শাবনূর অভিনীত চলচ্চিত্রের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

শাবনূর একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সাথে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। একে একে এ জুটি সুপারহিট ছবি দিতে থাকে। সালমানের অকাল মৃত্যুতে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়ার পর রিয়াজ, শাকিল খান, ফেরদৌস আহমেদশাকিব খান এর সাথে জুটি গড়ে বেশ কিছু ছবি উপহার দেন।

শাবনূর

শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এছাড়াও ৩ বার তিনি বাচসাস পুরষ্কার লাভ করেন।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
১৯৯৩ চাঁদনী রাতে এহতেশাম
১৯৯৪ দুনিয়ার বাদশাহ বাদল খন্দকার
তুমি আমার জহিরুল হক
সুজন সখি শাহ আলম কিরণ
বিক্ষোভ মহম্মদ হান্‌নান
১৯৯৫ শুধু তোমারি ফখরুল হাসান বৈরাগী
স্বপ্নের ঠিকানা এম এ খালেক
হৃদয় আমার দীলিপ বিশ্বাস
আসামী বধূ শাহ আলম কিরণ
মহা মিলন দিলীপ সোম
প্রেমের অহংকার ওয়াকিল আহমেদ
১৯৯৬ বিদ্রোহি প্রেমিক আবিদ হাসান বাদল
বিচার হবে শাহ আলম কিরণ
স্ত্রী হত্যা মোতালেব হোসেন
তোমাকে চাই মতিন রহমান
চিরঋনী মোস্তাফিজুর রহমান বাবু
স্বপ্নের পৃথিবী বাদল খন্দকার
বাজীগর হাফিজ উদ্দীন
মৌমাছি এহতেশাম
জীবন সংসার জাকির হোসেন রাজু
সৈনিক এহতেশাম
চাওয়া থেকে পাওয়া রেজা হাসমত
১৯৯৭ আত্মসাৎ আবিদ হাসান বাদল
প্রেম দেলোয়ার জাহান ঝন্টু
প্রেম পিয়াসী রেজা হাসমত
শেষ ঠিকানা শাহ আলম কিরণ
স্বপ্নের নায়ক নাসির খান
আনন্দ অশ্রু শিবলি সাদিক
বুকের ভিতর আগুন ছটকু আহমেদ
কে অপরাধী উত্তম আকাশ
রঙীন উজান ভাটি শিল্পী চক্রবর্তী
মন মানেনা মতিন রহমান
তুমি শুধু তুমি আবিদ হাসান বাদল
১৯৯৮ অধিকার চাই ওয়াকিল আহমেদ
পৃথিবী তোমার আমার বাদল খন্দকার
মধুর মিলন বাদল খন্দকার
পাগলীর প্রেম আবিদ হাসান বাদল
রঙ্গীন নয়ন মনি মতিন রহমান
মানুষ কেন অমানুষ রায়হান মুজিব
আমার অন্তরে তুমি এম এম সরকার
১৯৯৯ বিয়ের ফুল মতিন রহমান
আমি তোমারি মতিন রহমান
ভুলোনা আমায় ওয়াকিল আহমেদ
ভালবাসি তোমাকে মহম্মদ হান্‌নান
স্বপ্নের পুরুষ মনোয়ার খোকন
বুক ভরা ভালবাসা ছটকু আহমেদ
কাজের মেয়ে আজাদী হাসনাত ফিরোজ
ভয়ঙ্কর বিষু মনতাজুর রহমান আকবর
২০০০ নারীর মন মতিন রহমান
এ বাধন যাবেনা ছিঁড়ে এফ এই মানিক
আশা আমার আশা হেলাল খান
দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে উত্তম আকাশ
রঙ্গীন বিনি সুতার মালা শিল্পী চক্রবর্তী
কারিশমা এ.কে.এম. সেলিম
গোলাম ইস্পাহানী আরিফ জাহান
নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি জাকির হোসেন রাজু
জামিন নাই সৈয়দ হারুন
সবার অজান্তে শিল্পী চক্রবর্তী
এরই নাম দোস্তি সাঈদুর রহমান সাঈদ
ফুল নেব না অশ্রু নেব এফ আই মানিক
এই মন চায় যে..! মতিন রহমান
২০০১ দিল তো পাগল আজাদী হাসনাত ফিরোজ
বস্তির মেয়ে আজাদী হাসনাত ফিরোজ
মন মোস্তাফিজুর রহমান বাবু
প্রেমের তাজমহল গাজী মাহবুব
প্রেমের জ্বালা আবুল কালাম আজাদ
নাচনেওয়ালী তোজাম্মেল হক বকুল
শ্বশুরবাড়ী জিন্দাবাদ প্রেমা চৌধুরী দেবাশিষ বিশ্বাস বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
স্বপ্নের বাসর এফ আই মানিক
গুন্ডার প্রেম বাদশা ভাই
২০০২ হৃদয়ের বন্ধন এফ আই মানিক
স্বামী স্ত্রীর যুদ্ধ এফ আই মানিক বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
মিলন হবে কত দিনে জাকির হোসেন রাজু
সমাজকে বদলে দাও কাজী হায়াত
মাটির ফুল মতিন রহমান
সবার উপরে প্রেম আজাদী হাসনাত ফিরোজ
ভালবাসা কারে কয় জাকির হোসেন রাজু
সুন্দরী বধু আমজাদ হোসেন
ও প্রিয়া তুমি কোথায় শাহাদাত হোসেন লিটন
ভাইয়া এফ আই মানিক
২০০৩ খেয়া ঘাটের মাঝি আরিফ মাহমুদ
তুমি বড় ভাগ্যবতী আবুল কালাম আজাদ
দুই বঁধু এক স্বামী এফ আই মানিক
নসিমন আলী আজাদ শাবনূর মায়ের ভূমিকায় প্রথম
