হামিদুল হক (মেজর জেনারেল)
হামিদুল হক (জন্ম ২৩ জুন ১৯৭০) বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর বর্তমান মহাপরিচালক।[১] ইতিপূর্বে, তিনি ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার ও সিলেট এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।
হামিদুল হক | |
---|---|
![]() জালালাবাদ ক্যান্টনমেন্টে হামিদুল হক | |
জন্ম | কক্সবাজার, বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান), | ২৩ জুন ১৯৭০
আনুগত্য | ![]() |
সার্ভিস/ | ![]() |
কার্যকাল | ১৯৯০ — বর্তমান |
পদমর্যাদা | ![]() ![]() |
ইউনিট | পদাতিক ডিভিশন |
জীবনের প্রথমার্ধ সম্পাদনা
হামিদুল হকের জন্ম ১৯৭০ সালের ২৩ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের, কক্সবাজার জেলার, ঈদগাঁও উপজেলার, জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামে জন্ম গ্রহণ করেন।[২] তিনি ঈদগাহ মডেল হাই স্কুল থেকে এস এস সি ও চট্টগ্রাম কলেজ থেকে এইস এস সি সম্পন্ন করেন।[২] তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ভর্তি হন এবং জুন ১৯৯০ সালে কমিশন লাভ করেন।[২]
কর্মজীবন সম্পাদনা
পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯৯ কম্পোজিট ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন হামিদুল হক। তিনি সিয়েরা লিওন এবং দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছেন।[৩]
হক পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ তম পদাতিক ব্রিগেড এবং খাগড়াছড়ি অঞ্চলের কমান্ডার ছিলেন।[৩][৪] তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দাদের সাথে দেখা করে ২৫ ডিসেম্বর ২০১৮ সালে যেকোনও অবৈধ অস্ত্র সমর্পণ করার জন্য তাদের আহ্বান জানিয়েছিলেন[৫][৬] তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৭] ২৬ অক্টোবর, ২০২২ তারিখে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবন সম্পাদনা
হামিদুল হক বিয়ে করেছেন নুসরাত জাহান মুক্তাকে। দম্পতির তিন ছেলে রয়েছে।[৩]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "ডিজিএফআইয়ের নতুন ডিজি হামিদুল হক"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২।
- ↑ ক খ গ "The Major General is Hamidul Haque, a son of Cox's Bazar" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮।
- ↑ ক খ গ "The Major General is Hamidul Haque, a son of Cox's Bazar" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮।
- ↑ "Khagrachhari Region Commander of 203 Infantry Brigade of Bangladesh Army Brigadier General Hamidul Hoque speaks"। Daily Sun (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮।
- ↑ "Army holds meeting with local representatives in Khagrachhari"। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮।
- ↑ "Baghaichhari attack: Administration provides assurances to affected family members"। Dhaka Tribune। ২০১৯-০৩-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮।
- ↑ "National Defence College"। ndc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮।