পুরানো নৌনী সেতু
পুরানো নৌনী সেতু[১] হল ভারতের অন্যতম পুরানো ও দীর্ঘতম সেতু গুলির মধ্যে একটি। এই সেতু উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ শহরের প্রান্তে অবস্থিত। সেতুটি এলাহাবাদ এর কেন্দ্রস্থলের সঙ্গে এলাহাবাদের উপকন্ঠীয় শহর নৌনীকে যুক্ত করেছে। এই সেতু একই সঙ্গে রেলপথ ও সড়কপথ দ্বারা নৌনী ও এলাহাবাদেক যুক্ত করেছে। নদীটি এলাহাবাদ রেল স্টেশনের সঙ্গে নৌনী জংশন রেলওয়ে স্টেশনকে যুক্ত করে। এটি পুরানো যমুনা সেতু নামেও পরিচিত।এই দ্বিতল বিশিষ্ট সেতুর উপরের ডেকে রেল চলাচল করে এবং নিচের ডেকে সড়ক পথ চালু হয় ১৯২৭ সালে। [২][৩]
পুরানো নৌনী সেতু | |
---|---|
![]() যমুনা নদীর উপর পুরানো নৌনী সেতু | |
স্থানাঙ্ক | ২৫°২৫′২৬″ উত্তর ৮১°৫১′০১″ পূর্ব / ২৫.৪২৩৮৯° উত্তর ৮১.৮৫০২৮° পূর্ব |
বহন করে | ৪ লেন |
স্থান | এলাহাবাদ, ভারত |
বৈশিষ্ট্য | |
নকশা | দ্বিতল বিশিষ্ট, ট্রাস্ট ব্রিজ |
উপাদান | ইস্পাত |
মোট দৈর্ঘ্য | ১,০০৬ মিটার (৩,৩০১ ফুট) |
ইতিহাস | |
নির্মাণ শেষ | ১৮৬৫ |
পরিসংখ্যান | |
টোল | না |
অবস্থান | |
![]() |
বৈশিষ্ট্য
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "old mains bridge"। সংগ্রহের তারিখ ১২-০২-২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ http://wikimapia.org/8292028/Old-Naini-Bridge
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৭।