প্রানের মানুষ আমজাদ হোসেন
স্বপ্নের ভালবাসা জিল্লুর রহমান
নয়ন ভরা জল মহম্মদ হান্‌নান
বউ শ্বাশুরীর যুদ্ধ আজাদী হাসনাত ফিরোজ বিজয়ী: বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
প্রেম সংঘাত মনোয়ার খোকন
২০০৪ দোস্ত আমার এম এম সরকার
ব্যাচেলর মোস্তফা সরয়ার ফারুকী
কঠিন পুরুষ শাহাদাত হোসেন লিটন
জীবন এক সংঘর্ষ মহম্মদ হান্‌নান
হৃদয় শুধু তোমার জন্য সাজেদুল রহমান সাজু
ভাইয়ের শত্রু ভাই মনতাজুর রহমান আকবর
ফুলের মত বউ আজাদী হাসনাত ফিরোজ বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
যত প্রেম ততো জ্বালা মিজানুর রহমান খান দিপু
তোমার জন্য পাগল শিল্পী চক্রবর্তী
অন্য মানুষ কাজী হায়াত
২০০৫ চার সতীনের ঘর নার্গিস আক্তার
ঘর জামাই শাহ আলম কিরণ
ভালবাসার যুদ্ধ সিদ্দিক জামান নান্টু
দুই নয়নের আলো মোস্তাফিজুর রহমান মানিক বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
বলনা ভালবাসি সোহানুর রহমান সোহান
আমার স্বপ্ন তুমি হাসিবুল ইসলাম মিজান
মোল্লা বাড়ীর বউ সালাউদ্দিন লাভলু বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
কাল সকালে আমজাদ হোসেন
বন্ধক এ কে সোহেল
জীবন সীমান্তে গাজী জাহাঙ্গীর
২০০৬ মায়ের মর্যাদা দিলিপ বিশ্বাস
এদেশ কার ওয়াজেদ আলী খান বাবলু
জীবনের গল্প গাজী মাজহারুল আনোয়ার
জন্ম হাছিবুল ইসলাম মিজান
বাঙলা শহীদুল ইসলাম খোকন
নিরন্তর আবু সাইয়ীদ
রঙ্গীন রসের বাইদানী আজাদী হাসনাত ফিরোজ
ভালোবাসা ভালোবাসা মহম্মদ হান্‌নান
ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া উত্তম আকাশ
২০০৭ জমেলা সুন্দরী এ.কে. সোহেল
গ্রাম গঞ্জের পিরিতি আজাদী হাসনাত ফিরোজ
দুঃখিনী জোহরা আজিজুর রহমান
আমার প্রাণের স্বামী ছনিয়া পি এ কাজল বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
কপাল হাসিবুল ইসলাম মিজান
মেয়ে সাক্ষী মালেক বিশ্বাস
এই যে দুনিয়া গাজী মাজহারুল আনোয়ার
কঠিন প্রেম এম বি মানিক
বিয়াইন সাব আবুল কালাম আজাদ
২০০৮ ছোট বোন সুজাউর রহমান সুজা
টিপ টিপ বৃষ্টি মহম্মদ হান্‌নান
ভালবাসার দুশমন ওয়াকিল আহমেদ
এ চোখে শুধু তুমি সায়মন তারিক
ঘরের লক্ষ্মী আজাদী হাসনাত ফিরোজ
স্বামী নিয়ে যুদ্ধ আজাদী হাসনাত ফিরোজ
১ টাকার বউ পি এ কাজল বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
তোমাকে বউ বানাবো শাহাদাত হোসেন লিটন
সমাধি শাহীন সুমন
২০০৯ জীবন নিয়ে যুদ্ধ নিরঞ্জন বিশ্বাস
তুমি আমার স্বামী মনতাজুর রহমান আকবর
মন বসেনা পড়ার টেবিলে আব্দুল মান্নান
চাঁদের মত বউ মোহম্মদ হোসেন জেমী
বলব কথা বাসর ঘরে শাহ্ মোহাম্মদ সংগ্রাম বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
বধু তুমি কার বি আর চৌধুরী
এবাদত এটিএম শামসুজ্জামান
স্বামী স্ত্রীর ওয়াদা পি এ কাজল
ভালোবেসে বউ আনবো চন্দন চৌধুরী
মন ছুয়েছে মন মোস্তাফিজুর রহমান মানিক
পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ পি এ কাজল
২০১০ গোলাপী এখন বিলাতে আমজাদ হোসেন
যেখানে তুমি সেখানে আমি মোস্তাফিজুর রহমান মানিক
মোঘলে আজম মিজানুর রহমান খান দীপু
এভাবেই ভালবাসা হয় মনতাজুর রহমান আকবর
২০১১ মা আমার চোখের মনি মোস্তাফিজুর রহমান মানিক
২০১২ আত্মগোপন এম এম সরকার
ভালবাসা সেন্টমার্টিনে শহীদুল ইসলাম খোকন
জিদ্দি বউ আবুল কালাম আজাদ
২০১৩ শিরি ফরহাদ গাজী মাহবুব
কিছু আশা কিছু ভালবাসা মোস্তাফিজুর রহমান মানিক
২০১৮ পাগল মানুষ এম এম সরকার, বদিউল আলম খোকন
২০২৪ রঙ্গনা আরাফাত হোসেন চিত্রগ্রহণ চলছে[১]
মাতাল হাওয়া চয়নিকা চৌধুরী উৎপাদন পূর্ববর্তী [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sun, Daily (২০২৩-১২-৩০)। "Shabnur in new film 'Rangana'"daily-sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬ 

বহিঃসংযোগ সম্পাদনা