নিজাম প্যালেস (কলকাতা)
নিজাম প্যালেস ভারতীয় বঙ্গের রাজধানী কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু রোডে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি ১৯৩৩ সালে নির্মিত হয়। সপ্তম নিজাম উসমান আলি খান এই প্রাসাদটি আর্মেনীয় বংশদ্ভূত জোহানেস ক্যারাপির কাছ থেকে ক্রয় করেন যিনি জে.সি গালস্টৌন (১৮৫৯-১৯৪৭) নামেও পরিচিত। ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ড এই ভবনের অতিথি ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ঐতিহাসিক ভবনটি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছিলো।[১]
নিজাম প্যালেস | |
---|---|
প্রাক্তন নাম | গালস্টৌন পার্ক সাবা প্যালেস |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
স্থানাঙ্ক | ২২°৩২′২৭″ উত্তর ৮৮°২১′০৪″ পূর্ব / ২২.৫৪০৭৫৬° উত্তর ৮৮.৩৫১১৪২° পূর্ব |
সম্পূর্ণ | ১৯৩৩ |
স্বত্বাধিকারী | ভারত সরকার |
ইতিহাস
সম্পাদনাগালস্টৌন এই প্রাসাদটি তার স্ত্রীকে ভালোবাসার প্রমাণস্বরূপ নির্মাণ করে এর নাম দিয়েছিলেন গালস্টৌন পার্ক। পরে ১৯৩৩ সালে এটি হায়দ্রাবাদের নিজাম উসমান আলি খানের কাছে বিক্রয় করা হয়। ক্রয়ের পর নিজাম এই প্রাসাদের নাম দেন সাবা প্যালেস। পরবর্তীতে এর নাম বদলে হয় নিজাম প্যালেস।[২]
মালিকানা সংক্রান্ত রহস্যময়তা
সম্পাদনাযদিও ইতিহাস অনুসারে এই প্রাসাদ হায়দ্রাবাদের নিজাম গালস্টৌনের নিকট থেকে কিনে নিয়েছিলেন কিন্তু এর বিপরীতে কোন দলিল-দস্তাবেজ পাওয়া যায়না। কবে এই ভবন নির্মাণের ইতিহাস কোথাও নেই যা ইতিহাসবিদদের কাছে রহস্যময়। কলকাতা পৌরসংস্থার ঐতিহ্যবাহী স্থানের তালিকায় এর নাম থাকলেও এই ভবনের মালিক কে ছিলেন তা উল্লেখ নেই।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ruins of memory"। দ্য টেলিগ্রাফ (ভারত) (ইংরেজি ভাষায়)। ৩১ মে ২০০৯। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৭।
- ↑ ক খ গাঙ্গুলি, সার্থক (৭ আগস্ট ২০১৭)। "Link to decode ownership history of Nizam palace in Kolkata missing"। টাইমস অফ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৭।