রংপুর উচ্চ বিদ্যালয়
রংপুর উচ্চ বিদ্যালয় বাংলাদেশের রংপুরের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টি ব্রিটিশ শাসনের সময় প্রতিষ্ঠিত হিসাবে পরিচিত।[১]
রংপুর উচ্চ বিদ্যালয়, রংপুর | |
---|---|
ঠিকানা | |
সিটি বাজার, রংপুর স্টেশন রোড পাবলিক লাইব্রেরীর পূর্ব পাশে। ৫৪০০ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক |
প্রতিষ্ঠাকাল | ১৯১৫ খৃ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
সেশন | জানুয়ারি- ডিসেম্বর |
ইআইআইএন | ১২৭৩৬৬ |
প্রধান শিক্ষক | আবুল মুনয আজাদ |
শ্রেণি | ষষ্ট-দশম |
Years offered | জানুয়ারী-ডিসেম্বর |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসসমূহ | ১টি |
আয়তন | ৮৩ শতক |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট ইত্যাদি |
ইতিহাস
সম্পাদনাস্কুলটি ১৯১৫ সালে প্রতিষ্টিত হয়। তৎকালিন জমিদার স্কুলের পাশাপাশি সাধারণ ঘরের ছাত্রদের শিক্ষার চাহিদা মেটানোর জন্য এ স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ৭-১-১৯৬১ সালে রেজি ভুক্ত হয়। এমপিও কোড-৯১০৪০১১৩০৫।[২]
অবস্থান
সম্পাদনারংপুর শহরের প্রাণ কেন্দ্রে সিটি বাজারের পশ্চিম পাশে ২৩ নং ওয়ার্ডে সদর হাসপাতাল মৌজায় অবস্থিত।[৩][৪]
অবকাঠামো
সম্পাদনাসুপরিসর মাঠ, পুকুর, ২ তলা ভবন ২ টি, ১ তলা ভবন ১টি, সমৃদ্ধ পাঠাগার, সুপরিসর কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার আছে। রয়েছে প্রধান শিক্ষকের কার্যালয়, সুসজ্জিত শিক্ষক বিশ্রমাগার। জাতীয় চেতনার বিকাশে আছে শহীদ মিনার।[৫]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাএ বিদ্যালয়টিতে ষষ্ট থেকে দশম শ্রেনি পর্যন্ত কার্যক্রম চালু আছে। নবম-দশম শ্রেনিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় পাঠদান করা হয়।[২]
অর্জন
সম্পাদনাবিভিন্ন সময়ে চিত্রাঙ্কন, বিতর্ক, আবৃত্তি, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য আছে। বিদ্যালয়টিতে জেএসসিতে প্রায় ৭৪% এসএসসিতে প্রায় ৮৩% পাশ করে।[২]
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
সম্পাদনা- আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি ।[৬]
- মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির মহাসচিব ।[৭]
- মুহাম্মদ মুস্তাফিজুর রহমান –বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রংপুর জেলা"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১। - ↑ ক খ গ "Rangpur High School Rangpur - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১।
- ↑ "Rangpur High School Rangpur ( EIIN 127366 ) - Eduportalbd.com"। locator.eduportalbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১।
- ↑ "Rangpur High School, Rangpur (+880 1558-388637)"। vymaps.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১।
- ↑ "Rangpur High School,Rangpur, Rangpur Sadar, Rangpur (2021)"। www.findglocal.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১।
- ↑ "Rangpur High School,Rangpur, Rangpur Sadar, Rangpur (2021)"। www.findglocal.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১।
- ↑ admin। "শতবর্ষে মাতলো 'রংপুর হাই স্কুল'"। উত্তর বাংলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১।
- ↑ admin। "শতবর্ষে মাতলো 'রংপুর হাই স্কুল'"। উত্তর বাংলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০১।