আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, রংপুর
আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, রংপুর বাংলাদেশের রংপুরের মাহিগঞ্জের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টি ব্রিটিশ শাসনের সময় প্রতিষ্ঠিত হিসাবে পরিচিত।[২][৩][৪]
আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, রংপুর | |
---|---|
![]() স্কুলের দক্ষিণমুখি মুল গেট | |
ঠিকানা | |
মাহিগঞ্জ, রংপুর মাহিগঞ্জ সাতমাথা থেকে ৫০০গজ দক্ষিণে ৫৪০০ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক |
নীতিবাক্য | শিক্ষাই আলো |
প্রতিষ্ঠাকাল | ১৯০৮ খৃ |
প্রতিষ্ঠাতা | আফান উল্লাহ কবিরাজ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
সেশন | জানুয়ারি- ডিসেম্বর |
ইআইআইএন | ১২৭৩৬৫ |
প্রধান শিক্ষক | মোফাজ্জল হোসেন |
কর্মকর্তা | ৫ |
শিক্ষকমণ্ডলী | ২৬ |
শ্রেণি | ষষ্ট-দশম |
Years offered | জানুয়ারী-ডিসেম্বর |
লিঙ্গ | সহশিক্ষা |
শিক্ষার্থী সংখ্যা | ১৩০০+ |
ভাষা | বাংলা |
বিদ্যালয়ের কার্যসময় | সকাল ১০টা থেকে বিকাল ৪টা |
শ্রেণিকক্ষ | ২৫+ |
ক্যাম্পাসসমূহ | ১টি |
শিক্ষায়তন | আয়তাক্ষেত্র |
আয়তন | ২৭৫ শতক[১] |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
রং | হলুদ ও নেভিব্লু |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট ইত্যাদি |
ওয়েবসাইট | afanullahhs |
ইতিহাস
সম্পাদনাস্কুলটি ১৯০৮ সালে প্রতিষ্টিত হয়। তৎকালিন মাহিগঞ্জের আফান উল্লাহ কবিরাজের উদ্দোগে এবং তার দানকৃত জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সাধারণ ঘরের ছাত্রদের শিক্ষার চাহিদা মেটানোর জন্য এ স্কুলটি প্রতিষ্ঠিত হয়।[৫] [৬]
অবস্থান
সম্পাদনারংপুর শহরের পূর্বে মাহিগঞ্জ সাতমাথা তথা ২৯ নং ওয়ার্ডে মাহিগঞ্জ মৌজায় অবস্থিত।[৪] স্কুলটির পাশে রয়েছে সাধক জালালুদ্দীন জাহাগাশত বুখারীর (র) এর মাজার।[৭]
অবকাঠামো
সম্পাদনাবিদ্যালয়টিতে রয়েছে সুপরিসর মাঠ, পুকুর, ব্রিটিশ স্থাপত্য কলায় নির্মিত ২ তলা ভবন, ৩ তলা ভবন ১টি, টিন শেড বিল্ডিং, সমৃদ্ধ পাঠাগার, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার। রয়েছে প্রধান শিক্ষকের কার্যালয়, সুসজ্জিত শিক্ষক বিশ্রামাগার। জাতীয় চেতনার বিকাশে আছে শহীদ মিনার।[৮][৯]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাএ বিদ্যালয়টিতে ষষ্ট থেকে দশম শ্রেনি পর্যন্ত কার্যক্রম চালু আছে। নবম-দশম শ্রেনিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় পাঠদান করা হয়।[৪] তথ্য প্রযুক্তির বর্তমান এ যুগে তথ্যের অবাধ প্রবাহ, তৎসঙ্গে তথ্যের নির্ভূল ও নিশ্চিত প্রাপ্তির লক্ষে বিদ্যালয়ের যাবতীয় তথ্য, ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য, ফলাফল, অবকাঠামোগত অবস্থাসহ সার্বিক তথ্য এবং এতদসঙ্গে শিক্ষার্থী, অভিভাবক মহল, সুধীমহলসহ সবাই বিদ্যালয় সম্পর্কে সুচিন্তিত মতামত প্রদান করা এবং বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরো গতিশীল ও যুগোপযোগী করতে ওয়েব সাইট ব্যবহার করা হয়।[১০]
অর্জন
সম্পাদনাবিভিন্ন সময়ে চিত্রাঙ্কন, বিতর্ক, আবৃত্তি, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য আছে। বিদ্যালয়টিতে জেএসসিতে প্রায় ৮৮% এসএসসিতে প্রায় ৮৯% পাশ করে।[৪]
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
সম্পাদনাগ্যালারী
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আফান উল্লাহ উচ্চ বিদ্যালয় রংপুর - Afan Ullah High School Rangpur"। The Rangpur (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-১৪। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬।
- ↑ "রংপুর জেলা"। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Afan Ullah High School Mahigonj Rangpur ( EIIN 127365 ) - Eduportalbd.com"। locator.eduportalbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬।
- ↑ ক খ গ ঘ "Afan Ullah High School Mahigonj Rangpur - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬।
- ↑ পরিষদ, সম্পাদনা (২০০০)। রংপুর জেলার ইতিহাস। রংপুর: রংপুর জেলা প্রশাসন। পৃষ্ঠা ৪৯৫।
- ↑ "Afan Ullah High School Mahigonj Rangpur - Honours Admission"। www.honoursadmission.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬।
- ↑ "Afan Ullah High School Mahigonj Rangpur ( EIIN 127365 ) - Eduportalbd.com"। locator.eduportalbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬।
- ↑ "আফান উল্লাহ উচ্চ বিদ্যালয় রংপুর - Google Search"। www.google.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬।
- ↑ "আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, Rangpur, Rangpur Division"। maps123.net। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬।
- ↑ "Afanullah High School"। afanullahhs.edu.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬।