গণপূর্ত অধিদপ্তর একটি সরকারী বিভাগ যা সরকারি সংস্থা ও সংস্থার ভবন ও কাঠামো নির্মাণের জন্য দায়বদ্ধ। এর সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ -এ অবস্থিত। এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে।[][][][][]

গণপূর্ত অধিদপ্তর
সংস্থার রূপরেখা
গঠিত১৯৪৮
সদর দপ্তরঢাকা , বাংলাদেশ
মূল সংস্থাগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
ওয়েবসাইটwww.pwd.gov.bd

ইতিকথা

সম্পাদনা

এ বিভাগ দ্বারা সম্পাদিত বেশিরভাগ কাজগুলি সরকারি স্থাপত্য বিভাগ দ্বারা পরিকল্পিত হয়। এটি একজন প্রধান প্রকৌশলীর নেতৃত্বে পরিচালিত হয়।[]

ভিশন ও মিশন[]

সম্পাদনা

ভিশন: রুপকল্প ২০৪১ কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সরকারের উন্নয়ন পরিকল্পনার আওতায় উন্নয়নশীল দেশের সকল চ্যালেঞ্জ মোকাবেলা পূর্বক যুগোপযোগী অবকাঠামো নির্মাণসহ প্রাতিষ্ঠানিক ও আবাসিক সুবিধাদি সুনিশ্চিত করা।

মিশন: সর্বশেষ প্রকৌশল প্রযুক্তিগত কলাকৌশলের সর্বোত্তম প্রয়োগের দ্বারা পরিবেশ বান্ধব, নিরাপদ ও টেকসইভাবে সকল প্রকার সরকারি দপ্তর, বাসভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ এবং সরকারি কেপিআই স্থাপনাসমূহ সহ সকল প্রকার সরকারি অবকাঠামো সমূহের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ কাজ নিশ্চিত করণ।

গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রম[]

সম্পাদনা
 
গণপূর্ত অধিদপ্তর, প্রধান কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা

সরকারী সকল ধরনের ভৌত ও সামাজিক অবকাঠামো নির্মাণ।

 গণপূর্ত অধিদপ্তরের কাজের ক্ষেত্র:

  • সরকারি ভবন এবং স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।
  • সরকারি পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করা।
  • নির্মাণ সামগ্রীর গুনগত মানের স্থিতিশীলতায় ভূমিকা রাখা।
  • কেপিআই স্থাপনাসহ অন্যান্য সরকারি স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।
  • সরকারি বিভিন্ন স্থাপনার কাঠামো নকশা এবং ইলেক্ট্রোমেকানিক্যাল নকশা প্রস্তুতকরণ।
  • বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং ঐতিহাসিক স্থাপনাসমূহের পুনঃনির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং সংস্কার।
  • পাবলিক উদ্যানসমূহের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন।
  • সরকারি অফিস ও বাসভবনের ভাড়া নির্ধারণ।
  • কর বহির্ভূত রাজস্ব আদায়।
  • সিডিউল অব রেটস প্রণয়ন।
  • সরকারি ভবন এবং স্থাপনাসমূহের রেক্ট্রফিটিংস এর কাজ করন ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Barisal centre of Bangladesh Betar ready for operation"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ১৯৯৮। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭ 
  2. "Public Works Department"pwd.gov.bd। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭ 
  3. "Ministry ignores probe body recommendation"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭ 
  4. "Govt itself violating building rules"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭ 
  5. "Public Works Department"pwd.gov.bd। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭ 
  6. Siddiqui, Kamal; Ahmed, Jamshed; Siddique, Kaniz; Huq, Sayeedul; Hossain, Abul; Nazimud-Doula, Shah; Rezawana, Nahid (২০১৬)। Social Formation in Dhaka, 1985–2005: A Longitudinal Study of Society in a Third World Megacity (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 384। আইএসবিএন 9781317054016 
  7. ভিশন ও মিশন, গণপূর্ত অধিদপ্তর
  8. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, গণপূর্ত অধিদফতর