বাংলাদেশের পদমর্যাদা ক্রম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম হলো একটি প্রোটোকল তালিকা বা রাষ্ট্রের নির্বাহী,[১] আইন[২] ও বিচার বিভাগের[৩] গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদ সমূহের ক্রমবিন্যাস। একজন ব্যক্তি যখন একের অধিক পদ ধরে রাখে তখন সর্বোচ্চ পদটি হিসাব করা হয়। এই তালিকাটি শুধুমাত্র রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থা যা রাষ্ট্রের রাষ্ট্রপতি[৪] ও প্রধানমন্ত্রী[৫] সহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় তাদের বিদায় ও অভ্যর্থনা জানানো এবং সমপর্যায়ের বিদেশি অতিথিদের দেশে স্বাগত ও পরে বিদায় জানানোর আনুষ্ঠানিকতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। উল্লেখ্য, একটি রিট পিটিশনের মাধ্যমে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স চ্যালেঞ্জ করা হয়। ২০১৬ সালের ১০ নভেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের[৬] আপীল বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বা পদমর্যাদা ক্রম রিটের পূর্ণাঙ্গ রায় প্রদান করে। আদালতে রিভিউ পিটিশন দাখিল করা হলেও আপীল বিভাগ উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত করেনি। মন্ত্রিপরিষদ বিভাগ[৭] ২০২০ সালের জুলাইয়ে একটি নতুন পদমর্যাদার ক্রম সংশোধন ও প্রকাশ করেছে যা সংবিধানের[৮] আলোকে সুপ্রীম কোর্টের পদমর্যাদার ক্রম সংক্রান্ত রায়ের সাথে সাংঘর্ষিক। কোনও আইন বা অধ্যাদেশ যদি সংবিধান বা সুপ্রীম কোর্ট কর্তৃক প্রদত্ত সংবিধানের ব্যাখ্যার সাথে বিরোধিতা করে, তাহলে সংবিধান বা সুপ্রীম কোর্টের সংবিধান সম্পর্কে ব্যাখ্যা প্রাধান্য পাবে। বাংলাদেশের পদমর্যাদা ক্রম নিন্মরূপ:
পদমর্যাদা ক্রমসম্পাদনা
ক্রম | পদ |
---|---|
১ | |
২ | |
৩ |
|
৪ | |
৫ |
|
৬ |
|
৭ |
|
৮ |
|
৯ |
|
১০ |
|
১১ |
|
১২ |
|
১৩ | |
১৪ |
|
১৫ |
|
১৬ |
|
১৭ |
|
১৮ |
|
১৯ |
|
২০ |
|
২১ |
|
২২ |
|
২৩ |
|
২৪ |
|
২৫ |
|
পদমর্যাদা ক্রমে বিচার বিভাগ, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের অবস্থানসম্পাদনা
ক্রমিক নং | বিচার বিভাগ | প্রশাসন | সেনাবাহিনী | পুলিশ | পদমর্যাদার ক্রম | |
---|---|---|---|---|---|---|
১ | ৩ | |||||
২ |
|
৭ | ||||
৩ |
|
৮ | ||||
৪ |
|
১২ | ||||
৫ |
|
|
১৫ | |||
৬ |
|
১৬ | ||||
৭ |
|
১৭ | ||||
৮ |
|
১৯ | ||||
৯ |
|
|
|
২১ | ||
১০ | ২২ | |||||
১১ |
|
২৩ | ||||
১২ | ২৪ | |||||
১৩ |
|
২৫ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "নির্বাহী বিভাগ"।
- ↑ "জাতীয় সংসদ"।
- ↑ "বাংলাদেশের বিচার বিভাগ"।
- ↑ "রাষ্ট্রপতির কার্যালয়"।
- ↑ "প্রধানমন্ত্রীর কার্যালয়"।
- ↑ "বাংলাদেশের সুপ্রীম কোর্ট"।
- ↑ "মন্ত্রিপরিষদ বিভাগ"।
- ↑ "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান"।
- ↑ "ওয়ারেন্ট অব প্রিসিডেন্স মামলায় সর্বোচ্চ আদালতের রায় প্রকাশ"।
- ↑ "দশ পদের পদমর্যাদা পরিবর্তন"।
- ↑ "সাংবিধানিক ও সংবিধানে উল্লিখিত পদ সর্বাগ্রে থাকবে"।
- ↑ "সংবিধানের আলোকে পদমর্যাদার ক্রম পুনঃনির্ধারণ করলেন সর্বোচ্চ আদালত"।
- ↑ "জেলা জজের পদমর্যাদা সচিব ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পদমর্যাদা সচিব মর্যাদাসম্পন্ন কর্মকর্তাদের সমান"।
- ↑ "পদমর্যাদার ক্রম রিটের সুপ্রীম কোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ"।
- ↑ "ওয়ারেন্ট অব প্রিসিডেন্স মামলায় সর্বোচ্চ আদালতের রায় প্রকাশ"।