স্বপ্নের নায়ক নাসির খান পরিচালিত ১৯৯৭ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। আলী হাসানের কাহিনি ও সংলাপের ভিত্তিতে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন নাসির খান। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর[১]আমিন খান। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, এটিএম শামসুজ্জামান, নাসির খান, জহির উদ্দিন পিয়ার প্রমুখ। ছবিটি সালমান শাহের মৃত্যুর পর মুক্তি পায়।

স্বপ্নের নায়ক
স্বপ্নের নায়ক চলচ্চিত্রের পোস্টার
পরিচালকনাসির খান
রচয়িতাআলী হাসান (সংলাপ)
চিত্রনাট্যকারনাসির খান
কাহিনিকারআলী হাসান
শ্রেষ্ঠাংশে
সুরকারআজাদ মিন্টু
চিত্রগ্রাহকদিলীপ ভৌমিক
সম্পাদকজিন্নাত হোসেন
প্রযোজনা
কোম্পানি
এফ ফিল্মস
মুক্তি
  • ৪ জুলাই ১৯৯৭ (1997-07-04)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়ে সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা