চাঁদের মত বউ
২০০৯-এর মোহাম্মদ হোসেন পরিচালিত চলচ্চিত্র
চাঁদের মত বউ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী বাংলা নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন এবং প্রধান ভুমিকায় অভিনয় করেছেন রিয়াজ, শাবনুর ও নিপুন। এছাড়াও কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ডলি জহুর ও মিশা সওদাগর।
চাঁদের মতো বউ | |
---|---|
পরিচালক | মোহাম্মদ হোসেন |
প্রযোজক | গ্রামীণ কথাচিত্র |
রচয়িতা | মুজতবা সউদ |
শ্রেষ্ঠাংশে | রিয়াজ শাবনুর নিপুন এটিএম শামসুজ্জামান ডলি জহুর মিশা সওদাগর |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল আলম খান আলী আকরাম শুভ |
চিত্রগ্রাহক | আসাদুজ্জামান মজনু |
সম্পাদক | মুনির হোসেন আবুল |
পরিবেশক | গ্রামীণ কথাচিত্র |
মুক্তি | ২০০৯ |
স্থিতিকাল | ১৩৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- রিয়াজ - সাগর চৌধুরী
- শাবনুর - ঝরনা
- নিপুন - প্রিয়া
- ডলি জহুর - সাগর'র মা
- এটিএম শামসুজ্জামান - ঝরনা'র বাবা
- মিশা সওদাগর - প্রিয়া'র বাবা
- কাবিলা - ঝরনা'র ভাই
- জামিলুর রহমান শাখা - সাগর'র অফিসের স্টাফ
- সিরাজ হায়দার -
- আবু সায়ীদ খান -
সম্মাননা
সম্পাদনাচাঁদের মত বউ চলচ্চিত্রটি ২০০৯ সালে ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা পার্শ্বচরিত্রে অভিনেত্রী পুরস্কারসহ মোট দুটি পুরস্কার লাভ করে।[১][২][৩]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
সম্পাদনা- সেরা পার্শ্বচরিত্রে অভিনেত্রী: নিপুন
- সেরা সংলাপ রচয়িতা: মুজতবা সউদ
সংগীত
সম্পাদনাচাঁদের মত বউ চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলম খান ও আলী আকরাম শুভ। ছবিতে মোট ছয়টি গান রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দৈনিক জনকন্ঠে প্রকাশিত ২০০৯ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। ২০১৪-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৭।
- ↑ http://www.banglanews24.com/beta/printpage/page/262033.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯
- ↑ http://www.banglanews24.com/beta/printpage/page/262594.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে চাঁদের মত বউ (ইংরেজি) - এ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |