গণপূর্ত অধিদপ্তর
গণপূর্ত অধিদপ্তর একটি সরকারী বিভাগ যা সরকারি সংস্থা ও সংস্থার ভবন ও কাঠামো নির্মাণের জন্য দায়বদ্ধ। এর সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ -এ অবস্থিত। এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে।[১][২][৩][৪][৫]
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৪৮ |
সদর দপ্তর | ঢাকা , বাংলাদেশ |
মূল সংস্থা | গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় |
ওয়েবসাইট | www |
ইতিকথা
সম্পাদনাএ বিভাগ দ্বারা সম্পাদিত বেশিরভাগ কাজগুলি সরকারি স্থাপত্য বিভাগ দ্বারা পরিকল্পিত হয়। এটি একজন প্রধান প্রকৌশলীর নেতৃত্বে পরিচালিত হয়।[৬]
ভিশন: রুপকল্প ২০৪১ কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সরকারের উন্নয়ন পরিকল্পনার আওতায় উন্নয়নশীল দেশের সকল চ্যালেঞ্জ মোকাবেলা পূর্বক যুগোপযোগী অবকাঠামো নির্মাণসহ প্রাতিষ্ঠানিক ও আবাসিক সুবিধাদি সুনিশ্চিত করা।
মিশন: সর্বশেষ প্রকৌশল প্রযুক্তিগত কলাকৌশলের সর্বোত্তম প্রয়োগের দ্বারা পরিবেশ বান্ধব, নিরাপদ ও টেকসইভাবে সকল প্রকার সরকারি দপ্তর, বাসভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ এবং সরকারি কেপিআই স্থাপনাসমূহ সহ সকল প্রকার সরকারি অবকাঠামো সমূহের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ কাজ নিশ্চিত করণ।
সরকারী সকল ধরনের ভৌত ও সামাজিক অবকাঠামো নির্মাণ।
গণপূর্ত অধিদপ্তরের কাজের ক্ষেত্র:
- সরকারি ভবন এবং স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।
- সরকারি পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- নির্মাণ সামগ্রীর গুনগত মানের স্থিতিশীলতায় ভূমিকা রাখা।
- কেপিআই স্থাপনাসহ অন্যান্য সরকারি স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।
- সরকারি বিভিন্ন স্থাপনার কাঠামো নকশা এবং ইলেক্ট্রোমেকানিক্যাল নকশা প্রস্তুতকরণ।
- বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং ঐতিহাসিক স্থাপনাসমূহের পুনঃনির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং সংস্কার।
- পাবলিক উদ্যানসমূহের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন।
- সরকারি অফিস ও বাসভবনের ভাড়া নির্ধারণ।
- কর বহির্ভূত রাজস্ব আদায়।
- সিডিউল অব রেটস প্রণয়ন।
- সরকারি ভবন এবং স্থাপনাসমূহের রেক্ট্রফিটিংস এর কাজ করন ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Barisal centre of Bangladesh Betar ready for operation"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ১৯৯৮। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Public Works Department"। pwd.gov.bd। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Ministry ignores probe body recommendation"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Govt itself violating building rules"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Public Works Department"। pwd.gov.bd। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ Siddiqui, Kamal; Ahmed, Jamshed; Siddique, Kaniz; Huq, Sayeedul; Hossain, Abul; Nazimud-Doula, Shah; Rezawana, Nahid (২০১৬)। Social Formation in Dhaka, 1985–2005: A Longitudinal Study of Society in a Third World Megacity (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 384। আইএসবিএন 9781317054016।
- ↑ ভিশন ও মিশন, গণপূর্ত অধিদপ্তর
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, গণপূর্ত অধিদফতর