উইকিপিডিয়া:আজাকি সংগ্রহশালা/২০২১/সেপ্টেম্বর
এটি উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি বিভাগে প্রদর্শিত ভুক্তিসমূহের একটি সংগ্রহশালা। তারিখ অনুসারে ভুক্তিগুলো নির্দিষ্ট মাসের পাতায় যুক্ত করুন।
২০২৪ | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | নাই | নাই | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০২৩ | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০২২ | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০২১ | জানুয়ারি | ফেব্রুয়ারি | নাই | নাই | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০২০ | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | সেপ্টেম্বর | নাই | নাই | ডিসেম্বর |
২০১৯ | জানুয়ারি | নাই | নাই | এপ্রিল | নাই | নাই | নাই | নাই | নাই | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০১৮ | জানুয়ারি | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই |
২০০৭-২০১৭ (অপরিবর্তিত ৬৫টি বাক্স): সংগ্রহশালা ১ || সংগ্রহশালা ২ || সংগ্রহশালা ৩ || সংগ্রহশালা ৪
সেপ্টেম্বর
সম্পাদনা৫ সেপ্টেম্বর ২০২১
সম্পাদনা- ... পিক ওয়াক দুটি পর্বত শৃঙ্গকে সংযুক্ত করা বিশ্বের প্রথম ঝুলন্ত সেতু?
- ... মাহমুদ হাসান দেওবন্দি ভারত হতে ব্রিটিশ রাজ উৎখাতের জন্য পরিকল্পিত রেশমি রুমাল আন্দোলনের মূল সংগঠক ছিলেন?
- ... আস্কইমাম.অর্গ আল-আজহার বিশ্ববিদ্যালয় এবং সমানুভবী ওয়েব উৎসগুলোর চেয়ে বেশি প্রভাবশালী, বিস্তৃত এবং ব্যাপক বলে বিবেচিত?
- ... রুখশানা মিডিয়ার নামকরণ করা হয়েছিল ২০১৫ সালে ব্যাভিচারের অভিযোগে আমৃত্যু পাথর নিক্ষেপের শাস্তি পাওয়া একজন কিশোরীর নামে?
- ... ডাব্লিউসিডাব্লিউ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ একটি কল্পিত কুস্তিসংস্থা ডাব্লিউসিডাব্লিউ ইন্টারন্যাশনাল-এর সর্বোচ্চ শিরোপা ছিল?
- ... জম্মু ও কাশ্মীরের প্রথম দৈনিক সংবাদপত্র রণবীর, ১৯৩০ সালে মহাত্মা গান্ধীর গ্রেপ্তার নিয়ে জম্মু আন্দোলনের একটি নিবন্ধে অতিরঞ্জনের জন্য নিষিদ্ধ হয়েছিল?
১০ সেপ্টেম্বর ২০২১
সম্পাদনা- ... উইন্ডারমেয়ার হ্রদের 'শুভ্রপথ' বিশ্বের দীর্ঘতম বরফ স্কেটিং পথ?
- ... জুলি হেইডেনকে (প্রথম চিত্রে) শ্বেতাঙ্গ বর্ণবাদী দল হোয়াইট ম্যান'স লিগ ‘‘কৃষ্ণাঙ্গ শিশুদের শিক্ষিত করার দায়ে’’ হত্যা করেছিল?
- ... ‘‘ছোট শাফি’’ নামে পরিচিত ত্বহা কারান শাফিঈ ফিকহের অনুসারী কিন্তু হানাফিদের নিকটবর্তী ছিলেন এবং নিজেকে দেওবন্দি দাবি করতেন?
- ... ব্রিটিশ রাজ উৎখাতের পরিকল্পনা সম্বলিত একটি রেশম কাপড়ের উপর লেখা চিঠি হতে রেশমি রুমাল আন্দোলনের নামকরণ করা হয়েছিল?
- ... আফগান ফিল্মের একমাত্র নারী মহাপরিচালক সাহরা করিমি (দ্বিতীয় চিত্রে) দেশটির প্রথম ও একমাত্র নারী যার চলচ্চিত্রনির্মাণে পিএইচডি সনদ আছে?
১৬ সেপ্টেম্বর ২০২১
সম্পাদনা- ... দ্য ট্রন্স (প্রথম চিত্রে) সঙ্গীতদলে কোন মানব সদস্য নেই?
- ... কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ বিশ্বের দীর্ঘতম 'মেরিন ড্রাইভ' সড়ক?
- ... ১৯৪৮ সালে মুক্তিপ্রাপ্ত তেরি ইয়াদ স্বাধীন পাকিস্তানে নির্মিত প্রথম চলচ্চিত্র?
- ... ববিতা অভিনীত ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত দূরদেশ ছিল যেকোন বাংলাদেশী অভিনয়শিল্পীর প্রথম বলিউড চলচ্চিত্র?
- ... বন্দিদশায় থাকা সবচেয়ে দীর্ঘজীবী কুমির মুইয়া (দ্বিতীয় চিত্রে) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ১৯৯৯ সালে ন্যাটোর হামলার মাঝেও বেঁচে যায়?
- ... নদওয়াতুল উলামা পরিষদ ১৯৯৮ সালে দারুল উলুম নদওয়াতুল উলামা প্রতিষ্ঠা করে, যা বর্তমানে পরিষদটি থেকেও বেশি জনপ্রিয়?
২৫ সেপ্টেম্বর ২০২১
সম্পাদনা- ... মালাখিকে ইহুদি ধর্মের শেষ নবি ধরা হয়?
- ... (চিত্রে) গালপিয়ুরি সমুদ্র সৈকতের দৈর্ঘ্য মাত্র চল্লিশ মিটার?
- ... প্রথম বিশ্বযুদ্ধে কলকাতার ঐতিহাসিক নিজাম প্যালেস ভবনটি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছিলো?
- ... ১৯০৮ সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসমাগরি (দ্বিতীয় চিত্রে) প্রথাগত ধারার প্রথম পূর্ণাঙ্গ অ্যানিমেশন চলচ্চিত্র?
- ... মুহাম্মদুল্লাহ হাফেজ্জী বাংলাদেশের প্রথম ধর্মীয় ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন?
- ... দারুল উলুম নদওয়াতুল উলামার রূপরেখা এবং এর শিক্ষাগত পাঠ্যক্রম প্রণয়নের জন্য মুহাম্মদ আলি মুঙ্গেরিকে প্রতিষ্ঠানটির প্রধান প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়?
২৬ সেপ্টেম্বর ২০২১
সম্পাদনা- ... প্রতিষ্ঠাকালীন সময়ে গুগল অনুসন্ধানের নাম ব্যাকরাব ছিল?
- ... আজিজুল হক বাংলা ভাষায় সহীহ বুখারীর প্রথম অনুবাদক ছিলেন?
- ... ১০৮ খ্রিস্টাব্দে নির্মিত মুন্ডেশ্বরী মন্দির (চিত্রে) পৃথিবীর প্রাচীনতম সক্রিয় হিন্দু মন্দির?
- ... দক্ষিণ আফ্রিকার প্রথম দেওবন্দি মাদ্রাসা দারুল উলুম নিউক্যাসলে হানাফি ফিকহ'র পাশাপাশি শাফিঈ ফিকহ শিক্ষা দেওয়া হয়?
- ... ক্রোয়েশিয়ার রাষ্ট্রপ্রধান কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ ২০১৮ সালে গুগল অনুসন্ধান প্রবণতায় বাংলাদেশ থেকে অনুসন্ধান হওয়া শীর্ষ ব্যক্তি ছিলেন?