দুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)

বাংলাদেশে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, ও দুর্নীতি প্রতিরোধে গঠিত কমিশন

দুর্নীতি দমন কমিশন বা দুদক বাংলাদেশে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, ও দুর্নীতি প্রতিরোধে গঠিত একটি কমিশন। এটি ২০০৪ সালের ৯ মে মাসের দুর্নীতি দমন আইন অনুসারে কার্যকর হয়েছে। একজন চেয়ারম্যান ও দুজন কমিশনার নিয়ে গঠিত দুর্নীতি দমন কমিশন কার্যালয় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। এ সংস্থার লক্ষ্য হচ্ছে দেশে দুর্নীতি ও দুর্নীতিমূলক কাজ প্রতিরোধ করা। যে কোনো ব্যক্তি অথবা সংস্থার বিরুদ্ধে কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়ে কোনো অভিযোগ সমন্বিত জেলা কার্যালয়, বিভাগীয় অথবা সেগুনবাগিচা, ঢাকাস্থ প্রধান কার্যালয় প্রেরণ করা যাবে।

দুর্নীতি দমন কমিশন
(দুদক)
দুর্নীতি দমন কমিশনের লোগো.svg
সংক্ষেপেদুদক
গঠিত৯ মে ২০০৪
অবস্থান
  • সেগুনবাগিচা, ঢাকা
দাপ্তরিক ভাষা
বাংলা
চেয়ারম্যান
মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ[১]
কমিশনার (অনুসন্ধান)
ড. মোজাম্মেল হক খান
কমিশনার (তদন্ত)
মো. জহুরুল হক
সচিব
মোঃ মাহবুব হোসেন
ওয়েবসাইটwww.acc.org.bd

ইতিহাসসম্পাদনা

"দুর্নীতি দমন ব্যুরো" সংস্থাকে বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়।

তথ্যসূত্রসম্পাদনা

  1. প্রতিবেদক, নিজস্ব; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৪ 

বহিঃসংযোগসম্পাদনা