উইকিপিডিয়া:আজাকি সংগ্রহশালা ৩
এটি উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি বিভাগে প্রদর্শিত ভুক্তিসমূহের একটি সংগ্রহশালা। তারিখ অনুসারে ভুক্তিগুলো নির্দিষ্ট মাসের পাতায় যুক্ত করুন।
২০২৫ | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০২৪ | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | নাই | নাই | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০২৩ | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০২২ | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০২১ | জানুয়ারি | ফেব্রুয়ারি | নাই | নাই | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০২০ | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | সেপ্টেম্বর | নাই | নাই | ডিসেম্বর |
২০১৯ | জানুয়ারি | নাই | নাই | এপ্রিল | নাই | নাই | নাই | নাই | নাই | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০১৮ | জানুয়ারি | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই |
২০০৭-২০১৭ (অপরিবর্তিত ৬৫টি বাক্স): সংগ্রহশালা ১ || সংগ্রহশালা ২ || সংগ্রহশালা ৩ || সংগ্রহশালা ৪
এপ্রিল ১৭, ২০১০
সম্পাদনা- ...২০০৭ সালের ফোর্বস ম্যাগাজিনের জরিপ অনুসারে ব্রাজিলীয় সুপারমডেল জিযেলি বিন্ডচিন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত মডেল?
- ...মাত্র ৭ বছর বয়সে, সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে ডাকোটা ফ্যানিং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন?
- ...প্রাচীনকালে জাপানে কনডম তৈরি হতো কচ্ছপের খোলস বা জন্তুর শিং দিয়ে?
- ...১৭৫৬ সালে সিরাজদ্দৌলা কলকাতা আক্রমণের সময় কলকাতার বাঙালি-অধ্যুষিত সুতানুটি অঞ্চলের কোনো ক্ষতিসাধন করেননি?
- ...২০০৯ সালে প্রায় ৫৬০ কোটি ডলার আয়করা ভিক্টোরিয়া’স সিক্রেট উত্তর আমেরিকার সর্ববৃহৎ ল্যানজারি নির্মাতা প্রতিষ্ঠান?
- ...প্রাচীন মহাকাব্য, মূর্তিতত্ত্ব, মন্দির, উৎসব ইত্যাদির তথ্যপ্রমাণ থেকে জানা যায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে নৃসিংহের পূজা প্রচলিত রয়েছে?
এপ্রিল ১০, ২০১০
সম্পাদনা- ...জেনারেল অ্যান ই. ডানউডি মার্কিন সামরিক বাহিনীর চার তারকা পদমর্যাদা বিশিষ্ট প্রথম নারী সামরিক কর্মকর্তা?
- ...প্রায় ৭২,০০০ বছর আগে মানব সমাজে নগ্নতা নিবারণের জন্য পোষাকের ব্যবহার শুরু হয়?
- ...এয়ার ফোর্স ওয়ান বিশ্বের অন্যতম বিখ্যাত এবং সবচেয়ে বেশি ছবিধারণকৃত বিমান?
- ...প্রায় দুই বছর লুকিয়ে থাকার পর ১৯৪৪ সালের ৪ আগস্ট অ্যানা ফ্র্যাংক তাঁর পরিবারসহ জার্মান নিরাপত্তারক্ষীদের কাছে ধরা পড়েন, যদিও কে তাঁদের লুকানো বাসগৃহের কথা ফাঁস করেছিলো তা এখনো নিশ্চিত করে জানা যায়নি?
- ...বিলুপ্ত আর্জেন্টাভিস ম্যাগনিফিসেন্স এখন পর্যন্ত আবিস্কৃত সর্ববৃহৎ উড়নক্ষম পাখি?
- ...প্রাণীদের সংঘাতময় পরিবেশে ঠেলে দেবার অভিযোগে পেটা স্টিভ আরউইনের মতো প্রখ্যাত বণ্যপ্রাণী সংরক্ষণকারীদেরও সমালোচনা করে আসছে?
এপ্রিল ৩, ২০১০
সম্পাদনা- ...বিশ্বখ্যাত কোমল পানীয় কোকা-কোলার প্রথম বিক্রিটি হয় ৮ মে, ১৮৮৬ সালে, জর্জিয়ার জ্যাকব’স ফার্মাসিতে?
- ...গড়ে পৃথিবীতে ৩,০০০ প্রজাতির সাপ পাওয়া যায়, যেখানে মাত্র ১৫% সাপের দংশন মানুষের জন্য বিপজ্জনক?
- ... কলকাতার কুমারটুলি অঞ্চলে নির্মিত দুর্গাপ্রতিমা প্রতি বছর বিশ্বের প্রায় ৯৩টি রাষ্ট্রে সরবরাহ করা হয়?
- ...১৮৬৭ সালে স্বাক্ষরিত আলাস্কা ক্রয় চুক্তির মাধ্যমে তৎকালীন রুশ সাম্রাজ্য মাত্র ৭২ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়?
- ...১৮৩৫ সালে অভিনীত প্রথম বাংলা নাট্যপ্রযোজনা বিদ্যাসুন্দর, নবীনচন্দ্র বসু কর্তৃক কলকাতার শ্যামবাজার অঞ্চলের একটি ঘরোয়া নাট্যশালায় মঞ্চায়িত হয়েছিল?
মার্চ ২৭, ২০১০
সম্পাদনা- ...আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল ইবন মুবারক আকবরেরই পুত্র শাহজাদা সেলিমের ষড়যন্ত্রে নিহত হয়েছিলেন?
- ...৫২৫ পুত্র ও ৩৪২ কন্যা সন্তানের পিতা মরক্কোর সাবেক সুলতান ইসমাইল ইবনে শরীফ এখন পর্যন্ত বিশ্বের সর্বাধিক সংখ্যক সন্তানের পিতা?
- ...মধ্যযুগের ইউরোপীয় কামান সদৃশ বন্দুক একটি কার্টুওয়েকে টেনে নিয়ে যেতে ২০টি ঘোড়ার প্রয়োজন হতো?
- ...মানুষের লৈঙ্গিক পার্থক্য বিষয়ক গবেষণায় দেখা গেছে যে, প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ যথাক্রমে প্রায় ৫২ ও ৪৬ লক্ষ?
- ...মহাভারতের বনপর্বে ‘রামোপাখ্যান’ নামে যে অধ্যায়টি সংযোজিত হয়েছে, তা আসলে রামায়ণের একটি সারাংশ?
- ...বর্তমান বিশ্বে এখনো প্রায় ২ কোটি ৭০ লক্ষ মানুষ দাসত্বের বেড়াজালে বন্দী?
মার্চ ২০, ২০১০
সম্পাদনা- ...আয়ারল্যান্ডীয় কবি উইলিয়াম বাটলার ইয়েটস সেই গুটিকয়েক সাহিত্যিকদের একজন, যাঁদের সর্বোৎকৃষ্ট কাজগুলো সৃষ্টি হয়েছে নোবেল পুরস্কার জয়ের পর?
- ...পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান-এর নায়ক জ্যাক স্প্যারোর জন্ম হয়েছিলো ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় আক্রান্ত এক জলদস্যু জাহাজে?
- ...ভেসপুলা ফ্লাভিসেপস নামক বোলতার শুককীট জাপানে একটি অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার হিসেবে স্বীকৃত?
- ...১৯৪৬ সালের ১৬ অগস্ট কলকাতা দাঙ্গার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে চার হাজারেরও বেশি মানুষ নিহত ও এক লক্ষ মানুষ ঘরছাড়া হন?
- ...জার্মানিতে প্রায় ৯১% নব দম্পতি বিয়ের পর মধুচন্দ্রিমা উপলক্ষে ভ্রমণে বের হন?
- ...১৭৮৫ সালে গঠিত জোড়াসাঁকো থানা ছিল কলকাতা শহরের প্রাচীনতম ৩১টি থানার অন্যতম?
মার্চ ১৩, ২০১০
সম্পাদনা- ...প্লেবয় বানির পোষাক হচ্ছে যুক্তরাষ্ট্রে পেটেন্টভুক্ত করা প্রথম সার্ভিস ইউনিফর্ম?
- ... কলকাতার হকারদের প্রতি বছর ২৬৫ কোটি টাকা বিভিন্ন সংস্থাকে ঘুষ দিতে হয়, যা তাঁদের ব্যবসার মাত্র তিন শতাংশ?
- ...১৫৫৯ সালে সংঘটিত এক প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহেশখালী দ্বীপের সৃষ্টি?
- ...গ্রিসের জাকিনথোস মেরিন পার্ক হচ্ছে ভূমধ্যসাগরের সামুদ্রিক কচ্ছপ রক্ষায় নির্মিত প্রথম জাতীয় সংরক্ষণকেন্দ্র?
- ...জার শাসনামলে রাশিয়ার সরকারি রাজস্বের প্রায় ৪০% আসতো শুধু ভদকা সংশ্লিষ্ট বাণিজ্য থেকে?
মার্চ ৬, ২০১০
সম্পাদনা- ...১৯৯৮ সালে সমাজবাদী পার্টির এক সাংসদ সংসদে ‘মহিলা সংরক্ষণ বিল’-এর বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জামার কলার ধরে লোকসভার ওয়েলের বাইরে বের করে দেন?
- ...গবেষণায় দেখা গেছে ডলফিন ও হাতিরাও তাদের নিজেদের আলাদাভাবে পরিচয় দিতে সাংকেতিক নাম ব্যবহার করে?
- ...ব্রাজিলে কার্নিভাল উদযাপনের সময় বিয়ার ও পর্যটকের সংখ্যা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ৮০% ও ৭০% বৃদ্ধি পায়?
- ...ভারত সরকার প্রথম দিকে মায়ানমারের গণতন্ত্রপন্থীদের সমর্থন করলেও পুবে তাকাও নীতি গ্রহণের পর সেদেশের সামরিক সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে?
- ...বর্তমানে বায়েজিদ বোস্তামীর মাজার প্রাঙ্গন ব্যতীত বিশ্বের আর কোথাও বিলুপ্তপ্রায় বোস্তামীর কাছিমের দেখা মিলে না?
ফেব্রুয়ারি ২৭, ২০১০
সম্পাদনা- ...যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর তৈরি বি-২ স্পিরিট-ই একমাত্র যুদ্ধবিমান, যা স্টেল্থ অবস্থানে, দূর আকাশ থেকে ভূমিতে নির্দিষ্ট লক্ষমাত্রায় বোমা ছুড়তে সক্ষম?
- ...যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে অবস্থিত লেক সুপিরিয়র বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ?
- ...ডেট্রয়েট-ভিত্তিক মোটরগাড়ি নির্মাণ শিল্প মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এমনকি সমগ্র বিশ্বে সর্ববৃহৎ?
- ...কলকাতার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স কলেজ পশ্চিমবঙ্গের প্রথম স্বশাসিত কলেজ?
- ...২০০৯ সালের আউটলুক পত্রিকার একটি সমীক্ষা অনুসারে, জ্যোতি বসুর ‘মস্তিস্কপ্রসূত’ কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয় ভারতের দ্বিতীয় শ্রেষ্ঠ আইন শিক্ষাপ্রতিষ্ঠান?
- ...২০০৯ সালের জুন পর্যন্ত চালিত উইন্ডোজ ও লিনাক্সের মধ্যে এক তুলনামূলক হিসাবে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটারগুলোর ৮৮.৬% লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত?
ফেব্রুয়ারি ২০, ২০১০
সম্পাদনা- ...প্রাচীন রোমান নারীদের মাঝেও বিকিনি পরিহিত অবস্থায় খেলাধুলা করার প্রমাণ পাওয়া যায়, যা ছিলো অনেকটা হ্যান্ডবলের সাথে সাদৃশ্যপূর্ণ?
- ...চেন্নাইয়ের দৈনিক পত্রিকা দ্য হিন্দু ভারতে সর্বপ্রথম সংবাদপত্রের অনলাইন সংস্করণ চালু করে?
- ...ইউরোপের সর্ববৃহৎ পলিয়েস্টার উৎপাদন কারখানা ‘আদভানসা’ তুরস্কের দক্ষিণ-মধ্যাঞ্চলের শহর আদানায় অবস্থিত?
- ...হাওড়ার ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেনে মোট ১৪০০টি প্রজাতির প্রায় ১৭,০০০ গাছ রয়েছে?
- ...বিশিষ্ট ভারতীয় সরোদবাদক আমজাদ আলি খানের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স রাজ্য ১৯৮৪ সালের ২০ এপ্রিল তারিখটিকে আমজাদ আলি খান দিবস হিসেবে ঘোষণা করেছিলেন?
ফেব্রুয়ারি ১৩, ২০১০
সম্পাদনা- ...২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করা টেইলর সুইফট -ই এখন পর্যন্ত এ পুরস্কারের সবচেয়ে কমবয়সী বিজেতা?
- ...ইংরেজি শ্যাম্পু শব্দটির উৎপত্তি হয়েছিলো হিন্দি শব্দ চাম্পু থেকে?
- ...বৈদিক সাহিত্যে শিব শব্দটি অন্যান্য দেবদেবীর বিশেষণ হিসেবেও ব্যবহৃত হয়েছে?
- ...ভালোবাসা দিবস উপলক্ষে শুধুমাত্র যুক্তরাজ্যেই প্রতিবছর প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড এবং ১০০ কোটি পাউন্ডের উপহার সামগ্রী বিনিময় হয়?
- ...ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বার্বাডোস দ্বীপে প্রাপ্ত বার্বাডোস থ্রেডসাপ বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম সাপ?
- ...সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডিপে পানির চাপ, ভূ-পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় প্রায় ১,০৯৯ গুণ বেশি?
ফেব্রুয়ারি ৬, ২০১০
সম্পাদনা- ...ইংরেজি শব্দ ওয়াইন ও অন্যান্য ভাষায় এর সমার্থক শব্দগুলোর বাণিজ্যিক ব্যবহার অনেক দেশে আইন দ্বারা সুরক্ষিত?
- ...১৯৫৯ সালে বেন-হার সর্বপ্রথম চলচ্চিত্র হিসেবে রেকর্ড পরিমাণ ১১টি অস্কার লাভ করে?
- ...বিশ্বখ্যাত ফাইল হোস্টিং ওয়েবসাইট র্যাপিডশেয়ারের ফাইলের সর্বমোট আকার প্রায় ১ কোটি গিগাবাইট, এবং এটি একই সাথে ৩০ লক্ষ গ্রাহককে সেবা দিতে সক্ষম?
- ...আফ্রিকার সোয়াজিল্যান্ডে অবস্থিত নেগোওয়েনিয়া খনিতে এখন থেকে ৪১,০০০ থেকে ৪৩,০০০ বছর পূর্বেও আকরিক উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে?
- ...এসআর-৭১ ব্ল্যাকবার্ড ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত মনুষ্যবাহী ও আকাশে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের প্রয়োজন হয় না এমন বিমানগুলোর মাঝে সবচেয়ে দ্রুতগামী?
- ...আটলান্টিক মহাসাগরের ৮,৩৭০ মিটার গভীরে প্রাপ্ত অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি এখন পর্যন্ত সবচেয়ে গভীর জলের মাছ?
জানুয়ারি ৩০, ২০১০
সম্পাদনা- ...পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজনের উৎপত্তি হয়েছে পেরুতে অবস্থিত আন্দিজ পর্বতমালার নেভাদো মিসমি পর্বতশৃঙ্গ থেকে?
- ...বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুসঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার?
- ...বাংলাদেশী নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমদ ১৯৯৩ সালে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানজনক "লিঁজিও দো অনার" পুরস্কার লাভ করেন?
- ...গঙ্গার মতো ভারতের যমুনা নদীও হিন্দুদের কাছে একটি পবিত্র নদী?
- ...বোতাম সংক্রান্ত মানসিকভীতি ‘কোউমপোউনোফোবিয়া’ নামে পরিচিত?