পিপীলিকা (অনুসন্ধান ইঞ্জিন)

বাংলাদেশের প্রথম অনুসন্ধান ইঞ্জিন

পিপীলিকা ছিল বাংলাদেশ থেকে তৈরিকৃত এবং নিয়ন্ত্রিত একটি ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ইঞ্জিন[১] এটি বাংলাদেশ থেকে তৈরিকৃত প্রথম অনুসন্ধান ইঞ্জিন, যেখানে বাংলা এবং ইংরেজি ভাষায় তথ্য পাওয়ার সুবিধা ছিল। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল শিক্ষার্থী কর্তৃক এ অনুসন্ধান ইঞ্জিনটি চালু করা হয়। সহযোগিতায় ছিলো গ্রামীণফোন আইটি (জিপিআইটি)।[২]

পিপীলিকা
পিপীলিকা (অনুসন্ধান ইঞ্জিন) লোগো.svg
সাইটের প্রকার
ওয়েব অনুসন্ধান ইঞ্জিন
উপলব্ধবাংলা ও ইংরেজি
মালিকশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জিপিআইটি.কম
ওয়েবসাইটhttps://pipilika.com/
বাণিজ্যিকহ্যাঁ
নিবন্ধনঐচ্ছিক
চালুর তারিখ১৩ এপ্রিল ২০১৩; ১০ বছর আগে (2013-04-13)
বর্তমান অবস্থানিস্ক্রিয়

১৩ এপ্রিল ২০১৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।[১] পিপীলিকা সংবাদ, ব্লগ, বাংলা উইকিপিডিয়া এবং জাতীয় ই-তথ্যকোষ এ চার ধরনের উৎস থেকে তথ্য উত্থাপন করত। ভুল বানান সংশোধনের জন্য এটি তার নিজস্ব বাংলা অভিধান ব্যবহার করত।

আরোও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "পিপীলিকার পথচলা শুরু"। প্রথম আলো। ১৩ এপ্রিল ২০১৩। ২০১৩-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৩ 
  2. "banglanews24.com, BD`s first search engine sets out, retrieved: ২০ এপ্রিল ২০১৩"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৩