মাহিগঞ্জ কলেজ, রংপুর
মাহিগঞ্জ কলেজ রংপুর জেলার মাহিগঞ্জের একটি এমপিওভুক্ত বেসরকারি মহাবিদ্যালয়।[১][২][৩] ১৯৭০ সালের ১২ জুন এটি প্রতিষ্ঠা করা হয় । বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও ১১ টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদান প্রক্রিয়া অব্যাহত আছে। ২০২৪ সালের তথ্যানুযায়ী এখানে ২৮৩০ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।
ধরন | বেসরকারি (এমপিওভুক্ত) |
---|---|
স্থাপিত | ১২ জুন ১৯৭০ |
অধিভুক্তি | দিনাজপুর শিক্ষা বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয় |
ইআইআইএন | ১২৭৪৮২ |
অধ্যক্ষ | আকতারুজ্জামান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৯৩ |
শিক্ষার্থী | ২৮৩০ (২০২৪) |
স্নাতক | ২০৭১ |
অন্যান্য শিক্ষার্থী | ৭৫৯ |
ঠিকানা | মাহিগঞ্জ, ওয়ার্ড নং-২৯, রংপুর সিটি কর্পোরেশন , , ৫৪০৩ , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | শহুরে, ৩.০২ একর (১.২২ হেক্টর) |
ভাষা | বাংলা |
সংক্ষিপ্ত নাম | মাক (MC) |
ওয়েবসাইট | mcr |
ইতিহাস
সম্পাদনা১৯৭০ সালে ১২ জুন স্থানীয় বিদ্যা প্রিয় ব্যক্তিগণ কলেজটি স্থাপন করেন। উচ্চ মাধ্যমিক হিসাবে চালু হয়ে প্রতিষ্ঠানটিতে ডিগ্রী ও অনার্স কোর্স চালু হয়। এমপিও নম্বর ৯১০৪০৩৩২০১।[১][৪][৫] কলেজের মোট জমির পরিমাণ ৩.০২ একর। সুযোগ্য গভর্ণিং বডির পরিচালনায় একজন অধ্যক্ষের মাধ্যমে এ কলেজটি পরিচালিত হয়ে আসছে। সময়রেখা-[৬]
- ১৯৮৫ - উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদানের অনুমতি এবং এমপিওভুক্তকরণ।
- ১৯৯৫ - স্নাতক (পাশ) পাঠদানের অনুমতি এবং এমপিওভুক্তকরণ।
- ২০১৪ - স্নাতক (সম্মান) পাঠদানের অনুমতি।
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাবর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে, অনার্স (পাস) বা ডিগ্রী স্তরে ৪টি বিষয় এবং অনার্স সম্মান স্তরে ১১টি বিষয়ে শিক্ষা দান করা হয়।[৭][৮]
আসন
সম্পাদনাউচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ১৫০টি, মানবিক বিভাগে ২৭০টি ও বাণিজ্য বিভাগে ১৮০টি আসন রয়েছে।
পোশাক
সম্পাদনাছাত্র নীল প্যান্ট ও নেভি ব্লু শার্টি এবং ছাত্রী সাদা পায়জামা, কামিজ আকাশি রঙ এবং ওড়না সাদা। ছাত্র-ছাত্রীর আইডি কার্ড রাখা আবশ্যক।
উপলব্ধ কোর্স
সম্পাদনা- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- বানিজ্য
- ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিএসসি (পাস)
- বিবিএস (পাস)
- ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স
- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- রাষ্ট্রবিজ্ঞান
- অর্থনীতি
- অ্যাকাউন্টিং
- ব্যবস্থাপনা
- উদ্ভিদবিদ্যা
- গণিত
অবকাঠামো
সম্পাদনাকলেজে ২টি টিন শেড ভবন, ১টি পাঁচ তলা একাডেমিক ভবন, মসজিদ, লাইব্রেরী, বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব এবং খেলার মাঠ রয়েছে।
ফলাফল ও র্যাংকিং
সম্পাদনা২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ৪৫২৬ জন, পাস করেছে ৩৮১২ জন, ফেল করেছে ৭১৪ জন, এ+ পেয়েছে ১৩১ জন, শতকরা পাস করেছে ৮৪.২২%, শতকরা এ+ পেয়েছে ২.৮৯ %।[৯]
২০২৪ সহপাঠী কলেজ র্যাংকিং অনুযায়ী, কলেজটি জাতীয় পর্যায়ে ৯৯২ তম, দিনাজপুর বোর্ডে ৪৭ তম, রংপুর বিভাগে ৯৬ তম এবং রংপুর জেলায় ৩১ তম স্থানে রয়েছে।[৯]
চিত্রসম্ভার
সম্পাদনাআরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Mahigonj College, Rangpur" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০।
- ↑ "রংপুর জেলা"। www.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "MAHIGONJ COLLEGE RANGUUR details and contact information - RAAJRANI.COM"। www.raajrani.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০।
- ↑ "Mahigonj College Ranguur - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০।
- ↑ রহমান, মোনালিসা (২০১৩)। মাহিগঞ্জের কথা। রংপুর: লেখক সংসদ, রংপুর। পৃষ্ঠা ৩৬। আইএসবিএন 978-984-8923-46-7।
- ↑ সাধারণ তথ্য। "মাহিগঞ্জ কলেজ, রংপুর"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪।
- ↑ "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২৩।
- ↑ "অনার্স বিষয়সমূহ"। www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৮।
- ↑ ক খ ফলাফল ও র্যাংকিং বিশ্লেষন। "মাহিগজ্ঞ কলেজ, রংপুর"। সহপাঠী। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪।