বিচার হবে
শাহ আলম কিরণ পরিচালিত ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র
বিচার হবে হল ১৯৯৬ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ এবং কাহিনী লিখেছেন শাহাবুদ্দিন আহমেদ ও রাইসুল ইসলাম আসাদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
বিচার হবে | |
---|---|
পরিচালক | শাহ আলম কিরণ |
রচয়িতা | রাইসুল ইসলাম আসাদ (সংলাপ) |
চিত্রনাট্যকার | শাহ আলম কিরণ |
কাহিনিকার | শাহাবুদ্দিন আহমেদ রাইসুল ইসলাম আসাদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | এ আর জাহাঙ্গীর |
সম্পাদক | মুজিবুর রহমান দুলু |
প্রযোজনা কোম্পানি | এম. পি. কথাচিত্র |
পরিবেশক | হাসনাবাদ কথাচিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায়।[১]
কুশীলব
সম্পাদনা- সালমান শাহ - সুজন
- শাবনূর - আলেয়া
- রাইসুল ইসলাম আসাদ - নয়ন
- ডলি জহুর - রাবেয়া
- হুমায়ুন ফরীদি - দবীর মোড়ল
- দিলদার - চোর
- নাসরিন - হাসি
- নীলম
- আনোয়ার হোসেন - মফিজ
- জহির উদ্দিন পিয়ার - হাবু মিয়া
- কাবিলা - কানা আজম
- আবদুর রাতিন
- সিরাজ হায়দার - কলিম মিয়া
- নাদের
- তৈমুর লং
- সাদিকুর রহমান হিরু
- সৈয়দ আখতার আলী - করিম মোল্লা
সঙ্গীত
সম্পাদনাবিচার হবে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গীত রচনা করেছেন মিল্টন খন্দকার।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "রসে ভরা রসগোল্লা" | মিল্টন খন্দকার | আলম খান | রুনা লায়লা | |
২. | "ওরে আমার অচিন বন্ধু" | মিল্টন খন্দকার | আলম খান | সাবিনা ইয়াসমিন | |
৩. | "আমি যে তোমার কে" | মিল্টন খন্দকার | আলম খান | সাবিনা ইয়াসমিন ও আগুন | |
৪. | "শক্তের ভক্ত" | মিল্টন খন্দকার | আলম খান | আগুন | |
৫. | "জলে ভাসা সাবান দিয়া" | মিল্টন খন্দকার | আলম খান | মলয় চাকী | |
৬. | "গাও গেরামের মাইয়া আমি" | মিল্টন খন্দকার | আলম খান | রুনা লায়লা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Archive Movie List - 1996"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে বিচার হবে
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিচার হবে (ইংরেজি)