নজরুল ইসলাম (রসায়নবিদ)

বাংলাদেশী রসায়নবিদ

নজরুল ইসলাম একজন বাংলাদেশী রসায়নবিদ ও শিক্ষাবিদ ছিলেন। তিনি ৮ ডিসেম্বর ২০১৯ থেকে আমৃত্যু মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[]

অধ্যাপক ড.
নজরুল ইসলাম
উপাচার্য
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
কাজের মেয়াদ
৮ ডিসেম্বর ২০১৯ – ২৪ অক্টোবর ২০২৩
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৫৩
মৃত্যুঅক্টোবর ২৪, ২০২৩(২০২৩-১০-২৪)
দর্শনা সূত্রাপুর, রংপুর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
সন্তান১ ছেলে, ২ মেয়ে
প্রাক্তন শিক্ষার্থীদিল্লি বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

শিক্ষাজীবন

সম্পাদনা

তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির সিনেট সদস্য, প্রক্টর, বিভাগীয় প্রধান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন।

এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, রসায়ন বিভাগের সভাপতি এবং উপাচার্যের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

নজরুল ইসলাম ২০১৯ সালর ৮ ডিসেম্বর পরবর্তী চার বছরের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেন।[][]

গবেষণাকর্ম ও প্রকাশনা

সম্পাদনা

নজরুল ইসলামের উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন।

তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে,[]

  • মৌলিক জৈব রসায়ন
  • মৌলিক অজৈব রসায়ন
  • রাসায়নিক গতিবিদ্যা ও আলোক রসায়ন

মৃত্যু

সম্পাদনা

নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২৩ সালের ২৪ অক্টোবর রংপুরের দর্শনা সূত্রাপুরে নিজ বাসায় ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মানারাত বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক নজরুল ইসলাম"দৈনিক শিক্ষা। ৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১ 
  2. "মানারাত ভার্সিটির ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম"নয়াদিগন্ত। ৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১ 
  3. "ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম"মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ১১ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১ 
  4. "মানারাত ইন্টারন্যাশনাল ইউনভিার্সিটির ভিসি প্রফেসর ড. মো. নজরুল ইসলামের ইন্তেকাল"মানবজমিন। ২৪ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