চাওয়া থেকে পাওয়া
১৯৯৬ সালের বাংলাদেশি চলচ্চিত্র
চাওয়া থেকে পাওয়া হল এম এম সরকার পরিচালিত ১৯৯৬ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর।[১] অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর,[২] প্রবীর মিত্র, আহমেদ শরীফ। এটি সালমান শাহের মৃত্যুর পর মুক্তি পায়।
চাওয়া থেকে পাওয়া | |
---|---|
পরিচালক | এম এম সরকার |
প্রযোজক | দুলাল তালুকদার |
রচয়িতা | মোহাম্মদ রফিকউজ্জামান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল |
চিত্রগ্রাহক | আজমল হক |
সম্পাদক | জিন্নাত হোসেন |
প্রযোজনা কোম্পানি | শক্তি ফিল্মস |
পরিবেশক | শক্তি ফিল্মস |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কুশীলব
সম্পাদনা- সালমান শাহ - সাগর
- শাবনূর - শবনম
- ডলি জহুর
- প্রবীর মিত্র
- আহমেদ শরীফ
- আনোয়ার হোসেন
- দিলদার
- ব্ল্যাক আনোয়ার
- কাবিলা
- ডন
সঙ্গীত
সম্পাদনাচাওয়া থেকে পাওয়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন বুলবুল ও আহমদ জামান চৌধুরী। ছবিটিতে আটটি গান রয়েছে, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর, ও আগুন।
সকল গানের সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "সাথী তুমি আমার জীবনে" | কনক চাঁপা, খালিদ হাসান মিলু | |
২. | "চুপি চুপি মন বলে" | কনক চাঁপা | |
৩. | "তোমাকে ভালোবাসি এ জীবন দিয়ে" | কনক চাঁপা | |
৪. | "দোহাই লাগে বন্ধু তুমি" | শাকিলা জাফর, খালিদ হাসান মিলু | |
৫. | "ফুর্তি করো গো" | শাকিলা জাফর | |
৬. | "ওগো আমার সুন্দর মানুষ" | কনক চাঁপা | |
৭. | "ঠাণ্ডা ঠাণ্ডা অঙ্গে" | খালিদ হাসান মিলু, শাকিলা জাফর | |
৮. | "টুনটুনি পরাণের ঝুনঝুনি" | আগুন | |
মোট দৈর্ঘ্য: | ৩৫:০৮ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"। জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "সালমানের কথা মনে হলে..."। দৈনিক কালের কণ্ঠ। ৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে চাওয়া থেকে পাওয়া (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে চাওয়া থেকে পাওয়া