রংপুর ক্যাডেট কলেজ
বাংলাদেশের একটি মিলিটারি উচ্চ বিদ্যালয়
রংপুর ক্যাডেট কলেজ, বাংলাদেশের রংপুর জেলায় অবস্থিত একটি সামরিক উচ্চ বিদ্যালয়। রংপুর ক্যাডেট কলেজকে সংক্ষেপে সি.সি.আর বলা হয়ে থাকে। এখানে ৭ম থেকে ১২ম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডে প্রায় ৩০০ জন ক্যাডেট থাকে। [১]
রংপুর ক্যাডেট কলেজ | |
---|---|
![]() রংপুর ক্যাডেট কলেজ এর মনোগ্রাম | |
অবস্থান | |
![]() | |
স্থানাঙ্ক | ২৫°৪২′৪৩″ উত্তর ৮৯°১৫′৩২″ পূর্ব / ২৫.৭১২° উত্তর ৮৯.২৫৯° পূর্ব |
তথ্য | |
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৯ |
কার্যক্রম শুরু | ১৯৭৯ |
বিদ্যালয় কোড | ১২৭৪৮৩ |
আয়তন | ৩৭ একর (১,৫০,০০০ মি২) |
রঙ | কমলা |
বিশেষণ | রংপুরিয়ান |
ইতিহাসসম্পাদনা
পূর্বস্থিত রংপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে ১৯৭৯ সালে [২] তা রংপুর ক্যাডেট কলেজরূপে আত্মপ্রকাশ করে। এসময় পার্শ্বস্থ রংপুর কারমাইকেল কলেজ হতে কিছু জমি অধিগ্রহণ করা হয়। এ বছরই এর শিক্ষা কার্য্যক্রম শুরু হয়। কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন কমান্ডার হাবিবুর রহমান।
অবস্থানসম্পাদনা
রংপুর শহর হতে ৫ কিলোমিটার দূরে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে।
কাঠামোসম্পাদনা
সমগ্র ব্যবস্থাটি পরিপূর্ণরূপে পরিকল্পিত, ক্যাডেট কলেজ হিসেবে যা সকল চাহিদা পূরণে সক্ষম। কলেজের আয়তন অনুযায়ী পুরো ব্যবস্থাটি গড়ে উঠেছে। ক্যাম্পাসের প্রধান অংশগুলো হল:
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Galib of Rangpur Cadet College adjudged best debater"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৬-০২। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১০।
- ↑ http://hscict.com.bd/rangpur-cadet-collage/