বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন

বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন বা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন সংস্থা। মোঃ শহীদুল হক ভূঁঞা সংস্থার বর্তমান চেয়ারম্যান।

বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন
বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন-এর লোগো.jpg
ঢাকায় বিসিআইসি ভবন
সংক্ষেপেবিসিআইসি
গঠিত১৯৭৬
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৩′৩৬″ উত্তর ৯০°২৫′১১″ পূর্ব / ২৩.৭২৬৭৫৬° উত্তর ৯০.৪১৯৭৯৪° পূর্ব / 23.726756; 90.419794
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.bcic.gov.bd
বিসিআইসি ভবন

ইতিহাসসম্পাদনা

১৯৭২ সালের রাষ্ট্রপতি ২৭ নম্বর অধ্যাদেশের ১৯৭৬ সালের ২৫ নম্বর সংশোধনী বলে ৩টি কর্পোরেশন, যথা- বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ শিল্প কর্পোরেশন, বাংলাদেশ কাগজ ও বোর্ড কর্পোরেশন, বাংলাদেশ ট্যানারীজ কর্পোরেশনকে একীভূত করে ১ জুলাই ১৯৭৬ সালে বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন (বিসিআইসি) প্রতিষ্ঠিত হয়।[১] এটি বাংলাদেশের বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিলের দায়িত্বে রয়েছে।[২] এটি ঘোড়াশালের ইউরিয়া সার কারখানা লিমিটেড এবং নরসিংদীর পলাশের পোলাশ ইউরিয়া সার কারখানাসহ বাংলাদেশের ১৩টি কারখানা পরিচালনা করে।[৩] রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে এটির ৫১.০৬ বিলিয়ন টাকা দেনা রয়েছে।[৪] কর্পোরেশনটি বিসিআইসি কলেজ পরিচালনা করে। ১৯৮২ সালে এটি বাংলাদেশে প্রথম টাইলস কারখানা স্থাপন করে।[৫] এটিকে বাংলাদেশ সরকার ভর্তুকি প্রদান করে।[৬] চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা স্কুল ও কলেজের মতো ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজও এই সংস্থার অধীনস্থ।[৭]

অধীনস্হ প্রতিষ্ঠানসম্পাদনা

  1. ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি
  2. শাহজালাল সার কারখানা
  3. চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড
  4. যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
  5. আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড
  6. টিএসপি কমপ্লেক্স লিমিটেড
  7. ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
  8. ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড
  9. উসমানিয়া গ্লাস শিট কারখানা লিমিটেড
  10. বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিমিটেড
  11. খুলনা হার্ড বোর্ড মিলস লিমিটেড
  12. কর্ণফুলী পেপার মিলস লিমিটেড
  13. ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
  14. বিসিআইসি কলেজ

দুর্নীতিসম্পাদনা

শিল্প মন্ত্রণালয়ের তদন্তের পরে বিসিআইসির উপ-প্রধান অফিসার মমতাজ বেগমের দুর্নীতি ও স্বজনপ্রীতির সংশ্লিষ্টতা পাওয়া যায়। প্রধান কর্মকর্তাদের তদন্তের সত্ত্বেও তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল।[৮] ২০১৭ সালের মার্চ মাসে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবালকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টে বদলি করা হয় এবং অতিরিক্ত সচিব শাহ মো. আমিনুল হককে স্থলাভিষিক্ত করা হয়। ইকবাল আমিনুল হকের কাছে তার দায়িত্ব হস্তান্তর করতে অস্বীকৃতি জানান এবং ২০১৭ সালের এপ্রিল অনুসারে, এরপর থেকে তিনি চাকরি ধরে রাখতে তদবির চালিয়ে আসছেন।[৯] ২০১৭ সালের ১ মে পটুয়াখালীর বিসিআইসি গুদামের প্রধান হারুন-অর-রশিদ ১০ কোটি টাকা মূল্যের সার-সহ নিখোঁজ হয়ে যান।[১০] অতীতেও বিসিআইসিয়ের কয়েক লক্ষ সার গুম হতে দেখা গিয়েছিল।[১১]

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "বিসিআইসি পরিচিতি"bcic.gov.bd। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১ 
  2. এম হবিবুল্লাহ (২০১২)। "কর্ণফুলি পেপার মিল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. "রাষ্ট্রায়ত্ত বিসিআইসি এখন হাজার কোটি টাকা লোকসানি"jagonews24.com। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১ 
  4. "State-owned banks burdened with dues of government organisations" [রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সরকারি প্রতিষ্ঠানের বকেয়ার বোঝা]। বিডিনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৬ 
  5. "এখন বাংলাদেশেই উৎপাদন হচ্ছে বিশ্বমানের সিরামিকের পণ্য"দৈনিক সংগ্রাম। ২৫ নভেম্বর ২০১৩। 
  6. "Subsidies cut by 20pc"দ্য ডেইলি স্টার। ৬ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৬ 
  7. "ইউরিয়া সার কারখানা কলেজ"মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা 
  8. "Where crimes draw no flak" [যেখানে অপরাধের কোন সমালোচনা নেই]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  9. "2 BCIC chairmen in one post" [এক পদে ২ জন বিসিআইসি চেয়ারম্যান]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  10. "Staff vanishes with Tk 10cr fertiliser" [১০ কোটি টাকার সারসহ কর্মী নিখোঁজ]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭ 
  11. "Fertiliser riddle - 1: Exists on paper, lost in reality" [সার ধাঁধা - ১ : কাগজে আছে, বাস্তবে নেই]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