আনন্দ অশ্রু
বাংলাদেশী চলচ্চিত্র
আনন্দ অশ্রু ১৯৯৭ সালের একটি বাংলাদেশী চলচ্চিত্র। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর ও কাঞ্চি।[১][২]
আনন্দ অশ্রু | |
---|---|
পরিচালক | শিবলি সাদিক |
শ্রেষ্ঠাংশে | সালমান শাহ শাবনূর কাঞ্চি ডলি জহুর হুমায়ুন ফরীদি সাদেক বাচ্চু |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল |
মুক্তি | ১ আগস্ট ১৯৯৭ |
স্থিতিকাল | ১৩৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাসালমান শাহ বাড়ি ছেড়ে আসা এক গান লেখকের চরিত্রে অভিনয় করেন, যিনি দুঃখের গান লিখেন। তিনি একটি গ্রামে যান, দোলা (শাবনূর) নামের এক সাধারণ মেয়ের প্রেমে পড়েন। কিন্তু সমাজ এই অসম প্রেমকে মেনে নেয় না।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- সালমান শাহ - দেওয়ান খসরু
- শাবনূর - দোলা
- কাঞ্চি - ভাবনা
- হুমায়ুন ফরীদি - দেওয়ান শরীফ
- ডলি জহুর - দোলার মা
- খালেদা আক্তার কল্পনা - দেওয়ান শরীফের প্রথম স্ত্রী
- শারমিন - দেওয়ান শরীফের দ্বিতীয় স্ত্রী
- সিরাজুল ইসলাম - ভাবনার বাবা
- সাদেক বাচ্চু
- সিরাজ হায়দার
- দিলদার - মহব্বত আলী
- নাসরিন
- জামিলুর রহমান শাখা
- নানা শাহ্
সঙ্গীত
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "তুমি আমার এমনই একজন" | আহমেদ ইমতিয়াজ বুলবুল | আহমেদ ইমতিয়াজ বুলবুল | রুমানা মোর্শেদ কনকচাঁপা | ৫:৫৯ |
২. | "তুমি মোর জীবনের ভাবনা" | এন্ড্রু কিশোর, সালমা জাহান, অথবা কনকচাঁপা | |||
৩. | "থাকতো যদি প্রেমের আদালত" | কনকচাঁপা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "যেখানে আছে সালমানের স্মৃতি"। প্রথম আলো। ২০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "সালমান শাহের নায়িকারা এখন কে কোথায়?"। জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে আনন্দ অশ্রু
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আনন্দ অশ্রু (ইংরেজি)