মাহিগঞ্জ কলেজ, রংপুর

রংপুরের একটি বেসরকারি মহাবিদ্যালয়

মাহিগঞ্জ কলেজ রংপুর জেলার মাহিগঞ্জের একটি এমপিওভুক্ত বেসরকারি মহাবিদ্যালয়[][][] ১৯৭০ সালের ১২ জুন এটি প্রতিষ্ঠা করা হয় । বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও ১১ টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদান প্রক্রিয়া অব্যাহত আছে। ২০২৪ সালের তথ্যানুযায়ী এখানে ২৮৩০ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।

মাহিগঞ্জ কলেজ, রংপুর
ধরনবেসরকারি (এমপিওভুক্ত)
স্থাপিত১২ জুন ১৯৭০; ৫৪ বছর আগে (1970-06-12)
অধিভুক্তিদিনাজপুর শিক্ষা বোর্ড
জাতীয় বিশ্ববিদ্যালয়
ইআইআইএন১২৭৪৮২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষআকতারুজ্জামান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৯৩
শিক্ষার্থী২৮৩০ (২০২৪)
স্নাতক২০৭১
অন্যান্য শিক্ষার্থী
৭৫৯
ঠিকানা
মাহিগঞ্জ, ওয়ার্ড নং-২৯, রংপুর সিটি কর্পোরেশন
, ,
৫৪০৩
,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনশহুরে, ৩.০২ একর (১.২২ হেক্টর)
ভাষাবাংলা
সংক্ষিপ্ত নামমাক (MC)
ওয়েবসাইটmcr.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা
 
মাহিগঞ্জ কলেজের প্রধান প্রবেশপথ

১৯৭০ সালে ১২ জুন স্থানীয় বিদ্যা প্রিয় ব্যক্তিগণ কলেজটি স্থাপন করেন। উচ্চ মাধ্যমিক হিসাবে চালু হয়ে প্রতিষ্ঠানটিতে ডিগ্রী ও অনার্স কোর্স চালু হয়। এমপিও নম্বর ৯১০৪০৩৩২০১।[][][] কলেজের মোট জমির পরিমাণ ৩.০২ একর। সুযোগ্য গভর্ণিং বডির পরিচালনায় একজন অধ্যক্ষের মাধ্যমে এ কলেজটি পরিচালিত হয়ে আসছে। সময়রেখা-[]

  • ১৯৮৫ - উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদানের অনুমতি এবং এমপিওভুক্তকরণ।
  • ১৯৯৫ - স্নাতক (পাশ) পাঠদানের অনুমতি এবং এমপিওভুক্তকরণ।
  • ২০১৪ - স্নাতক (সম্মান) পাঠদানের অনুমতি।

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে, অনার্স (পাস) বা ডিগ্রী স্তরে ৪টি বিষয় এবং অনার্স সম্মান স্তরে ১১টি বিষয়ে শিক্ষা দান করা হয়।[][]

উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ১৫০টি, মানবিক বিভাগে ২৭০টি ও বাণিজ্য বিভাগে ১৮০টি আসন রয়েছে।

ছাত্র নীল প্যান্ট ও নেভি ব্লু শার্টি এবং ছাত্রী সাদা পায়জামা, কামিজ আকাশি রঙ এবং ওড়না সাদা। ছাত্র-ছাত্রীর আইডি কার্ড রাখা আবশ্যক।

উপলব্ধ কোর্স

সম্পাদনা
উচ্চ মাধ্যমিক
  • বিজ্ঞান
  • মানবিক
  • বানিজ্য
ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
  1. বিএ (পাস)
  2. বিএসএস (পাস)
  3. বিএসসি (পাস)
  4. বিবিএস (পাস)
ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স
  1. বাংলা
  2. ইংরেজি
  3. ইতিহাস
  4. ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
  5. দর্শন
  6. রাষ্ট্রবিজ্ঞান
  7. অর্থনীতি
  8. অ্যাকাউন্টিং
  9. ব্যবস্থাপনা
  10. উদ্ভিদবিদ্যা
  11. গণিত

অবকাঠামো

সম্পাদনা

কলেজে ২টি টিন শেড ভবন, ১টি পাঁচ তলা একাডেমিক ভবন, মসজিদ, লাইব্রেরী, বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব এবং খেলার মাঠ রয়েছে।

ফলাফল ও র‍্যাংকিং

সম্পাদনা

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ৪৫২৬ জন, পাস করেছে ৩৮১২ জন, ফেল করেছে ৭১৪ জন, এ+ পেয়েছে ১৩১ জন, শতকরা পাস করেছে ৮৪.২২%, শতকরা এ+ পেয়েছে ২.৮৯ %।[]

২০২৪ সহপাঠী কলেজ র‍্যাংকিং অনুযায়ী, কলেজটি জাতীয় পর্যায়ে ৯৯২ তম, দিনাজপুর বোর্ডে ৪৭ তম, রংপুর বিভাগে ৯৬ তম এবং রংপুর জেলায় ৩১ তম স্থানে রয়েছে।[]

চিত্রসম্ভার

সম্পাদনা
 
পশ্চিম দিকের একাদশ টিনশেড ভবন
 
পুব দিকের অনার্স ৫তলা ভবন
 
দক্ষিণ দিকের প্রশাসনিক ভবন

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Mahigonj College, Rangpur" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০ 
  2. "রংপুর জেলা"www.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "MAHIGONJ COLLEGE RANGUUR details and contact information - RAAJRANI.COM"www.raajrani.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০ 
  4. "Mahigonj College Ranguur - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০ 
  5. রহমান, মোনালিসা (২০১৩)। মাহিগঞ্জের কথা। রংপুর: লেখক সংসদ, রংপুর। পৃষ্ঠা ৩৬। আইএসবিএন 978-984-8923-46-7 
  6. সাধারণ তথ্য। "মাহিগঞ্জ কলেজ, রংপুর"বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪ 
  7. "National University :: College Details"www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২৩ 
  8. "অনার্স বিষয়সমূহ"www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৮ 
  9. ফলাফল ও র‍্যাংকিং বিশ্লেষন। "মাহিগজ্ঞ কলেজ, রংপুর"সহপাঠী। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা