আব্দুল গাফফার খান
ভারতীয় স্বাধীনতা কর্মী
(খান আবদুল গাফফার খান থেকে পুনর্নির্দেশিত)
আব্দুল গাফফার খান (পশতু: عبدالغفار خان) (৬ ফেব্রুয়ারি ১৮৯০ - ২০ জানুয়ারি ১৯৮৮) ভারতে ব্রিটিশ শাসনে তার অহিংসের জন্য একজন পশতুন বংশোদ্ভূত ভারতীয় রাজনৈতিক হিসেবে পরিচিত ছিলেন। তৎকালীন ভারতের উত্তর- পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করার জন্য তাকে সীমান্ত গান্ধী উপাধী দেয়া হয় বলে ধারণা করা হয়। এছাড়াও তিনি সর্বদাই মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন।[১][২]
আব্দুল গাফফার খান | |
---|---|
জন্ম | ৬ ফেব্রুয়ারি ১৮৯০ |
মৃত্যু | ২০ জানুয়ারি ১৯৮৮ |
প্রতিষ্ঠান | খুদাই খিদমতগার, ন্যাশনাল আওয়ামী পার্টি |
আন্দোলন | ভারতের স্বাধীনতা আন্দোলন |
পুরস্কার | ভারতরত্ন (১৯৮৭) |
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা১৯৬৭ সালে 'নেহেরু পুরস্কার' এবং ১৯৮৭ সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন আব্দুল গাফফার খান। 'ভারতরত্ন' পুরস্কার প্রাপক প্রথম অ-ভারতীয় ব্যক্তি ছিলেন তিনি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Habib, Irfan (September–October 1997). "Civil Disobedience 1930–31". Social Scientist. Social Scientist. 25 (9–10): 43. doi:10.2307/3517680. JSTOR 3517680.
- ↑ Johansen, Robert C. (1997). "Radical Islam and Nonviolence: A Case Study of Religious Empowerment and Constraint Among Pashtuns". Journal of Peace Research. 34 (1): 53–71. doi:10.1177/0022343397034001005