হাসান বসরি
হাসান বসরি’র (আরবি: الحسن بن أبي الحسن البصري) পুরো নাম আল হাসান ইবনে আবিল হাসান আল বসরি। তাঁর জীবনকাল ৬৪২ – ৭২৮ খ্রীস্টাব্দ। তিনি ছিলেন একজন প্রখ্যাত মুসলিম ধর্মতাত্ত্বিক।[১] তিনি পারস্য বংশোদ্ভুত পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন; আর বড় হয়েছিলেন উম্মে সালামার ঘরে। হাসান বসরী অনেক সাহাবির সাথে সাক্ষাৎ করেছিলেন। বলা হয় যে, বদর যুদ্ধে সৈনিক হিসেবে অংশগ্রহণকারী সত্তরজন সাহাবীর সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। সুফি সাধনার দিক দিয়ে তিনি হযরত আলীর অনুসারী ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ছিলেন তাঁর প্রজন্মের অন্যতম প্রভাবশালী সুফি ব্যক্তিত্ব । তিনি ১১০ হিজরি সালের ৫ রজব তারিখে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সমগ্র বসরার প্রায় সকল মানুষ তাঁর জানাজায় অংশ নিয়েছিলেন। এই কারণে আসরের নামাজের সময় বসরার জামে মসজিদ খালি ছিল। বসরার ইতিহাসে এমন ঘটনা ছিল এটাই প্রথম। অন্যান্য সুফি সাধকদের কাছেও তিনি একজন অনুকরণীয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। তাঁর ব্যক্তিত্ব সমসাময়িক সুফি সাধকদের উপর গভীর প্রভাব ফেলেছিল।
ইমাম হাসান বসরি | |
---|---|
ধর্মতাত্ত্বিক, আরবি ভাষা | |
জন্ম | আনুমানিক ৬৪২ খ্রিষ্টাব্দ/২১ হিজরি মদিনা |
মৃত্যু | আনুমানিক ৭২৮ খ্রিষ্টাব্দ/শুক্রবার ৫ রজব ১১০ হিজরি বসরা |
শ্রদ্ধাজ্ঞাপন | ইসলাম |
যার দ্বারা প্রভাবিত | ইসলামের নবী |
ঐতিহ্য বা ধরন | ইসলামের তাবেঈ, তাবেঈ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Frye, R. N.; Fisher, William Bayne; Frye, Richard Nelson; Avery, Peter; Boyle, John Andrew; Gershevitch, Ilya; Jackson, Peter (১৯৭৫-০৬-২৬)। The Cambridge History of Iran (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। পৃষ্ঠা ৪৪৯। আইএসবিএন 978-0-521-20093-6।
- Christopher Melchert, "ḤASANBAṢRI, ABU SAʿID B. ABI’L-ḤASAN YASĀR[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]", in Encyclopædia Iranica
- Sulaiman Ali Mourad (2005), Early Islam Between Myth and History: Al-Hasan Al-Baṣrī (d. 110H/728CE) and the Formation of His Legacy in the Formation of Classical Islamic Scholarship, Leiden: Brill, আইএসবিএন ৯০-০৪-১৪৮২৯-৯