আনন্দ অশ্রু

বাংলাদেশী চলচ্চিত্র

আনন্দ অশ্রু ১৯৯৭ সালের একটি বাংলাদেশী চলচ্চিত্র। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূরকাঞ্চি[১][২]

আনন্দ অশ্রু
আনন্দ অশ্রু চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশিবলী সাদিক
শ্রেষ্ঠাংশেসালমান শাহ
শাবনূর
কাঞ্চি
ডলি জহুর
হুমায়ুন ফরীদি
সাদেক বাচ্চু
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
মুক্তি১ আগস্ট ১৯৯৭
স্থিতিকাল১৩৮ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সম্পাদনা

সালমান শাহ বাড়ি ছেড়ে আসা এক গান লেখকের চরিত্রে অভিনয় করেন, যিনি দুঃখের গান লিখেন। তিনি একটি গ্রামে যান, দোলা (শাবনূর) নামের এক সাধারণ মেয়ের প্রেমে পড়েন। কিন্তু সমাজ এই অসম প্রেমকে মেনে নেয় না।

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."তুমি আমার এমনই একজন"আহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুলরুমানা মোর্শেদ কনকচাঁপা৫:৫৯
২."তুমি মোর জীবনের ভাবনা"  এন্ড্রু কিশোর, সালমা জাহান, অথবা কনকচাঁপা 
৩."থাকতো যদি প্রেমের আদালত"  কনকচাঁপা 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "যেখানে আছে সালমানের স্মৃতি"প্রথম আলো। ২০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "সালমান শাহের নায়িকারা এখন কে কোথায়?"জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা