মাহমুদ হাসান দেওবন্দি

ভারতীয় ইসলামি পণ্ডিত, স্বাধীনতা সংগ্রামী, সংগঠক, সুফি ও লেখক

মাহমুদ হাসান দেওবন্দি (শায়খুল হিন্দ নামে সমধিক প্রসিদ্ধ;[] ১৮৫১–১৯২০) একজন ভারতীয় ইসলামি পণ্ডিত এবং স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ার সহ-প্রতিষ্ঠাতা এবং ভারতের স্বাধীনতার জন্য রেশমি রুমাল আন্দোলনের অন্যতম সূচনাকারী ও মূল পরিকল্পনাকারী ছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন। তার শিক্ষকদের মধ্যে অন্যতম কাসেম নানুতুবিমাহমুদ দেওবন্দি। সুফিবাদে তিনি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরশিদ আহমদ গাঙ্গুহির খলিফা ছিলেন।

শায়খুল হিন্দ, মাওলানা
মাহমুদ হাসান দেওবন্দি
محمود حسن دیوبندی
৩য় সদরুল মুদাররিস, দারুল উলুম দেওবন্দ
কাজের মেয়াদ
১৮৯০ – ১৯১৫
পূর্বসূরীসৈয়দ আহমদ দেহলভি
উত্তরসূরীআনোয়ার শাহ কাশ্মীরি
ব্যক্তিগত তথ্য
জন্ম১৮৫১
মৃত্যু৩০ নভেম্বর ১৯২০(1920-11-30) (বয়স ৬৮–৬৯)
দিল্লি, ব্রিটিশ ভারত
সমাধিস্থলমাজারে কাসেমি
ধর্মইসলাম
জাতিসত্তাভারতীয়
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
প্রধান আগ্রহ
উল্লেখযোগ্য ধারণারেশমি রুমাল আন্দোলন
উল্লেখযোগ্য কাজ
যেখানের শিক্ষার্থীদারুল উলুম দেওবন্দ
শিক্ষক
তরিকাচিশতিয়া-সাবিরিয়া-ইমদাদিয়া
এর প্রতিষ্ঠাতাজামিয়া মিলিয়া ইসলামিয়া
ঊর্ধ্বতন পদ
এর শিষ্য
যাদের প্রভাবিত করেন
সাহিত্যকর্ম

তিনি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসের (অধ্যক্ষ) দায়িত্ব পালন করেন এবং সামরাতুত তারবিয়াত, জমিয়তুল আনসার এবং নাযারাতুল মাআরিফের মত সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি উর্দু ভাষায় কুরআনের অনুবাদক এবং আদিল্লায়ে কামিলাহ, ইজাহ আল-আদিল্লাহ, আহসান আল কিরাজাহদ আল মুকিল গ্রন্থসমূহের রচয়িতা। তিনি দারুল উলুম দেওবন্দে হাদিস শিক্ষাদানের পাশাপাশি সুনানে আবু দাউদের অনুলিপি করেছিলেন। তার প্রধান ছাত্রদের মধ্যে রয়েছেন আশরাফ আলী থানভী, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানি, কেফায়াতুল্লাহ দেহলভি, উবায়দুল্লাহ সিন্ধি, শাব্বির আহমদ উসমানি, আজিজুর রহমান উসমানিইলিয়াস কান্ধলভি

তিনি ব্রিটিশ শাসনের কট্টর বিরোধী ছিলেন। ভারতে তাদের ক্ষমতা থেকে উৎখাত করার জন্য তিনি আন্দোলন শুরু করেন কিন্তু ১৯১৬ সালে গ্রেপ্তার হয়ে মাল্টায় কারাবন্দী হন। তিনি ১৯২০ সালে মুক্তি লাভ করেন এবং খিলাফত কমিটি তাকে ‘শায়খুল হিন্দ’ (ভারতের নেতা) উপাধি প্রদান করে। তিনি অসহযোগ আন্দোলনের সমর্থনে ফতোয়া প্রদান করেছিলেন এবং স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অন্তর্ভুক্তির জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন। তিনি ১৯২০ সালের নভেম্বরে জমিয়ত উলামায়ে হিন্দের দ্বিতীয় সাধারণ সভায় সভাপতিত্ব করেন এবং সংগঠনটির সভাপতি মনোনীত হন। তার স্মৃতিতে শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে। ২০১৩ সালে ভারত সরকার তার রেশমি রুমাল আন্দোলন নিয়ে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মাহমুদ হাসান ১৮৫১ সালে বেরেলি শহরের (বর্তমানে উত্তরপ্রদেশ) দেওবন্দের উসমানি পরিবারে জন্মগ্রহণ করেন।[][] তার পিতা জুলফিকার আলি দেওবন্দি, যিনি দারুল উলুম দেওবন্দের সহ-প্রতিষ্ঠাতা, বেরেলি কলেজের অধ্যাপক ছিলেন এবং পরে মাদ্রাসার উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

তিনি মিঁয়াজি ম্যাংলোরির নিকট কুরআন এবং আব্দুল লতিফের নিকট ফার্সি অধ্যয়ন করেন।[] ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় তার পিতা মিরাটে চলে যান এবং তাকে দেওবন্দে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে তিনি তার চাচা মেহতাব আলীর কাছে দারসে নিজামি পাঠ্যক্রমের ফার্সি ও আরবি সাহিত্য অধ্যয়ন করেন।[] তারপর তিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র হিসেবে মাহমুদ দেওবন্দির কাছে পড়াশোনা শুরু করেন।[][] ১৮৬৯ সালে আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে কাসেম নানুতুবির নিকট সিহাহ সিত্তাহ অধ্যয়ন করতে তিনি মিরাটে চলে যান।[] সেখানে তিনি দুই বছর নানুতুবির নিকট হাদিস অধ্যয়ন করেন এবং ছুটির সময় তার পিতার কাছে আরবি সাহিত্য অধ্যয়ন করেন।[] তিনি ১৮৭২ সালে দাওরায়ে হাদিস (স্নাতক) সমাপ্ত করেন এবং ১৮৭৩ সালে দারুল উলুম দেওবন্দের প্রথম সমাবর্তনে সম্মাননা পাগড়ি লাভ করেন।[][১০] সুফিবাদে তিনি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরশিদ আহমদ গাঙ্গুহির অনুমোদিত শিষ্য ছিলেন।[১১]

কর্মজীবন

সম্পাদনা

দারুল উলুম দেওবন্দ

সম্পাদনা

শিক্ষাজীবন সমাপ্তির পর ১৮৭৩ সালে তিনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক নিযুক্ত হন।[] ১৮৯০ সালে তিনি সদরুল মুদাররিস হিসেবে পদোন্নতি পান।[১০][১২][১৩] তিনি দেওবন্দ মাদ্রাসাকে কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান মনে করতেন না, বরং ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ক্ষতি পূরণের জন্য প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান মনে করতেন।[]

 
দারুল উলুম দেওবন্দ

তিনি ১৮৭৮ সালে সামরাতুত তারবিয়াত গঠন করেন।[১৪] এটি একটি বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় যার মাধ্যমে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থী ও স্নাতকদের প্রশিক্ষণ দেওয়া হত।[১৫] পরবর্তীতে এটি জমিয়তুল আনসারে রূপ নেয়, যা ১৯০৯ সালে আহমদ হাসান আমরুহীর সভাপতিত্বে মোরাদাবাদে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের মাধ্যমে শুরু হয়।[১৬] এরপর দেওবন্দি তার ছাত্র উবায়দুল্লাহ সিন্ধিকে সাথে নিয়ে ১৯১৩ সালের নভেম্বর মাসে নাযারাতুল মাআরিফ আল কুরআনিয়া শুরু করেন।[১৬][১৭] আলেমদের প্রভাব বৃদ্ধি এবং ইংরেজি শিক্ষিত মুসলমানদের ইসলামি শিক্ষা প্রদান করাই ছিল এই সংগঠনের উদ্দেশ্য।[১৮] হুসাইন আহমদ মাদানি বলেন, ‘নাযারাতুল মাআরিফ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, মুসলিম যুবক বিশেষত পশ্চিমা শিক্ষিত মুসলমানদের শক্তিশালী ইমানদার হিসেবে গড়ে তোলা এবং তাদের পথ দেখানো, কুরআনের শিক্ষাসমূহ এমন যৌক্তিকভাবে উপস্থাপন করা যাতে এটি ইসলাম বিরোধী প্রচারণার বিষাক্ত প্রভাব এবং আধুনিক যুগে ইসলামি বিশ্বাস ও নীতিগুলির ব্যবহারিকতা সম্পর্কে কু-প্রতিষ্ঠিত সংশয়বাদ দূর করে।’[১৯][২০]

রেশমি রুমাল আন্দোলন

সম্পাদনা

তিনি ভারতে ব্রিটিশ শাসনের অবসান করতে চেয়েছিলেন; এজন্য তিনি মুহাম্মদ মিয়াঁ মনসুর আনসারিকে সাথে নিয়ে রেশমি রুমাল আন্দোলনের সূচনা করেছিলেন।[২১] তিনি এই আন্দোলনের মূল সংগঠক ছিলেন।[২২] এজন্য তিনি দুটি ভৌগোলিক অঞ্চল বেছে নেন।[২৩] প্রথমটি ছিল তৎকালীন আফগানিস্তান ও ভারতের মধ্যবর্তী স্বায়ত্তশাসিত উপজাতি এলাকা।[২৩] নিজামুদ্দিন আসির আদ্রাভি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক বাস্তবতা, যারাই ভারত আক্রমণ করতে এসেছিল, তারা এই পথ ব্যবহার করেছিল এবং মাহমুদ হাসান আন্দোলনের জন্য এই অঞ্চল নির্বাচন করা অবশ্যই তার বিচক্ষণতা এবং অন্তর্দৃষ্টির সর্বোচ্চ প্রমাণ।’[২৪] দ্বিতীয় এলাকাটি ছিল ভারতের মধ্যে; তিনি সমস্ত আন্তরিক নেতাদের প্রভাবিত করতে চেয়েছিলেন যারা তার উদ্দেশ্যকে সমর্থন করার প্রতি যত্নশীল ছিলেন এবং এতে তিনি বেশ সফল হয়েছিলেন।[২৪] প্রথম সারিতে কাজ করা পণ্ডিতদের মধ্যে ছিলেন—আব্দুল গাফফার খান, আব্দুর রহিম সিন্ধি, মুহাম্মদ মিয়াঁ মনসুর আনসারি, উবায়দুল্লাহ সিন্ধি এবং উজাইর গুল পেশাওয়ারির মত তার ছাত্র ও সঙ্গীরা।[২৫] তারা তার কর্মসূচিকে সীমান্ত এলাকায় এবং স্বায়ত্তশাসিত উপজাতিদের মধ্যে প্রচার করেন।[২৬] দ্বিতীয় সারিতে কাজ করা পণ্ডিতদের মধ্যে ছিলেন—মুখতার আহমদ আনসারি, আব্দুর রহিম রায়পুরী এবং আহমদুল্লাহ পানিপতি[২৭] মুহাম্মদ মিয়া দেওবন্দি বলেন, ‘শায়খুল হিন্দ তাঁর শিষ্যদের এবং তাঁর কাছে আসা লোকদের প্রকৃতি ও সামর্থ্য মনোযোগ সহকারে দেখতেন। তিনি তাদের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে নির্বাচন করেন এবং তাদের ইয়াগিস্তানে পৌঁছে স্বায়ত্তশাসিত উপজাতিদের ভারতে আক্রমণ করতে প্ররোচিত করার আদেশ দেন।’[২৮] আফগান এবং তুর্কি সরকার যদি মিলিশিয়াকে সামরিক সহায়তা প্রদান করে এবং এই বাহিনীর আক্রমণের সময় দেশটির জনগণ বিদ্রোহের জন্য উঠে পড়ে, তবে ভারতের অভ্যন্তরের জনগণকে বিদ্রোহের জন্য প্রস্তুত করতে এই কর্মসূচির নকশা করা হয়েছিল।[২৬] ইয়াগিস্তান মাহমুদ হাসানের আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল।[২৯] মহেন্দ্র প্রতাপকে রাষ্ট্রপতি নিযুক্ত করে তার ছাত্র উবায়দুল্লাহ সিন্ধি ও তার সঙ্গীরা ভারতের অস্থায়ী সরকার গঠন করেছিল।[৩০]

জার্মান এবং তুর্কি সমর্থন লাভের জন্য ১৯১৫ সালে মাহমুদ হাসান নিজেই হেজাজ ভ্রমণ করেন।[৩১] মুহাম্মদ মিয়াঁ মনসুর আনসারি, মুর্তাজা হাসান চাঁদপুরী, সাহুল ভাগলপুরী এবং উজাইর গুল পেশাওয়ারি সহ প্রমুখ আলেমদের সাথে নিয়ে ১৯১৫ সালের ১৮ সেপ্টেম্বর তিনি বোম্বে ত্যাগ করেন।[৩২][৩৩] ১৯১৫ সালের ১৮ অক্টোবর তিনি মক্কায় যান যেখানে তিনি তুরস্কের গভর্নর গালিব পাশা এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী আনোয়ার পাশার সাথে বৈঠক করেন।[৩৪][৩৫] গালিব পাশা তাকে সহায়তার আশ্বাস দেন এবং তাকে তিনটি চিঠি দেন, একটি ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে, দ্বিতীয়টি গভর্নর বুসরা পাশাকে এবং তৃতীয়টি আনোয়ার পাশাকে।[৩৬] তিনি সিরিয়ার গভর্নর জামাল পাশার সাথেও বৈঠক করেন, জামাল গালিব পাশার বক্তব্যর সাথে একমত হন।[৩৬] দেওবন্দি আশঙ্কা করেছিলেন, ভারতে ফিরে এলে ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করতে পারে। সেজন্য তাকে আফগান সীমান্তে পৌঁছিয়ে দিতে বলেন যেখান থেকে তিনি ইয়াগিস্তানে পৌঁছাতে পারেন।[৩৬] জামাল ওজর দেখিয়ে তাকে বলেছিলেন, যদি তিনি গ্রেপ্তারের আশঙ্কা করেন তবে তিনি হেজাজ বা অন্য যেকোনো তুর্কি এলাকায় থামতে পারেন।[৩৬] পরবর্তীকালে রেশমি রুমাল আন্দোলন ফাঁস হয়ে যায় এবং এর সদস্যদের গ্রেপ্তার করা হয়।[৩৭] দেওবন্দিকে ১৯১৬ সালের ডিসেম্বর মাসে তার সঙ্গী ও ছাত্র হুসাইন আহমদ মাদানি এবং উজাইর গুল পেশোয়ারির সাথে মক্কার শরিফ হুসাইন গ্রেপ্তার করেন, যিনি তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ব্রিটিশদের সাথে মিত্রতা স্থাপন করেন।[৩৮][৩১] এরপর শরিফ তাদেরকে ব্রিটিশদের হাতে তুলে দেন এবং মাল্টার ভারডালা দুর্গে তাদের কারারুদ্ধ করা হয়।[৩৯][৪০]

খিলাফত আন্দোলন

সম্পাদনা

তিনি ১৯২০ সালের মে মাসে মুক্তি পান[৪০] এবং ১৯২০ সালের ৮ জুন বোম্বেতে পৌঁছেন।[৪১] আব্দুল বারি ফিরিঙ্গি মহল্লী, হাফেজ মুহাম্মদ আহমদ, কেফায়াতুল্লাহ দেহলভি, শওকত আলিমহাত্মা গান্ধী সহ প্রধান রাজনৈতিক ও পণ্ডিত ব্যক্তিরা তাকে স্বাগত জানান।[৪২] তার মুক্তি খিলাফত আন্দোলনের জন্য একটি বিশাল সাহায্য হিসেবে দেখা হয়।[৪২] খিলাফত কমিটি তাকে ‘শায়খুল হিন্দ’ (ভারতের নেতা) উপাধিতে ভূষিত করে।[৪১]

মাহমুদ হাসান দেওবন্দ মাদ্রাসার আলেমদের খিলাফত আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন।[৪২] তিনি ব্রিটিশ পণ্য বর্জনের জন্য একটি ফতোয়া জারি করেন; যা তৎকালীন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের শিক্ষার্থীরা চেয়েছিল।[৪৩] এই ফতোয়ায় তিনি শিক্ষার্থীদের সরকারকে কোনোভাবে সমর্থন না করতে পরামর্শ দেন, সরকারের অর্থায়নে পরিচালিত স্কুল-কলেজ এবং সরকারি চাকরি বর্জন করতে বলেন।[৪৪] এই ফতোয়ার পর অধিকাংশ শিক্ষার্থী কলেজ ত্যাগ করে।[৪৫] এই ফতোয়া অসহযোগ আন্দোলনকেও সমর্থন করে।[৪৪] এরপর তিনি এলাহাবাদ, ফতেপুর, গাজীপুর, ফৈজাবাদ, লখনউমোরাদাবাদ ভ্রমণ করেন এবং আন্দোলনের সমর্থনে মুসলমানদের পথ দেখান।[৪৬]

জামিয়া মিলিয়া ইসলামিয়া

সম্পাদনা

তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠা অনুষ্ঠানে সভাপতিত্ব করতে আমন্ত্রিত হন, পরে যেটি জাতীয় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি পায়।[৪৭] তিনি মুহাম্মদ আলি জওহরহাকিম আজমল খানের সাথে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।[৪৮] তারা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশদের প্রতি পক্ষপাতিত্বে হতাশ এবং নতুন বিশ্ববিদ্যালয় চায় এমন শিক্ষার্থীদের দাবির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।[৪৭][৪৯] দেওবন্দির ছাত্ররা অবশ্য তাকে প্রস্তাবটি গ্রহণ না করার জন্য অনুরোধ করেছিল কারণ তিনি মাল্টায় কারাবাসের সময় থেকে ক্রমশ দুর্বল এবং ফ্যাকাশে হয়ে যাচ্ছিলেন।[৫০][৪৭] তিনি তাদের উদ্বেগের জবাবে বলেন, ‘যদি আমার সভাপতিত্ব ব্রিটিশদের কষ্ট দেয়, তাহলে আমি অবশ্যই এই অনুষ্ঠানে অংশ নেব।’[৪৭] পরবর্তীকালে তাকে একটি পালকিতে দেওবন্দ রেল স্টেশনে নিয়ে আসা হয়, যেখান থেকে তিনি আলিগড়ে যান।[৪৭]

তিনি কিছু লিখতে সক্ষম না হওয়ায় তার ছাত্র শাব্বির আহমদ উসমানিকে তার সভাপতির ভাষণ প্রস্তুত করতে বলেন। এরপর প্রস্তুতকৃত বক্তৃতায় তিনি সংশোধন ও সংযোজন করেন এবং মুদ্রণের জন্য প্রেরণ করেন। ১৯২০ সালের ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা অনুষ্ঠানে উসমানি এই ভাষণটি উচ্চস্বরে পাঠ করেন,[৫১] যার পরে দেওবন্দি জামিয়া মিলিয়া ইসলামিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[৫০] দেওবন্দি বক্তৃতায় বলেছিলেন, ‘আপনাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিরা ভালভাবেই জানেন, আমাদের আকাবির বা পূর্বসূরিরা কখনও বিদেশী ভাষা শেখা বা অন্যান্য জাতির একাডেমিক জ্ঞান অর্জনের বিষয়ে নিষেধ করেন নি। হ্যাঁ, বলা হয়েছিল, ইংরেজি শিক্ষার চূড়ান্ত পরিণতি হল, ইংরেজি শিক্ষিতরা হয় খ্রিষ্টধর্মের রঙে নিজেদের রঙিন করে অথবা তারা তাদের নাস্তিক ঔদ্ধত্যর মাধ্যমে তাদের নিজ ধর্ম এবং সহধর্মালম্বীদের উপহাস করে অথবা তারা বর্তমান সরকারের পূজা করে; তাহলে এই ধরনের শিক্ষা না নিয়ে অজ্ঞ থাকাই ভাল।’[৫২] তিনি মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে একমত হন যিনি বলেছিলেন, ‘এই কলেজগুলির উচ্চশিক্ষা দুধের মতো বিশুদ্ধ এবং পরিষ্কার, তবে কিছুটা বিষের সাথে মিশ্রিত’ এবং তিনি জাতীয় মুসলিম বিশ্ববিদ্যালয়কে একটি পাতনযন্ত্রের সাথে বিবেচনা করেন, যেটি এই বিষকে শিক্ষা থেকে পৃথক করবে।[৫২]

জমিয়ত উলামায়ে হিন্দ

সম্পাদনা

তিনি ১৯২০ সালের নভেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত জমিয়ত উলামায়ে হিন্দের দ্বিতীয় সাধারণ সভায় সভাপতিত্ব করেন।[৫৩] এই সভায় তিনি জমিয়তের সভাপতি নিযুক্ত হন, কিছুদিন পর [৩০ নভেম্বর] মৃত্যুবরণ করলে তিনি সে দায়িত্ব পালন করতে পারেন নি।[৫৪] ১৯ নভেম্বর থেকে শুরু করে তিন দিন সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং তার ছাত্র শাব্বির আহমদ উসমানি তার পক্ষ থেকে উচ্চস্বরে সভাপতির ভাষণ পাঠ করেন।[৫৫] তিনি হিন্দু-মুসলিম-শিখ ঐক্যের পক্ষে সমর্থন করে বলেন, ‘হিন্দু ও মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, তবে স্বাধীনতা অর্জন করা খুব বেশি কঠিন না’।[৫৬][৫৭] এটিই ছিল তার সর্বশেষ সম্মেলন।[৫৭]

উল্লেখযোগ্য ছাত্র

সম্পাদনা

তার ছাত্রদের সংখ্যা সহস্রাধিক।[৫৮] তার প্রধান ছাত্রদের মধ্যে রয়েছেন: আনোয়ার শাহ কাশ্মীরি, আসগর হুসাইন দেওবন্দি, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানি, ইজাজ আলী আমরুহী, কেফায়াতুল্লাহ দেহলভি, মানাজির আহসান গিলানি, মুহাম্মদ মিয়াঁ মনসুর আনসারি, শফি উসমানি, মুফতী ফয়জুল্লাহ, রসুল খান, শাব্বির আহমদ উসমানি, সৈয়দ ফখরুদ্দিন আহমদ, উবায়দুল্লাহ সিন্ধি এবং উজাইর গুল পেশাওয়ারি[১০][৫৯][৬০] ইব্রাহিম মুসা বলেন, ‘তাঁর ছাত্ররা মাদ্রাসা নেটওয়ার্কে জনপ্রিয়তা অর্জন করে এবং দক্ষিণ এশিয়ার জনজীবনে ধর্মীয় পাণ্ডিত্য, রাজনীতি এবং প্রতিষ্ঠান গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে।’[৬১]

সাহিত্যকর্ম

সম্পাদনা

কুরআনের অনুবাদ

সম্পাদনা

তিনি উর্দুতে কুরআনের একটি আন্তঃরৈখিক অনুবাদ লিখেছিলেন।[৬২] পরে তিনি ব্যাখ্যামূলক টীকা দিয়ে এই অনুবাদটি ব্যাখ্যা করতে শুরু করেন, এভাবে ১৯২০ সালে মারা যাওয়ার সময় তিনি চতুর্থ অধ্যায় সূরা নিসা পর্যন্ত সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন।[৬৩] তার ছাত্র শাব্বির আহমদ উসমানি তার এই অসমাপ্ত কাজটি সমাপ্ত করে তাফসিরে উসমানী নামে প্রকাশ করেন।[৬৪] পরে একদল আলেমের পৃষ্ঠপোষকতায় আফগানিস্তানের শেষ রাজা মুহাম্মদ জহির শাহ ফার্সি ভাষায় গ্রন্থটির অনুবাদ করেন।[৬৫] ১৯৮৯ সালে সৌদি আরবের আওকাফ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পবিত্র কোরআন মুদ্রণের জন্য বাদশাহ ফাহদ কমপ্লেক্স থেকে এটি আল কুরআনুল কারিম নামে প্রকাশিত হয়। শুরুতে বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের পৃষ্ঠাব্যাপী আরবিতে একটি ভূমিকা রয়েছে।[৬৬]

আল আবওয়াব ওয়াত তারাজিম লিল বুখারী

সম্পাদনা

তিনি দীর্ঘ সময় ধরে দারুল উলুম দেওবন্দে সহীহ বুখারী শিক্ষাদান করেছেন। মাল্টায় কারাগারে বন্দী হওয়ার পর তিনি গ্রন্থটির অধ্যায়-শিরোনাম ব্যাখ্যা করে একটি গ্রন্থ লিখতে শুরু করেন।[৬৭] হাদিস শিক্ষায় এরকম অধ্যায়-শিরোনাম নির্ধারণকে একটি পৃথক শাস্ত্র হিসেবে দেখা হয়।[৬৮] তিনি এই বিষয়ে ১৫টি নীতি নিয়ে গ্রন্থটি শুরু করেন। ১ম অধ্যায় ওহী থেকে শুরু করে ৩য় অধ্যায় জ্ঞান পর্যন্ত আলোচনা করেন।[৬৯] ৫২ পৃষ্ঠা বিশিষ্ট এই গ্রন্থটির শিরোনাম আল আবওয়াব ওয়াত তারাজিম লিল বুখারি (অনু. সহীহ বুখারীর অধ্যায়-শিরোনামের ব্যাখ্যা)।[৬৭]

আদিল্লায়ে কামিলাহ

সম্পাদনা

তৎকালীন সময়ে ভারতের আহলে হাদিস পণ্ডিত মুহাম্মদ হুসাইন বাটালভি তাদের বিপরীত মতাদর্শ হানাফি চিন্তাধারার কর্তৃত্ব নিয়ে দশটি প্রশ্ন তুলে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ১০ রুপি পুরস্কার ঘোষণা করেন।[৭০][৭১] প্রশ্নগুলো অমৃতসর থেকে প্রকাশিত হয় এবং দারুল উলুম দেওবন্দেও পাঠানো হয়।[৭০] দেওবন্দের নীতি ছিল মুসলিম সম্প্রদায়কে বিভক্ত করে এমন বিষয়গুলো এড়িয়ে চলা, কিন্তু আহলে হাদিসরা বিষয়টি কে বাধ্য করে। পরবর্তীকালে মাহমুদ হাসান দেওবন্দি তার শিক্ষক নানুতুবির অনুরোধে আদিল্লায়ে কামিলাহ (অনু. নিখুঁত যুক্তি) নামে গ্রন্থাকারে পাল্টা একাধিক প্রশ্ন উত্থাপন করেন।[৭২] প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য তিনি ২০ রুপি প্রদানের ঘোষণা দেন।[৭৩]

ইজাহ আল-আদিল্লাহ

সম্পাদনা

আদিল্লায়ে কামিলাহ প্রকাশের পর তার প্রতিক্রিয়ায় একজন আহলে হাদিস পণ্ডিত আহমদ হাসান আমরুহী মিসবাহুল আদিল্লাহ লিখেন।[৭২] দেওবন্দি কিছু সময় অপেক্ষা করছিলেন মূল প্রশ্নকর্তা মুহাম্মদ হুসাইন বাটালভির কাছ থেকে প্রতিক্রিয়া আসার জন্য,[৭৪] তখন বাটালভি ঘোষণা করেন, আমরুহীর কাজই যথেষ্ট এবং তিনি নিজেই উত্তর লেখার ধারণাটি বাতলে দিয়েছেন।[৭৪] তখন এর জবাবে তিনি ইজাহ আল-আদিল্লাহ (অনু. যুক্তির ব্যাখ্যা) রচনা করেন; যা তার আগের বই আদিল্লায়ে কামিলাহ’র ব্যাখ্যা।[৭৪]

আহসান আল কিরা

সম্পাদনা

তার এই বইয়ের আলোচ্য বিষয় গ্রাম বা মফস্বল অঞ্চলে জুমার নামাজের অনুমোদন নিয়ে।[৭৫] সৈয়দ নাজির হুসাইন ফতোয়া দেন, জুমার নামাজের জন্য স্থানের কোনো নির্দিষ্টকরণ নেই। যেখানেই অন্তত ২ জন জড়ো হন, সেখানে জুমার নামাজ পড়তে হবে।[৭৫] হানাফি ফকিহ রশিদ আহমদ গাঙ্গুহি হানাফি মাজহাবের দৃষ্টিকোণ থেকে এর জবাবে ১৪ পৃষ্ঠার একটি ফতোয়া লিখেছিলেন, যার নাম ছিল ‘আওথাকুল উরা’[৭৫]

আহলে হাদিস পণ্ডিতরা গাঙ্গুহির এই বইয়ের সমালোচনা করেন; যাদের সমালোচনায় বেশিরভাগ ক্ষেত্রে একই যুক্তি উত্থাপিত হয়েছে।[৭৫] গাঙ্গুহির ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি মনে করেন, তাদের সমালোচনার ভাষা সঠিক হয় নি। তাই এর প্রতিক্রিয়ায় তিনি একটি দীর্ঘ বই লিখেছেন, যার শিরোনাম ‘আহসান আল-কিরা ফি তাওজিহ আওথাকুল উরা’[৭৬]

জাহদ আল মুকিল

সম্পাদনা

শাহ ইসমাইল দেহলভি এবং তার সঙ্গীরা মুসলমানদের বিদআত থেকে মুক্ত করার কাজ করেছিলেন, ফলশ্রুতিতে বিদআতের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের সমালোচনা করেছিলেন।[৭৭] বিশেষ করে দেহলভির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয় এবং তাকে কাফের ফতোয়া দেয়া হয়।[৭৭] পরবর্তীকালে আহমদ হাসান কানপুরী ‘তানজিহুর রহমাহ’ (অনু. দয়ালুদের মহিমা) গ্রন্থে দেহলভিকে চরমপন্থি মুতাজিলাদের সদস্য বলে অভিহিত করেন।[৭৮] এর জবাবে মাহমুদ হাসান দেওবন্দি ২ খণ্ডে ‘জাহদ আল-মুকিল ফি তানজিহী আল মুয়িজ্জি ওয়াল মুজিল ’ রচনা করেন।[৭৯] এই বইয়ে শরহে আকিদাতুন নাসাফির অনুসরণে ইলমুল কালামের পরিভাষা ব্যবহার করে আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে।[৭৮] দেওবন্দি ইলমুল কালাম ব্যবহার করে শাহ ইসমাইল দেহলভি এবং এরকম অন্যান্য আলেমদের বিরুদ্ধে করা অভিযোগের জবাব দিয়েছেন।[৭৯]

তাসহিহ আবু দাউদ

সম্পাদনা

তৎকালীন সময়ে সিহাহ সিত্তাহ’র পাণ্ডুলিপিগুলোর বেশিরভাগ অংশই মক্কামদিনার গ্রন্থাগার সমূহে সংরক্ষিত ছিল।[৮০] ভারতীয় আলেম আহমদ আলী সাহারানপুরি মক্কায় বিদ্যমান পাণ্ডুলিপিগুলো অনুলিপি করেন এবং এরপর শাহ মুহাম্মদ ইসহাকের কাছে তা অধ্যয়ন করেন। ভারতে ফিরে এসে তিনি তার প্রেস থেকে এই সমস্ত পাণ্ডুলিপির অনুলিপিকৃত সংস্করণ প্রকাশ করতে শুরু করেন।[৮১] তারপর তার ছাত্র কাসেম নানুতুবি এই অনুলিপি করা অব্যাহত রেখেছিলেন।[৮০]

পরে সিহাহ সিত্তাহ’র অন্যতম সুনানে আবু দাউদ অনুলিপি করার প্রয়োজনীয়তা দেখা যায়। এই গ্রন্থটির প্রকাশিত পাণ্ডুলিপি সমূহ একটি থেকে অপরটি আলাদা ছিল।[৮০] মাহমুদ হাসান দেওবন্দি প্রাপ্ত সমস্ত পাণ্ডুলিপি সংগ্রহ করেন এবং পরবর্তীতে পাঠ্যগুলো অনুলিপি করে বই আকারে প্রকাশ করেন। ১৯০০ সালে দিল্লির মুজতাবাই প্রেস থেকে এটি প্রকাশিত হয়েছিল।[৮২]

মৃত্যু ও উত্তরাধিকার

সম্পাদনা
 
জামিয়া মিলিয়া ইসলামিয়ার মাওলানা মাহমুদ হাসান গেইট
 
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মাহমুদ হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করছেন

আলিগড়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠার একদিন পর ১৯২০ সালের ৩০ অক্টোবর মুখতার আহমদ আনসারির অনুরোধে তিনি দিল্লি যান। বেশ কয়েকদিন পরে তার স্বাস্থ্যের অবনতি হয় এবং দরিয়াগঞ্জে আনসারির বাড়িতে তার কাছ থেকে তিনি চিকিৎসা নেন।[৮৩][৮৪] ১৯২০ সালের ৩০ নভেম্বর দিল্লিতে তার মৃত্যু হয়।[৮৫] তার মৃত্যুর খবর প্রকাশের পর হিন্দু ও মুসলমানরা তাদের দোকান বন্ধ করে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আনসারির বাড়ির বাইরে জড়ো হন।[৮৬] এরপর আনসারি তার ভাই হাকিম মুহাম্মদ হাসানকে জিজ্ঞেস করেন, তিনি মাহমুদ হাসানকে দিল্লিতে মেহদিয়ান কবরস্থানে দাফন করবেন নাকি মৃতদেহ সরানোর ব্যবস্থা করে তাকে দেওবন্দে কবর দিতে পছন্দ করেন।[৮৫] তার শিক্ষক কাসেম নানুতুবির পাশে কবরস্থ হওয়ার ইচ্ছার কারণে তাকে দেওবন্দে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়।[৮৭] একাধিকবার তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দিল্লির লোকেরা আনসারির বাড়ির বাইরে তার জানাজার নামাজ পড়ে, তারপরে মৃতদেহটি দেওবন্দে স্থানান্তরিত করা হয়। দিল্লি রেলস্টেশনে পৌঁছানোর সাথে সাথে প্রচুর লোক জড়ো হয়ে আরেকটি জানাজার নামাজ পড়ে। পরবর্তীতে মিরাট সিটি রেলওয়ে স্টেশন এবং মিরাট ক্যান্ট রেলস্টেশনেও জানাজার নামাজ পড়া হয়।[৮৭] তার পঞ্চম ও শেষ জানাযার নামাজের ইমামতি করেন তার ভাই হাকিম মুহাম্মদ হাসান এবং তাকে মাজারে কাসেমিতে সমাহিত করা হয়।[৮৭]

তার বেশ কয়েকটি সম্মাননা রয়েছে। আশরাফ আলী থানভী তাকে ‘শায়খুল আলম’ (বিশ্বের নেতা) বলে অভিহিত করেন।[৮৮] থানভী বলেন, ‘আমাদের মতে তিনি ভারত, সিন্ধু, আরব ও অনারবের নেতা’।[৮৮] সাহারানপুরের একটি মেডিকেল কলেজের নাম রাখা হয় শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান মেডিকেল কলেজ[৮৯] ২০১৩ সালের জানুয়ারিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার রেশমি রুমাল আন্দোলনের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন।[৯০]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

উদ্ধৃতি

সম্পাদনা
  1. সম্পাদনা পরিষদ (জুন ১৯৮২)। সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ ২য় খণ্ড। শেরেবাংলা নগর, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ১৮৭–১৮৯। আইএসবিএন 954-06-022-7 
  2. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৪৫।
  3. তৈয়ব ১৯৯০, পৃ. ১৮।
  4. রিজভী ১৯৮০, পৃ. ৯৩-৯৪।
  5. সালাম ও পারভেজ ২০২০, পৃ. ৪৮-৪৯।
  6. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৪৬।
  7. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৪৭।
  8. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৪৮।
  9. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৪৯।
  10. রিজভী ১৯৮১, পৃ. ২০।
  11. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৬৮।
  12. তৈয়ব ১৯৯০, পৃ. ২০।
  13. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৭২।
  14. দেওবন্দি, পৃ. ৭৯।
  15. হাসান, নবাব (১ ডিসেম্বর ২০১৭)। "হযরত শায়খুল হিন্দের উম্মাহর কল্যাণের ধারণা"মিল্লাত টাইমস (উর্দু ভাষায়)। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১ 
  16. সালাম ও পারভেজ ২০২০, পৃ. ১৩৪।
  17. দেওবন্দি ২০১৩, পৃ. ২৯৫।
  18. খিমজী ১৯৯৯, পৃ. ৯২।
  19. সালাম ও পারভেজ ২০২০, পৃ. ১৩৪-১৩৫।
  20. দেওবন্দি ২০০২, পৃ. ৪৫।
  21. ফাতেমা, আমব্রিন (৪ সেপ্টেম্বর ২০১৯)। "সিল্ক লেটার মুভমেন্ট: এ ফ্রিডম স্ট্রাগল ওউভেন ইন সিল্ক" [রেশমি রুমাল আন্দোলনঃ রেশমে বোনা স্বাধীনতা সংগ্রাম]। হেরিটেজ টাইমস (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১ 
  22. দেওবন্দি, মুহাম্মদ মিয়া (২০১৩)। সিল্ক লেটার মুভমেন্ট [রেশমি রুমাল আন্দোলন] (ইংরেজি ভাষায়) (১ম সংস্করণ)। দেওবন্দ; লক্ষ্মী নগর, দিল্লি: শাইখুল হিন্দ একাডেমি; মানক পাবলিকেশন্স। আইএসবিএন 978-93-7831-322-6 
  23. আসির আদ্রাভি ২০১২, পৃ. ১৬৭।
  24. আসির আদ্রাভি ২০১২, পৃ. ১৬৮।
  25. আসির আদ্রাভি ২০১২, পৃ. ১৬৯-১৮৪।
  26. আসির আদ্রাভি ২০১২, পৃ. ১৮৫।
  27. আসির আদ্রাভি ২০১২, পৃ. ১৮৬।
  28. দেওবন্দি ২০১৩, পৃ. ৫৭।
  29. তাবাসসুম ২০০৬, পৃ. ৪৭।
  30. রিজভী ১৯৮১, পৃ. ১৩৭-১৩৮।
  31. ত্রিভেদী ১৯৮২, পৃ. ৬৫৯।
  32. দেওবন্দি ২০০২, পৃ. ৫৬।
  33. তৈয়ব ১৯৯০, পৃ. ৪৯।
  34. দেওবন্দি ২০০২, পৃ. ৫৮।
  35. দেওবন্দি ২০১৩, পৃ. ৫৯-৬০।
  36. দেওবন্দি ২০১৩, পৃ. ৫৯–৬০।
  37. আসির আদ্রাভি ২০১২, পৃ. ১৮৪।
  38. ওয়াস্তি ২০০৬, পৃ. ৭১৫।
  39. দেওবন্দি ২০১৩, পৃ. ৬১।
  40. নাখুদা, ইসমাইল। "হোয়ার ওয়্যার ইন্ডিয়ান মুসলিম স্কলার'স ইন্টার্নড ইন মাল্টা?"। বাসাইর। ৩০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১ 
  41. তৈয়ব ১৯৯০, পৃ. ৭৬।
  42. খিমজী ১৯৯৯, পৃ. ১৪৪।
  43. আসির আদ্রাভি ২০১২, পৃ. ২৮৭।
  44. আসির আদ্রাভি ২০১২, পৃ. ২৯০।
  45. তৈয়ব ১৯৯০, পৃ. ৭৯।
  46. তৈয়ব ১৯৯০, পৃ. ৭৭।
  47. দেওবন্দি, পৃ. ১৪৪।
  48. বশির, ইন্তিফাদা পি. (২৯ অক্টোবর ২০২০)। "জামিয়া মিলিয়া ইসলামিয়া: এ ইউনিভার্সিটি দ্যাট সেলেব্রেটস ডাইভার্সিটি"আউটলুক ইন্ডিয়া। ১৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১ 
  49. "শায়খুল হিন্দ মাহমুদ হাসান: সিম্বল অব ফ্রিডম স্ট্রাগল"মিল্লি গ্যাজেট। ১২ ফেব্রুয়ারি ২০১৬। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১ 
  50. নিজামী ২০১১, পৃ. ২৯।
  51. আসির আদ্রাভি ২০১২, পৃ. ২৯১।
  52. নিজামী ২০১১, পৃ. ৩৩।
  53. ওয়াসিফ দেহলভি ১৯৭০, পৃ. ৫৬।
  54. ওয়াসিফ দেহলভি ১৯৭০, পৃ. ৭৪।
  55. আসির আদ্রাভি ২০১২, পৃ. ২৯৫।
  56. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩০৮।
  57. নিজামী ২০১৮, পৃ. ১৩২।
  58. কাসেমি ১৯৯৯, পৃ. ৬৪।
  59. আসির আদ্রাভি ২০১৬, পৃ. ২৩৩।
  60. রহমান ১৯৬৭, পৃ. ২১৭-২১৮।
  61. মুসা ২০১৫, পৃ. ৭২।
  62. "দি ট্রান্সলেশন অব দি কুরআন"ইসলামী ত্রৈমাসিক। লন্ডন: ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। ৪০–৪১: ২২৮। ১৯৯৬। 
  63. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৩৫–৩৩৬।
  64. হক্কানি ২০০৬, পৃ. ২৬৮।
  65. জামান ২০১৮, পৃ. ২৯২।
  66. সিদ্দিকী, কে. এস (২৫ ডিসেম্বর ২০১৮)। "আল্লামা শাববীর আহমদ উসমানী (রহ.) এবং তার বিখ্যাত তাফসির"দৈনিক ইনকিলাব 
  67. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৩৬।
  68. "শায়খ মুহাম্মদ জাকারিয়া কান্ধলভি"। সেন্ট্রাল মস্ক। ১৯ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১ 
  69. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৩৭।
  70. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৩৮।
  71. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৪৪।
  72. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৫১।
  73. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৩৯।
  74. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৫২।
  75. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৪৫।
  76. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৪৬।
  77. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৪৭।
  78. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৪৮।
  79. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৪৯।
  80. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৬৯।
  81. আসির আদ্রাভি ২০১৬, পৃ. ২২–২৩।
  82. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩৭০।
  83. সাদ সুজাবাদী ২০১৫, পৃ. ২৪-২৫।
  84. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩০৯।
  85. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩১০-৩১১।
  86. সাদ সুজাবাদী ২০১৫, পৃ. ২৬।
  87. আসির আদ্রাভি ২০১২, পৃ. ৩১০-৩১২।
  88. থানভী, আশরাফ আলী। উসমানি, মাহমুদ আশরাফ, সম্পাদক। মালফুজাতে হাকিমুল উম্মত (উর্দু ভাষায়)। । মুলতান: ইদারা তালিফাতে ইসলামিয়া। পৃষ্ঠা ৩০০। 
