চিশতিয়া তরিকা

ইসলাম ধর্মের একটি সুফি তরিকা

চিশতিয়া ত্বরিকা (ফার্সি: چشتی - Čištī) (আরবি: ششتى - Shishti) হল ইসলাম ধর্মের একটি সুফি তরিকা। বর্তমান আফগানিস্তানের হেরাতের নিকটবর্তী ক্ষুদ্র শহর চিশতে ৯৩০ সালের দিকে এই ধারার উদ্ভব হয়। এতে ভালবাসা, সহিষ্ণুতা ও উদারতার উপর গুরুত্বারোপ করা হয়।[]

মূলত আফগানিস্তানদক্ষিণ এশিয়ায় এই তরিকার অনুসরণ করা হয়। এটি প্রথম চারটি প্রধান সুফি তরিকার (চিশতিয়া, কাদেরিয়া, মোজাদ্দেদীয়া ও নকশবন্দি) অন্যতম। ১২ শতকের মধ্যভাগে মইনুদ্দিন চিশতি লাহোরআজমিরে এই তরিকা আনয়ন করেন। চিশতি তরিকার প্রতিষ্ঠাতা আবু ইশাক শামির পর তিনি এই ধারার অষ্টম ব্যক্তি। বর্তমানে এই তরিকার বেশ কিছু শাখা রয়েছে।[]


গত শতকে এই তরিকা আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ার বাইরে বিস্তার লাভ করেছে। চিশতি শিক্ষকরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকায় তাদের এবং পূর্ণ প্রতিষ্ঠাতা কেন্দ্র স্থাপন করেছেন।

সিলসিলা

সম্পাদনা

চিশতিয়া নিজামিয়া তরিকা:

  1. হজরত মুহাম্মদ (সা.)
  2. হজরত আলী (রা.)
  3. হাসান বসরী
  4. আব্দুল ওয়াহিদ ইবনে যাইদ
  5. আল-ফুযাইল ইবনে আইয়াদ
  6. ইব্রাহিম ইবনে আদহাম বালখী
  7. খাজা সাজিদ উদ্দিন হুজায়ফা আল মারাশি
  8. আবু হুবায়রা আল বসরি
  9. খাজা মুমশাদ উলু আদ-দিনাওয়ারি
  10. আবু ইসহাক শামী
  11. আবু আহমদ আবদাল চিশতি
  12. খাজা আবু মুহাম্মাদ চিশতি
  13. খাজা আবু ইউসুফ নাসিরউদ্দীন ইবনে সামনান
  14. খাজা মাওদুদ চিশতি
  15. খাজা হাজি শরীফ জান্দানি
  16. খাজা উসমান হারুনী
  17. খাজা মঈনুদ্দিন চিশতী
  18. খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী
  19. খাজা ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশকার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ernst, Carl W. and Lawrence, Bruce B. (2002) Sufi Martyrs of Love: The Chishti Order in South Asia and Beyond Palgrave Macmillan, New York, p. 1 আইএসবিএন ১-৪০৩৯-৬০২৬-৭
  2. Rozehnal, Robert. Islamic Sufism Unbound: Politics and Piety in Twenty-First Century Pakistan. Palgrave MacMillan, 2007. Print.