মাহিগঞ্জ কলেজ, রংপুর

রংপুর জেলার মাহিগঞ্জের একটি বেসরকারি মহাবিদ্যালয়

মাহিগঞ্জ কলেজ রংপুর জেলার মাহিগঞ্জের একটি বেসরকারি মহাবিদ্যালয়[১][২][৩]

মাহিগঞ্জ কলেজ, রংপুর
পীরগাছা রোডের পাশে দক্ষিণমুখি মূলগেট
অবস্থান
তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি কলেজ
প্রতিষ্ঠাকাল১৯৭০
শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর জাতীয় বিশ্ববিদ্যালয়
বিদ্যালয় নম্বরইন্টার কোড-৩২০৮
অধ্যক্ষমো. আকতারুজ্জামান
কর্মকর্তা১৭৮ জন
শিক্ষকমণ্ডলী১৭৮
শ্রেণীএকাদশ, ডিগ্রী ও অনার্স
ভাষাবাংলা
ইআইআইএন১২৭৪৮২

ইতিহাস সম্পাদনা

স্থানীয় বিদ্যা প্রিয় ব্যক্তিগণ ১২ জুন ১৯৭০ সালে এ কলেজটি স্থাপন করেন। ইন্টারমেডিয়েট হিসাবে চালু হয়ে প্রতিষ্ঠানটিতে ডিগ্রী ও অনার্স কোর্স চালু হয়। এ কলেজটি প্রতিষ্ঠায় যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন মোখলেছুর রহমান, এ কে এম রফিকুল আলম, আবুল হোসেন প্রমুখ। কলেজটি এমপিওভুক্ত। এমপিও নম্বর ৯১০৪০৩৩২০১।[১][৪][৫]

প্রশাসনিক ইউনিট সম্পাদনা

সুযোগ্য গভর্ণিং বডির পরিচালনায় একজন অধ্যক্ষের মাধ্যমে এ কলেজটি পরিচালিত হয়ে আসছে।

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

বর্তমানে কলেজটিতে ইন্টার লেভেলে ২৬টি বিষয়, ডিগ্রী লেভেলে ১৯টি বিষয় এবং অনার্স লেভেলে ১১টি বিষয়ে ক্লাস চালু আছে।[১] কলেজটিতে ৩০০০+ ছাত্র-ছাত্রী আছে।

জমি সম্পাদনা

কলেজের মোট জমির পরিমাণ ৩.০২ একর।

ফলাফল সম্পাদনা

প্রতিবছর কৃতিত্বের সাথে অনেক ছাত্র-ছাত্রী পাশ করে। পাশের হার ৯০%।

পোশাক সম্পাদনা

ছাত্র নীল প্যান্ট ও নেভি ব্লু শার্টি এবং ছাত্রী সাদা পায়জামা, কামিজ আকাশি রঙ এবং ওড়না সাদা। ছাত্র-ছাত্রীর আইডি কার্ড রাখা আবশ্যক।

অন্যান্য সম্পাদনা

কলেজে রয়েছে ২টি টিন শেড এবং ১টি পাঁচ তলা একাডেমিক ভবন ও ১টি মসজিদ। রয়েছে বিশাল লাইব্রেরী, বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, বিশাল খেলার মাঠ।

গ্যালারী সম্পাদনা

 
পশ্চিম দিকের একাদশ টিনশেড ভবন
 
পুব দিকের অনার্স ৫তলা ভবন
 
দক্ষিণ দিকের প্রশাসনিক ভবন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mahigonj College, Rangpur" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০ 
  2. "রংপুর জেলা"www.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "MAHIGONJ COLLEGE RANGUUR details and contact information - RAAJRANI.COM"www.raajrani.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০ 
  4. "Mahigonj College Ranguur - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০ 
  5. রহমান, মোনালিসা (২০১৩)। মাহিগঞ্জের কথা। রংপুর: লেখক সংসদ, রংপুর। পৃষ্ঠা ৩৬। আইএসবিএন 978-984-8923-46-7