প্রয়াগরাজ
ভারতের উত্তরপ্রদেশের মহানগর।
(এলাহাবাদ থেকে পুনর্নির্দেশিত)
এলাহাবাদ বা প্রয়াগরাজ (হিন্দি: प्रयागराज); ভারতের উত্তর প্রদেশের মহানগর। এই শহরেই যমুনা ও গঙ্গা নদী মিলিত হয়েছে। পৌরাণিক ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থান এলাহাবাদ একটি পরিচিত পর্যটন কেন্দ্র।
এলাহাবাদ प्रयागराज | |
---|---|
শহর | |
প্রয়াগরাজ | |
স্থানাঙ্ক: ২৫°২৭′ উত্তর ৮২°৩০′ পূর্ব / ২৫.৪৫° উত্তর ৮২.৫° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
জেলা | এলাহাবাদ |
সরকার | |
• মেয়র | অভিলাষা গুপ্তা (বিজেপি) |
আয়তন | |
• মোট | ১১৩ বর্গকিমি (৪৪ বর্গমাইল) |
উচ্চতা | ৯৮ মিটার (৩২২ ফুট) |
জনসংখ্যা (২০০১)[১] | |
• মোট | ১২,১৫,৩৪৮ |
• জনঘনত্ব | ১১,০০০/বর্গকিমি (২৮,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• অফিসিয়াল | হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | 211xxx |
টেলিফোন কোড | 91-532 |
যানবাহন নিবন্ধন | UP-70 |
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থান
সম্পাদনাএই শহরে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ভারত সরকারের মানব সম্পদ বিভাগের অন্তর্গত রাজ্যের প্রথম ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থান, প্রয়াগরাজ অবস্থিত।
পরিবহণ
সম্পাদনারেল
সম্পাদনাপ্রয়াগরাজ এ মূলত তিনটি স্টেশন রয়েছে। ২ টি যমুনার উত্তর দিকে (এলাহাবাদ জংশন ও এলাহাবাদ সিটি) ও একটি দক্ষিণ দিকে (চেওঁকি জংশন)। প্রয়াগরাজ জংশন/ALD শহরের প্রধান স্টেশন। হাওড়া দিল্লী রুটের ট্রেন এই স্টেশন ছুঁয়ে যায়। প্রয়াগরাজ সিটি স্টেশন/ALY একটি টার্মিনাল স্টেশন। চেওঁকি জংশন/ACOI বা COI মূলত মধ্যপ্রদেশগামী ট্রেনের জন্য ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে প্রয়াগরাজ সংক্রান্ত মিডিয়া রয়েছে।