ও কমনওয়েলথ সরকারের দূতাবাস, হাইকমিশন এবং লেগেশনের কাউন্সিলর
  • উপ-মহাপুলিশ পরিদর্শকগণ (স্ব স্ব দায়িত্বের আওতায়)
  • কারা মহাপরিদর্শক
  • পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান
  • সেনাবাহিনীর পূর্ণ কর্নেল পদমর্যাদার কর্মকর্তা এবং সমপর্যায়ের নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা
  • যুগ্মসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাগণ
  • মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ
২৩
২৪
২৫
  • সরকারের উপসচিবগণ
  • পুলিশ সুপারগণ (স্ব স্ব দায়িত্বের আওতায়)
  • সিভিল সার্জন (স্ব স্ব দায়িত্বের আওতায়)
  • সেনাবাহিনীর মেজর পদমর্যাদার কর্মকর্তা এবং সমপর্যায়ের নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা
  • প্রথম শ্রেণির পৌরসভাগুলোর চেয়ারম্যান (নির্বাচিত) (স্ব স্ব দায়িত্বের আওতায়)
  • উপজেলা পরিষদের চেয়ারম্যান (নির্বাচিত) (স্ব স্ব দায়িত্বের আওতায়)

পদমর্যাদা ক্রমে বিচার বিভাগ, প্রশাসন, সামরিক বাহিনী ও পুলিশের অবস্থান সম্পাদনা

ক্রমিক নং বিচার বিভাগ প্রশাসন সেনা/নৌ/বিমানবাহিনী পুলিশ পদমর্যাদার ক্রম
১২
  • সিনিয়র সচিব
১৫
১৬
১৭
  • অতিরিক্ত সচিব
১৯
  • এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
২১
১০
  • কর্নেল
  • নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তাগণ
২২
১১
  • অতিরিক্ত বিভাগীয় কমিশনার
২৩
১২
২৪
১৩
  • উপসচিব
  • মেজর
  • নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তাগণ
২৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নির্বাহী বিভাগ" 
  2. "জাতীয় সংসদ" 
  3. "বাংলাদেশের বিচার বিভাগ" 
  4. "রাষ্ট্রপতির কার্যালয়" 
  5. "প্রধানমন্ত্রীর কার্যালয়" 
  6. "বাংলাদেশের সুপ্রীম কোর্ট"। ১৫ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ 
  7. "মন্ত্রিপরিষদ বিভাগ" 
  8. "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান" 
  9. "দশ পদের পদমর্যাদা পরিবর্তন"। ১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২২ 
  10. "সাংবিধানিক ও সংবিধানে উল্লিখিত পদ সর্বাগ্রে থাকবে" 
  11. "সংবিধানের আলোকে পদমর্যাদার ক্রম পুনঃনির্ধারণ করলেন সর্বোচ্চ আদালত"। ১৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২২ 
  12. "ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন আইজিপি"প্রথম আলো। ২০২৩-০৯-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৩ 
  13. "জেলা জজের পদমর্যাদা সচিব ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পদমর্যাদা সচিব মর্যাদাসম্পন্ন কর্মকর্তাদের সমান" 
  14. "পদমর্যাদার ক্রম রিটের সুপ্রীম কোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ" 
  15. "ওয়ারেন্ট অব প্রিসিডেন্স মামলায় সর্বোচ্চ আদালতের রায় প্রকাশ"। ১৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা