চাঁদনী রাতে
চাঁদনী রাতে ১৯৯৩ সালের বাংলাদেশী প্রণয় নাট্য চলচ্চিত্র।[১] এহতেশামের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটির মূল দুটি চরিত্রে অভিনয় করে অভিষিক্ত শাবনূর ও সাব্বির।[২][৩]
চাঁদনী রাতে | |
---|---|
পরিচালক | এহতেশাম |
চিত্রনাট্যকার | এহতেশাম |
কাহিনিকার | এহতেশাম |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | মানাম আহমেদ |
চিত্রগ্রাহক | সৈয়দ শাহীন |
সম্পাদক | আতিকুর রহমান মল্লিক |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ইতিহাস
সম্পাদনাচাঁদনী রাতে ছায়াছবিতে অভিনয়ের জন্য এহতেশাম নতুন অভিনয়শিল্পী খুঁজছিলেন। নবাগত হিসেবে ১৩ বছর বয়সে শাবনূর এবং নায়ক হিসেবে সাব্বিরের অভিষেক ঘটে।[৪] ছায়াছবির বেশিরভাগ চিত্রগ্রহণ হয় নেত্রকোণার সুসং দুর্গাপুরে।[২] এক মাসে্র বেশি সময় নিয়ে ছবির চিত্রগ্রহণ করা হয়।[৩] ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের অনুমতি পায়;[৫] একইবছর ১৫ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায়।[৩][৬] ছবিটি ব্যবসায়িক ভাবে ব্যর্থ হয়েছিল।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মতি, রহমান (২০১৮-১২-১৬)। "শাবনূরের গল্প বলি"। বাংলা মুভি ডেটাবেজ। ২০২৪-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৮।
- ↑ ক খ গ "শাবনূরের 'চাঁদনী রাতে' ফ্লপ, তারপর..."। প্রথম আলো। ২০২১-১০-১৫। ২০২৪-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৮।
- ↑ ক খ গ "তুই চোর...ক্যামেরার সামনে বলা প্রথম সংলাপ,শাবনুরের স্মৃতিচারণ"। প্রথম আলো। ২০২৩-১০-১৫। ২০২৪-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৮।
- ↑ "Shabnur's 25 years in Dhallywood"। ডেইলি সান (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-১৭। ২০২৪-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৮।
- ↑ "সনদপত্রপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রসমূহ (বছর ভিত্তিক)" (পিডিএফ)। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ২০২২-০৮-১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৮।
- ↑ "যে দিনটিকে ভুলেননি শাবনূর"। দৈনিক ইত্তেফাক। ২০২৩-১০-১৫। ২০২৪-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৮।