পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়
পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয় (ইংরেজি: West Bengal National University of Juridical Sciences, ওয়েস্ট বেঙ্গল ন্যাশানাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস; সংক্ষেপে ডব্লিউবিএনইউজেএস বা এনইউজেএস) কলকাতার একটি আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। এটি কলকাতার উপনগরী বিধাননগরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আইনবিজ্ঞানের পাঠ দেওয়া হয়। এই বিশ্ববিদ্যালয়টি অগ্রণী জাতীয় আইন শিক্ষাপ্রতিষ্ঠানগুলির অন্যতম।[১] এখানে ভারতের বার কাউন্সিল প্রস্তাবিত ও প্রযুক্ত পাঁচ বছরের আইন ডিগ্রি মডেলে শিক্ষাদান করা হয়।
নীতিবাক্য | যুক্তিহীনা বিচারেতু ধর্মহানি প্রজায়তে (যুক্তিহীন বিচার ধর্ম ধ্বংস করে) |
---|---|
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৯৯ |
প্রতিষ্ঠাতা | জ্যোতি বসু |
আচার্য | জাস্টিস পি সতসিভম, ভারতের প্রাক্তন বিচারপতি |
উপাচার্য | প্রফেসর ডঃ পি ইশ্বর ভাট |
স্নাতক | ৬০০ |
স্নাতকোত্তর | ১০ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহরাঞ্চলীয়, ৫ একর |
অধিভুক্তি | ভারতের বার কাউন্সিল; বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) |
ওয়েবসাইট | www.nujs.edu |
১৯৯৯ সালে ভারতের বার কাউন্সিল পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় এই বিশ্ববিদ্যালয়কে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর "মস্তিষ্কপ্রসূত" বলে বর্ণনা করেছিলেন।[২] উল্লেখ্য, জ্যোতি বসু স্বয়ং ছিলেন একজন মিডল টেম্পল ইন'স ব্যারিস্টার।
উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশেষ খ্যাতি অর্জন করেছে। লেক্সিসনেক্সিস হ্যালবেরি ল মান্থলি হায়দরাবাদের ন্যাশানাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিক অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি এবং বেঙ্গালুরুর ন্যাশানাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির সঙ্গে এই বিশ্ববিদ্যালয়কে "টায়ার ওয়ান" আইন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়েছে।[৩] ২০০৯ সালে আউটলুক পত্রিকা এই বিশ্ববিদ্যালয়কে ভারতের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ আইন শিক্ষাপ্রতিষ্ঠান বলে উল্লেখ করে।[৪] এর আগে ২০০৮ সালে ওয়াল স্ট্রিট জার্নাল ও মিন্ট ভারতের তৃতীয় সর্বশ্রেষ্ঠ আইন শিক্ষাপ্রতিষ্ঠান বলে উল্লেখ করেছিল।[৫] জনপ্রিয় গণমাধ্যমগুলি এই বিশ্ববিদ্যালয়কে "শ্রেষ্ঠ তিন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের অন্যতম"[৬] (দ্য হিন্দু), "দেশে আইন শিক্ষার ক্ষেত্রে সর্বাপেক্ষা সম্মানজনক প্রতিষ্ঠানগুলির অন্যতম"[৭] (দ্য টেলিগ্রাফ), এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কৃতিত্ব "তিন বছরের মধ্যে কলকাতাকে বিশ্বমানচিত্রে স্থান করে দেবে"[৮] (দ্য টাইমস অফ ইন্ডিয়া) বলে বর্ণনা করে থাকে।
ইতিহাস
সম্পাদনা১৯৯৯ সালে বার কাউন্সিল অফ ইন্ডিয়া ও পশ্চিম বঙ্গ সরকারের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সুচনা হয়।
কৃতি ছাত্রছাত্রী
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ Somnath Chatterjee's Address at the Second Annual Convocation of the West Bengal National University of Juridical Sciences, Kolkata, 23 June 2007, accessed 21 June 2008
- ↑ Top Law Schools in India and Abroad ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জুলাই ২০১১ তারিখে, Halsbury's Law Monthly, December 2007, accessed 21 June 2008
- ↑ Top 15 Law Schools[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], accessed 15 June 2009
- ↑ HT-WSJ Rankings for the TOP 15 LAW COLLEGES IN INDIA 2008 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে, accessed 23 June 2008
- ↑ NLUs, a preferred recruitment destination ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ নভেম্বর ২০১২ তারিখে, accessed 21 June 2008
- ↑ An eye on law January 18, 2007, accessed 21 June 2008
- ↑ By law: NUJS is the world champion.[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] 16 May 2003, accessed 21 June 2008
বহিঃসংযোগ
সম্পাদনা- Official website
- NUJS Law Review
- OUTLAWED: The Annual NUJS Fest - official website
- "The Law School Experience", The Hindu ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জানুয়ারি ২০১১ তারিখে
- "Quota at IIMs, IITs will not help disadvantaged: Narayanamurthy", The Hindu ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জানুয়ারি ২০১১ তারিখে
- "The Society for Global Democracy",[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- "Leading law schools of India"