রংপুর সিটি কর্পোরেশন

রংপুর শহরের স্থানীয় সরকার সংস্থা

রংপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের রংপুরের স্থানীয় সরকার সংস্থা এবং দেশের দশম সিটি কর্পোরেশন। ২০১২ সালের ২০ ডিসেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিল, ২০০৯-এর মাধ্যমে প্রায় দেড়শ বছরের পুরনো রংপুর পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে রংপুর সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। এর আয়তন ২০৫.৭০ বর্গ কিলোমিটার[]

রংপুর সিটি কর্পোরেশন
প্রতীক বা লোগো
রংপুর সিটি কর্পোরেশনের সিলমোহর
ধরন
ধরন
মেয়াদসীমা৫ বছর
ইতিহাস
শুরু২৮ জুন ২০১২; ১২ বছর আগে (2012-06-28)
নতুন অধিবেশন শুরু৩১ জানুয়ারি ২০২২
নেতৃত্ব
রুহুল আমিন মিয়া
নির্বাচন
ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট ভোটদান
সর্বশেষ নির্বাচন
২০২২
পরবর্তী নির্বাচন
২০২৭
সভাস্থল
নগর ভবন, রংপুর
ওয়েবসাইট
rpcc.gov.bd

ইতিহাস

সম্পাদনা

১৮৬৯ খ্রিষ্টাব্দের ১ মে ৫০.৫৬ বর্গকিলোমিটারের রংপুর পৌরসভার গোড়াপত্তন হয়। প্রথম চেয়ারম্যান নিযুক্ত হন রংপুরের তৎকালীন কালেক্টর ই জি গ্লোজিয়ার। ১৮৮২ খ্রিষ্টাব্দে ডিমলার জমিদার রাজা জানকীবল্লভ সেন রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তাজহাটের জমিদার গোপাল লাল রায় ১৯১৪-১৯২৩ সালে রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এছাড়াও মৌলভী বদির উদ্দিন আহমেদ (১৯৪৯-১৯৫২), অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন খান (১৯৫৫-১৯৬০,১৯৭৪-১৯৭৭),অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল (১৯৭৭-১৯৮২,১৯৮৪-১৯৮৬,১৯৮৭-১৯৮৮), মুক্তিযোদ্ধা অপিল উদ্দিন আহমেদ (১৯৮৮-১৯৯১), সাবেক এমপি শরফুদ্দিন আহমেদ ঝন্টু (১৯৯৩-১৯৯৯), কাজী মো. জুননুন (১৯৯৯-২০০৪) পর্যায়ক্রমে একাধিকবার এ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সবশেষ পৌর চেয়ারম্যান ছিলেন একেএম আব্দুর রউফ মানিক (২০০৪-২০১২)। ২০১২ সালে শরফুদ্দিন আহমেদ ঝন্টু রংপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন এবং ২০১৭ সালে মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র নির্বাচিত হন।

 
রংপুর সিটি কর্পোরেশন

১৮৯২ সালে ডিমলার জমিদারের দানকৃত বাগানবাড়ির জমিতে গড়ে তোলা হয় রংপুর পৌর ভবন। ১৯৮৬ সালে রংপুর পৌরসভাকে 'ক' শ্রেণীতে উন্নীত করা হয়। এ পৌরসভাকে তখন ৫০ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে সম্প্রসারিত করা হয়েছিল।২০১২ সালের ২৮ জুন স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিল, ২০০৯-এর মাধ্যমে রংপুর পৌরসভাকে রংপুর সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। একই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

রংপুর সিটি কর্পোরেশনের ৪ লেনের রাস্তার কাজ হয় রংপুরের প্রবেশদ্বার মডার্নমোড় থেকে মেডিকেল মোড় পর্যন্ত মহাসড়ক এবং সাথে সাথে মেইন শহরের রাস্তাকেও ৪ লেনে উন্নীত করেন মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টু

