উইকিপিডিয়া:আজাকি সংগ্রহশালা/২০২১/জুন
এটি উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি বিভাগে প্রদর্শিত ভুক্তিসমূহের একটি সংগ্রহশালা। তারিখ অনুসারে ভুক্তিগুলো নির্দিষ্ট মাসের পাতায় যুক্ত করুন।
২০২৪ | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | নাই | নাই | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০২৩ | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০২২ | জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০২১ | জানুয়ারি | ফেব্রুয়ারি | নাই | নাই | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০২০ | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | সেপ্টেম্বর | নাই | নাই | ডিসেম্বর |
২০১৯ | জানুয়ারি | নাই | নাই | এপ্রিল | নাই | নাই | নাই | নাই | নাই | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
২০১৮ | জানুয়ারি | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই | নাই |
২০০৭-২০১৭ (অপরিবর্তিত ৬৫টি বাক্স): সংগ্রহশালা ১ || সংগ্রহশালা ২ || সংগ্রহশালা ৩ || সংগ্রহশালা ৪
জুন
সম্পাদনা২৫ জুন ২০২১
সম্পাদনা- ... উজাইরকে ইহুদিরা "ঈশ্বরের পুত্র" মনে করতো?
- ... ০.৫ শতাংশের কম পরিমাণ অ্যালকোহল মিশ্রিত পানীয়কে কোমল পানীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়?
- ... পৃথিবীর সবচেয়ে ছোট উদ্যান মিল এন্ডস উদ্যান (চিত্রে) পোর্টল্যান্ড শহরে একটি সড়ক দ্বীপের উপর অবস্থিত?
- ... জার্মান রসায়নবিদ হান্স ফন পেখমান ডায়াজোমিথেন অনুসন্ধানের সময় দৈবক্রমে পলিথিন আবিষ্কার করেন?
- ... ইউরেনাস গ্রহের প্রাকৃতিক উপগ্রহ জুলিয়েটের নামকরণ করা হয়েছে শেকসপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের নায়িকার নামানুসারে?
- ... মহাভারত অনুযায়ী অপ্সরা তিলোত্তমা (চিত্রায়িত) এতোই দৃষ্টিন্দন ছিল যে তাকে দেখার জন্য দেবরাজ ইন্দ্র নিজের শরীরে এক হাজার লাল চোখের বিকাশ করেছিলেন?
৩০ জুন ২০২১
সম্পাদনা- ... স্বর্গ হ্রদ (চিত্রে) সমুদ্রপৃষ্ঠ হতে সবচেয়ে উঁচুতে অবস্থিত আগ্নেয়গিরির জ্বালামুখে সৃষ্ঠ হ্রদ?
- ... মিঠাপানির হাইড্রার প্রজনন পানিতে থাকা কার্বন ডাই অক্সাইডের মাত্রার উপর নির্ভরশীল?
- ... ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির ১৬ দিনের মধ্যে ১ বিলিয়ন ডলার আয় করে?
- ... লাইকা সিগারেটটি সোভিয়েত ইউনিয়ন সরকার ১৯৫৭ সালে লাইকার সম্মানে উৎপাদন শুরু করেছিল?
- ... কোয়ার্ক শব্দটি মূলত জেমস জয়েসের উপন্যাস ফিনেগান্স ওয়েক-এর "মাস্টার মার্কের তিনটি কোয়ার্ক" বাক্যাংশ থেকে এসেছে?
- ... কোকা ডে মার নারকেলের একটি বীজের ওজনই ৩০ কেজি পর্যন্ত হয় (চিত্রে); যা এপর্যন্ত পাওয়া সকল উদ্ভিদবীজের মধ্যে সবচেয়ে ওজনদার এবং আকারে সর্ববৃহৎ?