ওয়েব অনুসন্ধান ইঞ্জিন
ওয়েব সার্চ ইঞ্জিন বা আন্তর্জাল অনুসন্ধান ব্যবস্থা হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম। অনুসন্ধান ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে। ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
ইতিহাস
সম্পাদনাইন্টারনেট অনুসন্ধান ইঞ্জিনের যাত্রা শুরু হয় ১৯৯০ সালের ডিসেম্বর মাসে। অবশ্য এর আগে ১৯৮৬ সালে হিউলেট প্যাকার্ড প্রতিষ্ঠান কর্তৃক প্রথম অনুসন্ধান ইঞ্জিন আবিষ্কৃত হয়। ১৯৯৪ সালে চালু হয় প্রথম পূর্ণ টেক্সট ওয়েব অনুসন্ধান ইঞ্জিন ওয়েবক্রলার।
এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
অনুসন্ধান ইঞ্জিনের তালিকা
সম্পাদনাঅনুসন্ধান ইঞ্জিন | উৎপত্তি দেশ | পরিসেবা | বাংলা সংস্করণ |
---|---|---|---|
গুগল | মার্কিন যুক্তরাষ্ট্র | বিশ্বব্যাপী | হ্যাঁ |
পিপীলিকা | বাংলাদেশ | বাংলাদেশ | হ্যাঁ |
ইয়াহু! জাপান | জাপান | জাপান | না |
নাভের | দক্ষিণ কোরিয়া | দক্ষিণ কোরিয়া | না |
ইয়াণ্ডেক্স | রাশিয়া | রাশিয়া ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলি | না |
ইয়াহু! | মার্কিন যুক্তরাষ্ট্র | বিশ্বব্যাপী | না |
বিং | মার্কিন যুক্তরাষ্ট্র | বিশ্বব্যাপী | না |
এওএল | মার্কিন যুক্তরাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র | না |
বাইডু | গণচীন | চীন | না |
সোসো | গণচীন | চীন | না |
ডাকডাকগো | মার্কিন যুক্তরাষ্ট্র | বিশ্বব্যাপী | না |
কিওওয়ান্ট | ফ্রান্স | বিশ্বব্যাপী | না |
তথ্যসূত্র
সম্পাদনা প্রযুক্তি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি এটি সম্পাদনা করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।