  89. "সাহারানপুর মেডিকেল কলেজ টু বি নেইমড আফটার মাদনি"টাইমস অব ইন্ডিয়া। ২৪ নভেম্বর ২০১৩। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১ 
  90. "প্রেস রিলিজেস স্পেশ্যাল স্টাম্প অন 'সিল্ক লেটার মুভমেন্ট'"বিজনেস স্টাডিজ। ২৯ জানুয়ারি ২০১৩। ২৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১ 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • আসির আদ্রাভি, নিজামুদ্দিন (এপ্রিল ২০১২)। হযরত শায়খুল হিন্দ হায়াত আওর কারনামে [শায়খুল হিন্দ: জীবন ও কর্ম] (উর্দু ভাষায়)। দেওবন্দ: শায়খুল হিন্দ একাডেমি। 
  • আসির আদ্রাভি, নিজামুদ্দিন (এপ্রিল ২০১৬)। কারওয়ানে রাফতা: তাজকিরাহ মাশাহিরে হিন্দ [অতীতের কাফেলা: ভারতীয় আলেমদের আলোচনা] (উর্দু ভাষায়) (২য় সংস্করণ)। দেওবন্দ: দারুল মুআল্লিফীন। 
  • ওয়াসিফ দেহলভি, হাফিজুর রহমান (১৯৭০)। জমিয়ত উলামা পার এক তারিখি তাবসিরাহ [জমিয়ত উলামার একটি ঐতিহাসিক পর্যালোচনা] (উর্দু ভাষায়)। ওসিএলসি 16907808 
  • ওয়াস্তি, সৈয়দ তানভির (সেপ্টেম্বর ২০০৬)। "দি পলিটিক্যাল এসপিরেশনস অব ইন্ডিয়ান মুসলিমস এন্ড দ্যা অটোমান নেক্সাস"মিডল ইস্টার্ন স্টাডিজ। টেইলর এন্ড ফ্রান্সিস। ৪২ (৫)। ২৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল  থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১ 
  • কাসেমি, কারী মুহাম্মদ তৈয়ব (জুলাই ১৯৯৯)। বুখারী, মুহাম্মদ আকবর শাহ, সম্পাদক। ৫০ মিসাইল শাখছিয়্যাত [৫০ অনুকরণীয় ব্যক্তিত্ব] (উর্দু ভাষায়)। দেওবন্দ: মাকতাবা ফয়জুল কুরআন। 
  • খিমজী, হুসেইন আকবেরেলি (১৯৯৯)। দি লিগ্যাসি অব দ্যা আরলি টুয়েন্টি-সেঞ্চুরি খিলাফত মুভমেন্ট ইন ইন্ডিয়া (গবেষণাপত্র)। টরেন্টো বিশ্ববিদ্যালয়। ২৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১ 
  • জওহর, মোবারক করীম (২০১২)। ভারতের সুফি। কলকাতা, ভারত: করুণা প্রকাশনী। পৃষ্ঠা ২৬২। আইএসবিএন 9878184371574 
  • জামান, মুহাম্মদ কাসিম (২০১৮)। গ্রাফ, বেটটিনা; ক্রাউইটজ, বিরগিট; আমির-মুআজামি, শিরিন, সম্পাদকগণ। "মুসলিম সংস্কৃতি ও সমাজ জানার উপায়: গুদরুন ক্রামারের সম্মানে অধ্যয়ন"সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিকাল স্টাডিজ অব দি মিডল ইস্ট এন্ড এশিয়া। ব্রিল। ১২২: ২৮০-২৯৭। ১৭ মার্চ ২০২২ তারিখে মূল  থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১ 
  • তাবাসসুম, ফারহাত (২০০৬)। ভারতের স্বাধীনতার জন্য দেওবন্দি আলেমদের আন্দোলন (১ম সংস্করণ)। নতুন দিল্লি: জমিয়ত উলামায়ে হিন্দ, মানাক পাবলিকেশন্স। আইএসবিএন 81-7827-147-8। ১৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২ 
  • তৈয়ব, মুহাম্মদ (১৯৯০)। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসানের ভূমিকা (গবেষণাপত্র)। আলিগড়: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ওসিএলসি 1012388751 
  • ত্রিভেদী, রাজ কুমার (১৯৮২)। "প্রথম বিশ্বযুদ্ধে ভারতে টার্কো-জার্মান চক্রান্ত"প্রোসিডিংস অব দ্যা ইন্ডিয়ান হিস্টোরি কংগ্রেস। ইন্ডিয়ান হিস্টোরি কংগ্রেস। ৪৩: ৬৫৯। ৩০ জুলাই ২০২১ তারিখে মূল  থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১ 
  • দেওবন্দি, মুহাম্মদ মিয়া, উলামায়ে হক আওর উনকি মুজাহিদানা কারনামে [হক্কানী আলেম এবং তাদের বিপ্লবী সংগ্রাম], , দেওবন্দ: ফয়সাল পাবলিকেশন্স 
  • দেওবন্দি, মুহাম্মদ মিয়া (জানুয়ারি ২০০২)। আসীরানে মাল্টা [মাল্টার কারাবন্দী] (উর্দু ভাষায়)। দেওবন্দ: কুতুবখানা নঈমিয়া। 
  • দেওবন্দি, মুহাম্মদ মিয়া (২০১৩)। সিল্ক লেটার মুভমেন্ট [রেশমি রুমাল আন্দোলন] (ইংরেজি ভাষায়)। মুহাম্মদুল্লাহ কাসেমি কর্তৃক অনূদিত (১ম সংস্করণ)। শায়খুল হিন্দ একাডেমি, মানাক পাবলিকেশন্স। আইএসবিএন 978-93-7831-322-6 
  • নিজামী, জাফর আহমদ (২০১১)। মেমরানে জামিয়া [জামিয়ার প্রতিষ্ঠাতা] (উর্দু ভাষায়)। নতুন দিল্লি: মাকতাবা জামিয়া। আইএসবিএন 978-81-7587-475-6ওসিএলসি 649685329 
  • নিজামী, জাফর আহমদ (২০১৮)। খান, রাফাকাত আলী, সম্পাদক। আজাদিয়ে হিন্দ কি জাদ্দোজাহদ মে মুসলমানও কা কিরদার ১৮৫৭–১৯৪৭: দিল্লি [ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা, ১৮৫৭–১৯৪৭: দিল্লি] (উর্দু ভাষায়)। নতুন দিল্লি: অবজেক্টিভ স্টাডিজ ইনস্টিটিউট। আইএসবিএন 978-93-84973-07-0 
  • ফারুকী, জিয়াউর রহমান; শরীফ, ইমামুদ্দিন (২০০৩)। শরিয়তপুরী, মুশতাক আহমদ, সম্পাদক। আকাবিরদের জিহাদী জীবন। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুল আশরাফ। পৃষ্ঠা ৭৪–৮৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২ 
  • বিজনুরি, আজিজুর রহমান (২০২১)। শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি (র) জীবন-কর্ম-অবদানঢাকা: দারুত তাকবীর। আইএসবিএন 9789845580434 
  • মুসা, ইব্রাহিম (২০১৫)। হোয়াট ইজ এ মাদ্রাসা?। ইডেনবার্গ: ইডেনবার্গ বিশ্ববিদ্যালয় প্রেস। আইএসবিএন 978-14-6962-013-8। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল  থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২ 
  • রিজভী, সৈয়দ মেহবুব (১৯৮০)। হিস্টোরি অব দারুল উলুম দেওবন্দ। মুরতাজ হুসাইন এফ কুরাইশি কর্তৃক অনূদিত (১ম সংস্করণ)। দারুল উলুম দেওবন্দ: ইদারায়ে এহতেমাম। 
  • রিজভী, সৈয়দ মেহবুব (১৯৮১)। হিস্টোরি অব দারুল উলুম দেওবন্দ। মুরতাজ হুসাইন এফ কুরাইশি কর্তৃক অনূদিত (১ম সংস্করণ)। দারুল উলুম দেওবন্দ: ইদারায়ে এহতেমাম। 
  • সাদ সুজাবাদী, আবু মুহাম্মদ সানাউল্লাহ (২০১৫)। উলামায়ে দেওবন্দ কে আখেরি লামহাত [দেওবন্দি আলেমদের শেষ সময়]। সাহারানপুর: মাকতাবা রশিদিয়্যা। 
  • সালাম, জিয়াউস; পারভেজ, মুহাম্মদ আসলাম (ফেব্রুয়ারি ২০২০)। ইসলামোফোবিয়ার যুগে মাদ্রাসা (১ম সংস্করণ)। সেইজ পাবলিকেশন্স। আইএসবিএন 978-93-5328-929-4। ২০ মার্চ ২০২২ তারিখে মূল  থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২ 
  • হক্কানি, আব্দুল কাইয়ুম (জানুয়ারি ২০০৬)। "আল্লামা শাব্বির আহমদ উসমানি সংখ্যা" (উর্দু ভাষায়)। । পাকিস্তান: আল কাসিম একাডেমি, জামিয়া আবু হুরায়রা। 

আরও পড়ুন

সম্পাদনা