প্রশাসন

সম্পাদনা

রংপুর সিটি করপোরেশনের আয়তন ২০৫.৭০ বর্গকিলোমিটার। এই আয়তনের মধ্যে রংপুর সদরের ১০টি, কাউনিয়া সারাই ও পীরগাছার কল্যাণীসহ ১২টি ইউনিয়ন মিলে ১১২টি মৌজাকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৭টি ইউনিয়ন পূর্ণাঙ্গ ও ৫টি আংশিক রয়েছে। তবে সেনানিবাসকে সিটি করপোরেশনের আওতার বাইরে রাখা হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশন সরকার শহরের মৌলিক অবকাঠামো পরিচালনা ও প্রদানের জন্য দায়ী।
বিভাগসমূহ সেবা
বিদ্যুৎ রাস্তার আলো এবং রাস্তার বাতি রক্ষণাবেক্ষণ।
ইঞ্জিনিয়ারিং রাস্তা, ড্রেন, খাল, ব্রিজ, কালভার্ট ও ফুটপাথ ইত্যাদির উন্নয়ন ও সংস্কার।
গ্যাস, পানির লাইন বসানোর জন্য রাস্তা কাটার অনুমতি প্রদান।
বিল্ডিং ডিজাইন অনুমোদন, ঠিকাদার নিবন্ধন, ঠিকাদার পুনর্নবীকরণ, জমি সীমানা শংসাপত্র।
পরিবহন জরুরী পরিবহন এবং মৃতদেহ সংরক্ষণ।
বাস টার্মিনাল এবং গাড়ি পার্কিং নির্মাণ ও মনিটরিং।
রোড রোলার ভাড়া, অসুস্থ রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা।
বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিষ্কার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং রাস্তা পরিষ্কার।
ড্রেন পরিষ্কার করা এবং জলাবদ্ধতা দূর করা।
মশা নির্মূল।
স্বাস্থ্য মাতৃসদন হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল দাতব্য হাসপাতাল এবং হোমিও দাতব্য হাসপাতালের ব্যবস্থাপনা
ইপিআই কর্মসূচির অধীনে মা ও শিশুদের টিকাদান, কৃমিনাশক এবং ভিটামিন A+ ক্যাম্পেইন পরিচালনা।
মিডওয়াইফারি ইনস্টিটিউট এবং স্বাস্থ্য প্রযুক্তি ব্যবস্থাপনায় ডিপ্লোমা।
রেজিস্ট্রার জন্ম/মৃত্যু নিবন্ধন এবং সার্টিফিকেট প্রদান।
জাতীয়তা, উত্তরাধিকার এবং চারিত্রিক সনদ প্রদান।
শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ফুরকানিয়া মাদ্রাসা, সংস্কৃত টোল এবং কিন্ডারগার্টেন পরিচালনা করা।
কম্পিউটার ইনস্টিটিউট এবং কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা।
বয়স্ক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনা।
সাংস্কৃতিক কর্মকান্ডে সুস্থ বিকাশের জন্য থিয়েটার ইনস্টিটিউট পরিচালনা করা।
[জল সরবরাহ ও পয়ঃনিষ্কাশন পানি পরিশোধন ও সরবরাহ করা এবং দূষিত পানি ও পয়ঃনিষ্কাশন প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করা।
রাজস্ব ট্রেড লাইসেন্সের নতুন ইস্যু/নবায়ন, নাম পরিবর্তন এবং মালিকানা পরিবর্তন।
হোল্ডিং নম্বর জারি, নম্বর পরিবর্তন, হোল্ডিং ট্যাক্স সংগ্রহ এবং ট্যাক্স কমানো, হোল্ডিং নাম বাতিল করা ইত্যাদি।
কর্পোরেশনের মালিকানাধীন দোকান বরাদ্দ, দোকান স্থানান্তর, বাজারের দোকান বরাদ্দ, ঝুপড়ি ইজারা, কর্পোরেশনের স্থায়ী সম্পদ রক্ষণাবেক্ষণ।
ম্যাজিস্ট্রেসি সালিশি এবং আপিল আদালতের কার্যক্রমের মাধ্যমে মামলা নিষ্পত্তি।
ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে ভ্রাম্যমাণ আদালত।
হাউজিং এবং পাবলিক ওয়ার্কস শহরের আবাসন সংকট সমাধানের জন্য আবাসিক প্লট এবং ফ্ল্যাট বিতরণ।
সমাজ কল্যাণ জাতীয় দিবস উদযাপন, বার্ষিক অনুদান।
শিশুদের বিনোদনের সুবিধা বাড়াতে শিশু পার্ক নির্মাণ।

মেয়রদের তালিকা

সম্পাদনা
  ভারপ্রাপ্ত মেয়র বা প্রশাসক
No. প্রতিকৃতি নাম
(জন্ম-মৃত্যু)
নির্বাচন 'দপ্তরের মেয়াদ' 'রাজনৈতিক
পার্টি'
রেফারেন্স
'অফিস নিয়েছে' 'অফিস ছেড়েছি' 'অফিসে সময়'
1 শরফুদ্দিন আহমেদ ঝন্টু
(১৯৫২-২০১৮)
২০১২ ২৮ জুন ২০১২ ২০ ডিসেম্বর ২০১৭ ৫ বছর, ১৪৫ দিন বাংলাদেশ আওয়ামী লীগ [][]
2 মোস্তাফিজার রহমান মোস্তফা ২০১৭
২০২২
২১ ডিসেম্বর ২০১৭ ১৯ আগস্ট ২০২৪ ৬ বছর, ২৭২ দিন জাতীয় পার্টি (এরশাদ) [][]
মোঃ জাকির হোসেন
(প্রশাসক)
- 19 আগস্ট 2024 দায়িত্বশীল ১৫৩ দিন স্বতন্ত্র

নির্বাচন

সম্পাদনা

নির্বাচন ফলাফল ২০২২

সম্পাদনা
রংপুর সিটি মেয়র নির্বাচন ২০২২
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি মোস্তাফিজার রহমান মোস্তফা ১,৪৬,৭৯৮ ৫২.৪৪% N/A
ইসলামী আন্দোলন মোঃ আমিনুরজ্জামান হোসেন ৪৯,৮৯২ ১৭.৮২% N/A
স্বতন্ত্র লতিফুর রহমান ৩৩,৮৮৩ ১২.১০% N/A
আওয়ামী লীগ হোসনে আরা লুতফা ডালিয়া ২২,৩০৯ ৭.৯৭% N/A
সংখ্যাগরিষ্ঠতা ৯৬,৯০৬
ভোটার উপস্থিতি ২,৫২,৮৮২ ৬৫.৮৮% (৮.৪২pp)
নিবন্ধিত ভোটার ৪,২৬,৪৬৯
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

ওয়ার্ডসমূহ

সম্পাদনা
 
রংপুর সিটি কর্পোরেশন এর ওয়ার্ডসমূহ

সিটি করপোরেশনের ওয়ার্ড সংখ্যা ৩৩টি, সেগুলি হলো:

  • বুড়িরহাট
  • চাব্বিশ হাজারী
  • পানাডার দীঘি
  • উত্তম
  • হাজির হাট
  • সিও বাজার
  • ধাপ
  • কেল্লাবন্দ
  • রাধাবল্লব
  • শিমুলবাগ-সাগরপাড়া
  • কেরানিপাড়া
  • মুন্সীপাড়া
  • লালকুঠি লেন
  • খলিফাপাড়া
  • জুম্মাপাড়া
  • জাহাজ কোম্পানি
  • নবাবগঞ্জ
  • বেতপট্টি-তালতলা
  • কোটকিপাড়া
  • পর্যটন পাড়া
  • মর্ডান
  • আশরতপুর
  • আলমনগর
  • রবার্টসনগঞ্জ
  • দর্শনা
  • লালবাগ
  • খামারপাড়া
  • ইসলামপুর
  • পীরজাবাদ
  • পার্বতীপুর
  • মাহিগঞ্জ
  • তাজহাট
  • গণেশপুর
  • বাবু খাঁ
  • ডিসি মোড়
  • আদর্শপাড়া
  • মিস্ত্রি পাড়া

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. https://rpcc.portal.gov.bd/site/page/0046cdb2-b2a0-499e-b4cf-1c1c0e89a49d
  2. টেমপ্লেট:সাইট নিউজ
  3. "JP দুর্গে বড় জয়ী"The Daily Star (ইংরেজি ভাষায়)। 2017 -12-22। সংগ্রহের তারিখ 2020-03-02  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. "রংপুর সিটি নির্বাচনে জেপি মোস্তফা জয়ী"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-২১। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১২ 
  5. net/article/190133/jps-মোস্তাফিজুর-রংপুর-মেয়র-নির্বাচনে-পুনঃনির্বাচিত "জেপির মোস্তাফিজুর রংপুরের মেয়র নির্বাচনে পুনঃনির্বাচিত" |url= এর মান পরীক্ষা করুন (সাহায্য)New Age (Bangladesh) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা