যুগ্ম জেলা ও দায়রা জজ

যুগ্ম জেলা ও দায়রা জজ বাংলাদেশের জেলায় অবস্থিত জজ কোর্টের বিচারক যিনি দেওয়ানি ও ফৌজদারি উভয় এখতিয়ার প্রয়োগ করেন। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের গ্রেড-৩ এর কর্মকর্তাগণের মধ্য হতে যুগ্ম জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের পদমর্যাদা ক্রম অনুযায়ী অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পদমর্যাদা যুগ্মসচিব এর সমান।[]

যুগ্ম জেলা ও দায়রা জজ
বাংলাদেশ সরকারের সীল
সম্বোধনরীতিবিজ্ঞ, মাননীয়
এর সদস্যবাংলাদেশের বিচার বিভাগ
যার কাছে জবাবদিহি করেবাংলাদেশ সুপ্রীম কোর্ট, আইন মন্ত্রণালয়
আসনজেলা সদর দপ্তর
নিয়োগকর্তাবাংলাদেশের রাষ্ট্রপতি
গঠনের দলিলবাংলাদেশের সংবিধান
গঠন২০০৭

এখতিয়ার ও ক্ষমতা

সম্পাদনা

যুগ্ম দায়রা জজ দশ বছর পর্যন্ত কারাদন্ড প্রদানে সক্ষম।[] তিনি সকল প্রকার দেওয়ানি মামলা যার মূল্যমান পচিশ লক্ষ টাকা থেকে অসীম বিচার করে।

নিয়োগ

সম্পাদনা

বাংলাদেশের সংবিধান এর ১১৫ ও ১৩৩ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতি যুগ্ম জেলা ও দায়রা জজ নিয়োগ দিয়ে থাকেন। আইন মন্ত্রণালয় সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে যুগ্ম জেলা ও দায়রা জজদের পদায়ন ও বদলি করে থাকে।[]

পদমর্যাদা

সম্পাদনা

বাংলাদেশের পদমর্যাদা ক্রম অনুযায়ী যুগ্ম জেলা ও দায়রা জজের পদমর্যাদার ক্রম ২১।[][]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা