রংপুর জেলা
রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল। ভাওয়াইয়া গানের আকরভূমি বাংলাদেশের দ্বিতীয় জেলা রংপুর প্রতিষ্ঠিত হয় ১৭৬৫ সালে এবং বর্তমান রংপুর শহর ১৬ ডিসেম্বর, ১৭৬৯ সালে রংপুর জেলার বিভাগীয় সদর দপ্তর হিসেবে স্বীকৃতি লাভ করে। উপজেলার সংখ্যানুসারে রংপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।[২] ৭০০ বছরের ঐতিহ্যের ধারক বাহক বর্তমানে জিআই পণ্য শতরঞ্জি রংপুরের বিখ্যাত বস্তু। এছাড়া, হাড়িভাঙ্গা আম এবং তামাক জন্যও রংপুর বিখ্যাত। রংপুরকে বাহের দেশ বলা হয়।
রংপুর | |
---|---|
জেলা | |
রংপুর জেলা | |
ডাকনাম: বাহের দেশ | |
বাংলাদেশে রংপুর জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৪৪′ উত্তর ৮৯°১৫′ পূর্ব / ২৫.৭৩৩° উত্তর ৮৯.২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
প্রতিষ্ঠা | ১৬ ডিসেম্বর ১৭৬৯ খ্রিঃ |
সরকার | |
• জেলা প্রশাসক | মোহাম্মদ মোবাশ্বের হাসান |
আয়তন | |
• মোট | ২,৪০০.৫৬ বর্গকিমি (৯২৬.৮৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২২)[১] | |
• মোট | ৩১,৬৯,৬১৫ |
• জনঘনত্ব | ১,৩২০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০.৫৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৪০০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৮৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনারংপুর জেলা ২৫°০৩˝ থেকে ২৮°২৮˝ অক্ষাংশে এবং ৮৮°৪৫˝ থেকে ৮৯°৫৫˝ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। এর উত্তরে নীলফামারী জেলা ও লালমনিরহাট জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা, পশ্চিমে দিনাজপুর জেলা। [৩] মোট আয়তন ২,৩০৮ বর্গকিলোমিটার (৮৯১ মা২)। আটটি উপজেলা, ৭৬ টি ইউনিয়ন, ১৪৫৫টি মৌজা এবং ১টি সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভা নিয়ে রংপুর জেলা গঠিত। তিস্তা নদী রংপুর জেলার উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তকে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা থেকে আলাদা করেছে।
রংপুর জেলাকে বৃহত্তর বঙ্গপ্লাবন ভূমির অংশ মনে করা হয়। কিন্তু ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর গঠন দেশের অন্যান্য জেলা থেকে আলাদা। এ জেলার ভূগঠন অতীতে উত্তরাঞ্চল প্রবহমান কয়েকটি নদীর গতিপথ পরিবর্তন এবং ভূকম্পনজনিত ভূমি উত্তোলনের সাথে জড়িত। তিস্তা নদীর আদি গতিপথ পরিবর্তন ছিল রংপুর জেলার ভূমি গঠনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। তিস্তা নদী ১৭৮৭ সালের পূর্বে গঙ্গানদীর একটি উপনদী ছিল। তিস্তা সিকিম বা হিমালয়ে পরিচিত রাংগু ১৭৮৭ সাল পর্যন্ত দিনাজপুর জেলার নিকট আত্রাই এর সাথে মিলিত হয়ে নিম্ন গঙ্গা নদীতে পতিত হতো। ১৮শ শতকে তিস্তা, আত্রাই নদীর পথ ধরে গঙ্গা ও বিছিন্ন কিছু খাল বিলের মাধ্যমে ব্রহ্মপুত্র, উভয় কিছু নদীর সাথে ঋতু ভিত্তিক সংযোগ করত। অপর নদী ধরলা তিস্তা থেকে নিম্ন হিমালয় অঞ্চল বৃহত্তর রংপুর জেলার পূর্ব দিক দিয়ে (বর্তমান কুড়িগ্রাম) ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। ঘাঘট এ জেলার অপর একটি গুরুত্বপূর্ণ নদ । ঘাঘট তিস্তার গর্ভ থেকে উৎপন্ন হয়ে রংপুর জেলার মধ্য দিয়ে দক্ষিণে গাইবান্ধা জেলা অতিক্রম করে করতোয়া নদীতে পতিত হয়। আত্রাই নদী এ সময় করতোয়া ও গঙ্গার মধ্যে সংযোগ রক্ষা করত।
প্রশাসনিক অঞ্চল
সম্পাদনারংপুর জেলায় ৮টি উপজেলা রয়েছে। এগুলো হল:
নামকরণের ইতিহাস
সম্পাদনানামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর’ থেকেই কালক্রমে এই নামটি এসেছে। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলে মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হত। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। অপর একটি প্রচলিত ধারণা থেকে জানা যায় যে রংপুর জেলার পূর্বনাম রঙ্গপুর। প্রাগ জ্যোতিস্বর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহল এর নামকরণ থেকে এই রঙ্গপুর নামটি আসে। রংপুর জেলার অপর নাম জঙ্গপুর । ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে যমপুর বলেও ডাকত। তবে রংপুর জেলা সুদূর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটি ছিল। তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। জঙ্গ অর্থ যুদ্ধ, পুর অর্থ নগর বা শহর। গ্রাম থেকে আগত মানুষ প্রায়ই ইংরেজদের অত্যাচারে নিহত হত বা ম্যালেরিয়ায় মারা যেত। তাই সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত। সুদূর অতীতে রংপুর জেলা যে রণভূমি ছিল তা সন্দেহাতীত ভাবেই বলা যায়। ত্রিশের দশকের শেষ ভাগে এ জেলায় কৃষক আন্দোলন যে ভাবে বিকাশ লাভ করে ছিল তার কারণে রংপুরকে লাল রংপুর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
অর্থনীতি
সম্পাদনারংপুর অঞ্চলকে তামাকের জন্য বিখ্যাত বলা হয়। এখানে উৎপাদিত তামাক দিয়ে সারা দেশের চাহিদা মেটানো হয়। রংপুরে প্রচুর পরিমাণ ধান-পাট-আলু ও হাড়িভাঙ্গা আম উৎপাদিত হয়। যা স্থানীয় বাজার তথা সারাদেশের বাজারে সমান হারে সমাদৃত। তাছাড়াও সম্মিলিত খামার গড়ে উঠছে যা অর্থনীতিতে ব্যাপক হারে প্রভাব ফেলছে। এছাড়া ৭০০ বছরের ঐতিহ্যের ধারক বাহক বর্তমানে জিআই পণ্য শতরঞ্চি এর রংপুর মুঘল আমল থেকে বিখ্যাত।
শিল্পপ্রতিষ্ঠান
সম্পাদনারংপুর জেলার কেল্লাবন্দ নামক স্থানে বিসিক শিল্প নগরী গড়ে উঠেছে। সেখানে বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠান আছে। এগুলো হল-
- আর.এফ.এল (রংপুর ফাউন্ড্রি লিমিটেড)
- প্রাইম পুষ্টি লিমিটেড (সামুদা গ্রুপ)
- মিল্ক ভিটা বাংলাদেশ
- আরডি মিল্ক
- বিভিন্ন কোল্ড স্টোরেজ
- প্রাণ
- কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেড
এছাড়া হারাগাছ নামক স্থানে বিড়ি (সিগারেট) তৈরির একাধিক কারখানা রয়েছে। রংপুর শহরের আলম নগর নামক স্থানে আছে আর,কে ফ্যান কারখানা। বদরগঞ্জ উপজেলার শ্যামপুর নামক স্থানে গড়ে উঠেছে শ্যামপুর চিনিকল লিমিটেড এবং রংপুর ডিষ্টিলারিজ এন্ড কেমিক্যাল কোঃ লিঃ। পীরগাছা উপজেলার দেবী চৌধুরাণীতে একটি পাটকল আছে। রংপুরের ৭০০ বছরের ঐতিহ্য শতরঞ্জি বিশ্ব সেরা।
প্রকাশনা সংস্থা
সম্পাদনা- আইডিয়া প্রকাশন (প্রতিষ্ঠাকাল ২০১০) অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী উত্তরবঙ্গের একমাত্র প্রকাশনা সংস্থা।
- পাতা প্রকাশ (প্রতিষ্ঠাকাল ২০১৩)
লোকসংস্কৃতি
সম্পাদনাএ অঞ্চলের লোকসংস্কৃতি ও খেলাধুলা অন্য অঞ্চলের খেলার চেয়ে স্বতন্ত্র্য বৈশিষ্ট্য ও ঐতিহ্য ধারণ করে।[৪]এ অঞ্চলের সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে জড়িয়ে আছে যে খেলাগুলোর তার মধ্যে অন্যতম হল- হাডুডু, কাবাডি (কাপাটি), লাঠি খেলা, দাঁড়িয়া বান্ধা, গোল্লাছুট, এক্কা-দোক্কা, বউ-ছুট, লুকোচুরি, চেংকুডারা বা চেংগু-পেন্টি (বলা যায় বর্তমান ক্রিকেটের এ দেশীয় আদিরূপ), তরবারি খেলা, পাতা খেলা, গুড্ডি বা ঘুড়ি উড়ানো খেলা, কেরাম খেলা, নৌকাবাইচ, ঘোড়দৌড়, ফুটবল, আটকোটা, উরূণ-গাইন, লুডু, পিংপং, পিন্টু-পিন্টু, লুকোচুরি প্রভৃতি। নিজস্ব ঐতিহ্যে সমৃদ্ধ এই খেলাগুলো এ অঞ্চলের মানুষের একদা শরীর চর্চা ও আনন্দ বিনোদনের মাধ্যম ছিল। অবশ্য এখন আধুনিক খেলাধুলার মধ্যে প্রচলিত ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, টেনিস, ক্রিকেট, মার্শাল আর্ট প্রভৃতির চর্চাই বেড়েছে অনেক বেশি। এগুলোর অধিকাংশই শহর কেন্দ্রিক। এ জনপদে অধিকাংশ মেলায় জুয়া খেলার অস্তিত্ব লক্ষ করা যায়। জুয়া নির্দিষ্ট একটি খেলার নাম নয়, যে খেলাটি বাজি ধরে খেলা হয় এবং বিনিময়ে আর্থিক সুবিধা লাভ করা যায় তাকেই বাজী যা স্থানীয়ভাবে জুয়া খেলা বলা হয়। এ খেলাটি মেলার সময় ব্যাপক রূপ পায়। সাধারণত যে বিষয়গুলি আমাদের কাছে আদিকাল থেকে জুয়া হিসেবে দৃশ্যমান সেগুলো হচ্ছে তাসখেলা, চুড়ি খেলা, ডাব্বু খেলা, পাশা খেলা, হালের হাউজি খেলা প্রভৃতি। এ খেলাগুলো বিনোদন অপেক্ষা পারিবারিক ও অর্থনৈতিক বৈকল্য সৃজনে যথেষ্ট ভূমিকা রেখেছে। মেলায় খেলাধুলা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যারমধ্যে লোক নৃত্য, ভাওয়াইয়া, আধূনিক, রবীন্দ্র নজরুল সঙ্গীত প্রভৃতি লক্ষ করা যায়। এখানে জারি গান, পুঁথি, যাত্রা, পালাগান, কুশানগান, সার্কাস, পুতুলনাচ প্রভৃতি দৃশ্যমান।[৫][৬][৭][৮]রংপুর এমন একটি অঞ্চল যে জায়গার মানুষের রয়েছে স্বতন্ত্র ঐতিহ্যবাহী খেলা। যা গ্রামাঞ্চলের ছোট বড় সবাই খেলে আনন্দ উপভোগ করে। এই খেলাগুলোর মধ্যে রয়েছে জ্ঞানবিকাশের ক্ষেত্র। নিচে এই খেলাগুলোর নাম ও পরিচয় দেয়া হলো :
- বৌ-ছি : কয়েকজন মেয়ে একত্রে মিলে একজনকে বৌ বানায়ে এই খেলা খেলে। বৌ-কে ধরা বা ছোঁয়ার মধ্যে জয় পরাজয় হয়।
- গোল্লা ছুট : একে ছুট গোল্লা খেলাও বলা হয়। ছেলেরা দু’দলে ভাগ হয়। একদল লম্বাভাবে দাঁড়ায়ে বাঁধার দেয়াল তৈরী করে; অপর দল একটি কেন্দ্রে একজনকে বুড়ি বানায়ে অন্যরা দৌঁড়ে প্রতিপক্ষের দেয়াল পার হতে ধরে। এভাবে সুযোগমত বুড়ি দেয়াল পার হলে বিজয় হয়। আর বুড়িকে ছুঁতে পারলে পরাজয় হয়। একে বুড়ি খেলাও বলা হয়।
- গাদন: খেলোয়াড়ের সংখ্যা অনুযায়ী মাটিতে ঘর তৈরী করে এই খেলা হয়। একদল একটি ঘরে থাকে এবং অন্যদল প্রতিটি ঘরে বাঁধার দেয়াল তৈরী করে। দেয়াল পার হতে পারলে বিজয় হয়। আর প্রতিপক্ষ কাউকে ছুঁতে পারলে পরাজয় হয়।
- কড়ি খেলা : কড়ি বা পাটকাটি দিয়ে এই খেলা হয়। মোট ৪ জনে খেলতে হয়। ইহা প্রায় লুডু খেলার মত।
- খোলাপাট্টি : কতিপয় খোলা একটির উপর একটি দিয়ে সাঁজায়ে উঁচু করতে হয়। এর চতুর্দিকে প্রতিপক্ষ দাঁড়ায়ে থাকে। একজন একটি বল দিয়ে এই খোলাকে ঢিল দিয়ে ভাঙ্গাতে চেষ্টা করে। বলটি ধরে প্রতিপক্ষ নিজেদের মধ্যে লুকিয়ে ফেলে। এই বল দিয়ে ঢিল ছুঁড়া দলের কাউকে ঢিল দিতে পারলে বিজয় হয়।
- চ্যাংকুপ্যান্টি: বাঁশের কঞ্চি কেঁটে একটি বড় (যাকে প্যান্টি বলা হয় ) ও একটি ছোট (যাকে চ্যাংকু বলা হয়) করে খেলা হয়। একদল মাটিতে গর্ত খুঁড়ে তাতে চ্যাংকু রেখে প্যান্টি দিয়ে চ্যাংকুকে ডাঙ দিয়ে উড়ায়ে দেয়। ইহা প্রতিপক্ষের কঞ্চি বা ঝাড়ে লাগলে পরাজয়; আর না লাগলে চ্যাংকুটিকে গর্ত বরাবর ঢিল দেয়। প্যান্টির চেয়ে কম দূরত্বে চ্যাংকু পরলে সে খেলোয়াড় আউট হয়। আর প্যান্টি দিয়ে চ্যাংকুকে আঘাত করতে পারলে বা প্যান্টির মাপের চেয়ে বেশি দূরত্বে পরলে খেলা চলতে থাকে।
- হাতা-পাতা-হা-হা : দু’জন সামনা সামনি দাঁড়ায়ে হাত দিয়ে একে অপরকে আঘাত করতে থাকে আর বলে-হাতাপাতা হা-হা/কাক ডাকে কা-কা। আর অন্যান্যরা হাতের নিচ দিয়ে চলতে থাকে।
- ধাপরিবেছন : এই খেলাটি শিশুরা বিছানায় হাত রেখে খেলায়। আর বলে, ধাপরি বেছন ধাপরি বেছন/তার তলে নেওছা বেছন।
- চকচ্ছাল/পাইত: এই খেলা দু’টি মাটিতে দাগ দিয়ে নির্দিষ্ট সংখ্যক গুটি দিয়ে খেলে হয়।
- মারবেল খেলা: মাটিতে মারবেল ছুঁরে দিয়ে এই খেলা হয়।
- কয়া (আঁটি) খেলা : আমের কয়া দিয়ে মাটিতে গোল দাগ দিয়ে কয়া দিয়ে কয়াকে মেরে খেলা হয়।
- গোলা খেলা: মাটিতে ১২টি ছোট গর্ত খুঁড়ে তাতে নিম গাছের ফল দিয়ে খেলা হয়।
- বাক্বকরি খেলা : মাটিতে আড়াআড়ি দাগ টেনে খেলা হয়।
- ফুল খেলা : পাথরের টুকরা বা ইটের খোয়া দিয়ে মেয়েরা খেলে। খেলার সময় বলে-ফুল ফুল ফুলটি/একে দোলটি/সুরুশাম সুরুশাম সুরুশামটি/একে জোড় সুরুশামটি। একে তেলটি।
- হাড়ি খেলা : ছেলে-মেয়েরা পুকুরে ডুব দিয়ে এই খেলা খেলে।
- কিত্কিত্ খেলা : মেয়েরা মাটিতে আয়তাকারে কয়েকটি দাগ টেনে পা দিয়ে একটি ছোট খোলাকে আঘাত করে খেলে; আর বলে কিত্কিত্কিত্।
- পানপাতা খেলা : পান পাতার মত মাটিতে দাগ টেনে একটি ছোট খোলা দিয়ে খেলা হয়। আর বলতে থাকে পানপাতা হা হা।
- ধুলাপাট্টি খেলা : ধুলা দিয়ে একটি ছোট আইল তৈরী করে এর ভিতরে একটি ছোট্ট কুটা লুকিয়ে রেখে দু’হাত একত্র করে কুটাটিকে ধরার জন্য মাটিতে হাত রেখে খেলা হয়।
এমনিভাবে আরও কিছু খেলা দেখা যায় যেমন-হাড়িভাঙ্গা, আমশু-বাঘাশু, হাতেকোচে, রুমালখেলা, টিলা খেলা ইত্যাদি। এই সব আঞ্চলিক খেলা ছাড়াও ফুটবল, কাবাডি, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেট, ভলিবল, সাঁতার, দীর্ঘ জাম্প, হাই জাম্প, সুঁই-সুতা, বিস্কুট দৌঁড় ইত্যাদি খেলা প্রচলিত আছে।[৯]
লিটল ম্যাগাজিন ও সাহিত্যপত্রিকা
সম্পাদনা- রঙ্গপুর সাহিত্য পরিষৎ পত্রিকা
- শতরঞ্জি (ফোকলোর বিষয়ক লিটিলম্যাগ)
- কাঁচাকঞ্চি লিটিলম্যাগ
- নতুন সাহিত্য
- সবুজ বাংলা (২০০৬ সাল থেকে)
- বাংলার মুখ (২০১৫ সাল থেকে)
- ফিরেদেখা বাংলা সাহিত্যের কাগজ (২০ অক্টোবর ২০১৩)
- মননরেখা
- রংপুর সাহিত্যপত্র
- সূচনা সাহিত্যপত্র
- শব্দ
- অঞ্জলিকা সাহিত্যপত্র
- মৌচাক
- পেন্সিল
- দুয়ার
- রঙধনু
- ঐতিহ্য
- শিল্পাচল
- সূত্রপাত
- সাহিত্যমঞ্চ
- তারুণ্যের পদাবলি
- বিকাশন
পত্র-পত্রিকা
সম্পাদনা- দাবানল (১৯৮০)
- যুগের আলো (১৯৯২)
- পরিবেশ (১৯৯৪)
- দৈনিক মায়াবাজার, রংপুর (২০১০) ১০ অক্টোবর
- দৈনিক রংপুর (১৯৯৭)
- দৈনিক বায়ান্নর আলো
- দৈনিক আমাদের প্রতিদিন
- দৈনিক প্রতিদিনের বার্তা
- দৈনিক আখিরা
- দৈনিক সাইফ
- দৈনিক তিস্তা
অনলাইন পত্রিকা
সম্পাদনা- রংপুর ক্রাইম নিউজ (২০০৫)
- আরসিএন২৪বিডি ডটকম (২০০৭)
- রংপুরের খবর (২০০৫)
- দৈনিক রংপুরের কন্ঠ (২০১৫)
- দেশজামানা
- অটল (১৯৯১)
- রংপুর বার্তা (১৯৯৬)
- অবলুপ্ত: রঙ্গপুর বার্তাবহ (১৮৪৭)
- রঙ্গপুর দর্পণ (১৯০৭)
- রঙ্গপুর সাহিত্য পরিষদ পত্রিকা (১৯০৫)
- রঙ্গপুর দিক প্রকাশ (১৮৬১)
- উত্তর বাংলা (১৯৬০)
- প্রভাতী (১৯৫৫)
- সাপ্তাহিক রংপুর (১৯৯৬)
- বজ্রকণ্ঠ (পীরগঞ্জ)
চিত্তাকর্ষক স্থান
সম্পাদনা- কারমাইকেল কলেজ,
- তাজহাট রাজবাড়ী,
- মন্থনা জমিদার বাড়ি,
- ইটাকুমারী জমিদার বাড়ি,
- শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি,
- ভিন্ন জগৎ পার্ক,
- রংপুর চিড়িয়াখানা,
- পায়রাবন্দ,
- ঘাঘট প্রয়াস পার্ক,
- চিকলি বিল ও পার্ক,
- আনন্দনগর,
- দেবী চৌধুরাণীর পুকুর,
- তিস্তা সড়ক ও রেল সেতু,
- মহিপুর ঘাট,
- কেরামতিয়া মসজিদ ও শাহ কারামত আলী মাজার
- ফকিরবাড়ি, মিঠাপুকুর (ফকিরবিদ্রোহের মহানায়ক ফকির মজনু শাহ্-এর বংশধরদের ঐতিহ্যবাহী আবাসস্থল ও দেশের প্রথম পল্লী জাদুঘর)।
- শতাব্দী প্রাচীন কুতুব্বস চৌধুরী-বাড়ি জামে মসজিদ, দেবী চৌধুরাণী, পীরগাছা।
- মিঠাপুকুর শালবন
মিঠাপুকুর উপজেলার রানিপুকুর ও লতিবপুর ইউনিয়নের নিঝাল, ভিকনপুর, মামুদপুর তিন গ্রামের সীমানায় অবস্থিত মোঘল আমলের "নির্মিত তনকা মসজিদ"। একই উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকির মোঘল আমলের নির্মিত মসজিদ, সুড়ুং পথ, শালবনের ভিতরের মন্দির, সহ অনেক পুরাতন স্থাপনা আছে এই গ্রামে।
শিক্ষা
সম্পাদনাশিক্ষা ব্যবস্থার দিক থেকে রংপুর জেলা প্রাচীন কাল থেকেই বাংলাদেশের একটি অন্যতম জেলা। এখানে গড়ে উঠেছে অনেক প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই জেলায় ২৮২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৭২২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩৮টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৯৩টি বেসরকারী সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত বিদ্যালয় এবং ৩২০টি মাদ্রাসা। তার মধ্যে অনতম্য হল:
স্কুল
- রংপুর জিলা স্কুল
- বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ
- তাজহাট উচ্চ বিদ্যালয়,
- কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়,
- রংপুর উচ্চ বিদ্যালয়,
- নর্থ ব্রিজ স্কুল, রংপুর
- আদর্শ উচ্চ বিদ্যালয়, আদর্শপাড়া, রংপুর
- আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, রংপুর ,
- রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ,
- মরিয়ম নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়,
- কেরামতিয়া উচ্চ বিদ্যালয়
- ফকিরবাড়ি পাঠশালা, মিঠাপুকুর, রংপুর
- বাবু খাঁ উচ্চ বিদ্যালয়
- খটখটিয়া উচ্চ বিদ্যালয়
- মহাব্বত খাঁ উচ্চ বিদ্যালয়
- রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
- খাগড়াবন্দ আদর্শ বিদ্যা নিকেতন
- বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়, জুম্মাপাড়া রংপুর
- সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, গুপ্তপাড়া, রংপুর
- নগর মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, রংপুর
- আজিজনগর উচ্চ বিদ্যালয়, আলমনগর, রংপুর
- আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয়, রংপুর
স্কুল ও কলেজ
- বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ
- ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,
- পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর
- লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর,
- পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর,
- ডিভাইন স্কুল এন্ড কলেজ, রংপুর
- বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, রংপুর,
- বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ,
- কালেক্টরেট স্কুল এন্ড কলেজ,
- বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর,
- কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, রংপুর,
- সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, রংপুর
কলেজ
- বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ
- রংপুর ক্যাডেট কলেজ,
- কারমাইকেল কলেজ,
- রংপুর সরকারি কলেজ,
- সরকারি বেগম রোকেয়া কলেজ,
(নির্মাণাধিন)
চিকিৎসা সম্পর্কিত শিক্ষা প্রতিষ্ঠান
- রংপুর মেডিকেল কলেজ,
- রংপুর নার্সিং কলেজ ,
- বেগম রোকেয়া সরকারি মহিলা মেডিকেল কলেজ,
- প্রাইম মেডিকেল কলেজ, (প্রাইভেট)
বিশ্ববিদ্যালয়
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
- তিস্তা ইউনিভার্সিটি,রংপুর (প্রাইভেট)
মাদ্রাসা
চিকিৎসা সুবিধা
সম্পাদনারংপুর বিভাগ এর মধ্যে রয়েছে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটি একটি পূনাঙ্গ সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ, যা ১৯৬৯ সালে স্থাপিত হয়। এছাড়াও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে মা ও শিশু হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল ও রংপুর সদর হাসপাতাল যা কলেরা হাসপাতাল নামেও পরিচিত। বেসরকারি প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে ক্রিস্টিয়ান মিশনারি হাসপাতাল, রংপুর ডেন্টাল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, ডক্টরস ক্লিনিক এবং কিছু বেসরকারি মেডিকেল কলেজ।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- রাজা জানকীবল্লভ সেন,রাজা নীলকমল সেন ও রাণী শ্যামাসুন্দরী দেবীর পুত্র,রংপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান,শ্যামা সুন্দরী খাল এর উদ্যোক্তা।
- নূরলদীন বা নুরুল উদ্দীন (মৃত্যু- ১৫ ফেব্রুয়ারি ১৭৮৩) হলেন কৃষক বিদ্রোহের নেতা। তিনি ইংরেজ বেনিয়াদের নিষ্ঠুর শাসন ও তাদের সহযোগী দেবী সিংহ ও অন্যান্য জমিদারদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলে পরিচিতি পান।
- হেয়াত মামুদ, মধ্যযুগের কবি
- বেগম রোকেয়া, বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত
- দেবী চৌধুরানী
- দেবীপ্রসাদ রায়চৌধুরী, ভারতীয় ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিত কলা একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি
- খান বাহাদুর শাহ্ আব্দুর রউফ, সাহিত্যিক ও রাজনীতিবিদ
- মশিউর রহমান যাদু মিয়াঁ - সাবেক প্রধানমন্ত্রী
- আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি
- লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও ষষ্ঠ সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী
- এম এ ওয়াজেদ মিয়া, খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী
- মুহাম্মদ মুস্তাফিজুর রহমান –বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম।
- এ. টি. এম. আজহারুল ইসলাম- ইসলামি রাজনীতিবিদ।
- মোস্তাফিজার রহমান মোস্তফা, মাননীয় মেয়র, রংপুর সিটি কর্পোরেশন
- সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা
- মসিউর রহমান রাঙ্গা , জাতীয় পার্টির মহাসচিব
- টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রী
- মোহাম্মদ আমিন (রংপুরের রাজনীতিবিদ)
- কামাল উদ্দিন হায়দার
- রেজাউল আহসান:-সরকারি কর্মকর্তা।
- রহিম উদ্দিন ভরসা
- করিম উদ্দিন ভরসা
- আনিসুল হক চৌধুরী (রংপুরের রাজনীতিবিদ)
- এইচ এন আশিকুর রহমান , রাজনীতিবিদ ও সংসদ সদস্য
- আনিসুল হক, লেখক, নাট্যকার ও সাংবাদিক
- ড. রাশিদ আসকারী, বাংলা-ইংরেজি লেখক, প্রাবন্ধিক, কলামিস্ট, অনুবাদক, মিডিয়া ব্যাক্তিত্ব ও ১২তম উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
- নাসির হোসেন,বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার
- সানজিদা ইসলাম,বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য
- সাজিদুল ইসলাম :ক্রিকেটার
- রবীন্দ্রনাথ মৈত্র, বাঙালি সাহিত্যিক
- মাহবুব আলম, সাহিত্যিক
- রফিকুল হক, ছড়াকার, সাংবাদিক
- আকবর আলী, ক্রিকেটার
- শাহ আবদুর রউফ সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তি
- রওশন এরশাদ, সাবেক ফার্স্ট লেডি
- জি এম কাদের, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী
- মিসরাত জাহান মৌসুমী, বাংলাদেশী মহিলা ফুটবলার
- মঞ্জু সরকার,ছোটগল্পকার,সাহিত্যিক।
- মোহাম্মদ ইদ্রিস, বাংলাদেশী শিল্পী ও নকশাবিদ
- পাভেল রহমান, আলোক চিত্রে একুশে পদক প্রাপ্ত।
- মোনাজাতউদ্দিন, সাংবাদিকতায় একুশে পদক প্রাপ্ত।
- ময়েন উদ্দিন সরকার, রাজনীতিবিদ।
- মজিবর রহমান (ভাষা সৈনিক)।
- ড.নজরুল ইসলাম রসায়নবিদ ও শিক্ষাবিদ
-
রাজা জানকীবল্লভ সেন
-
বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন
-
মশিউর রহমান যাদু মিয়া
-
আবু সাদাত মোহাম্মদ সায়েম
-
প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মাদ এরশাদ
-
এম এ ওয়াজেদ মিয়া
-
আনিসুল হক
-
রফিকুল হক
-
রাশিদ আসকারী
-
সজীব আহমেদ ওয়াজেদ জয়
মুক্তিযুদ্ধে রংপুর
সম্পাদনা- রংপুর জেলার বধ্যভূমির তালিকা মুক্তি যুদ্ধর সময় রংপুর ৬ নং সেক্টর ছিল এখানকার সেক্টর আধিনায়ক ছিল উইং কমান্ডার এম খাদেমুল বাশার।এখানকার প্রথম শহিদ শংকু সমজদার।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (২৭ জুন ২০১৮)। "একনজরে রংপুর জেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৮।
- ↑ "জেলাগুলোর শ্রেণি হালনাগাদ করেছে সরকার"। বাংলানিউজ২৪। ১৭ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২০।
- ↑ খান, হোসেন এবং সুলতান ২০১৪, পৃ. ২৫।
- ↑ "রংপুর জেলা"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "রংপুর জেলা"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "রংপুরের লোকসংস্কৃতি : - Poriborton"। www.kholakagojbd.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৭।
- ↑ admin। ""রংপুরের লোকসাহিত্য ও সংস্কৃতি" একটি প্রশংসনীয় গবেষণাকর্ম"। উত্তর বাংলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৭।
- ↑ পরিষদ, সম্পাদনা (২০০০)। রংপুর জেলার ইতিহাস। রংপুর: রংপুর জেলা প্রশাসন। পৃষ্ঠা ৭১৪।
- ↑ আলম (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ। পৃষ্ঠা ১৩৮–১৪০। আইএসবিএন 9789848923450।
- ↑ ক খ "রংপুর জেলা, বাংলাপিডিয়া"। ১৭ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৪।
উৎস
সম্পাদনা- খান, শাসসুজ্জামান; হোসেন, মো. আলতাফ; সুলতান, আমিনুর রহমান, সম্পাদকগণ (২০১৪)। বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা রংপুর (প্রথম সংস্করণ)। বাংলা একাডেমি (প্রকাশিত হয় জুন ২০১৪)। আইএসবিএন 984-07-5118-2।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |