আমজাদ আলি খান

ভারতীয় সুরকার

আমজাদ আলি খান (উর্দু: امجد علی خان‎‎) (জন্ম: ৯ অক্টোবর, ১৯৪৫ - ) একজন স্বনামধন্য ভারতীয় সরোদবাদক তথা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। আমজাদ আলি খানের জন্মও এক স্বনামধন্য সঙ্গীতজ্ঞ পরিবারে। ১৯৬০-এর দশক থেকে তিনি আন্তর্জাতিক স্তরে সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ২০০১ সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত করা হয়।

আমজাদ আলি খান
কোচিতে একটি সঙ্গীতানুষ্ঠানে আমজাদ আলি খান, ২০০৮
কোচিতে একটি সঙ্গীতানুষ্ঠানে আমজাদ আলি খান, ২০০৮
প্রাথমিক তথ্য
জন্মনামমাসুম আলি খান
জন্ম (1945-10-09) ৯ অক্টোবর ১৯৪৫ (বয়স ৭৮)
গোয়ালিয়র, মধ্য প্রদেশ ও বেরার, ব্রিটিশ ভারত
ধরনহিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত
বাদ্যযন্ত্রসরোদ
ওয়েবসাইটsarod.com

প্রথম জীবন ও কর্মজীবন সম্পাদনা

১৯৪৫ সালের ৯ অক্টোবর গোয়ালিয়রে আমজাদ আলি খানের জন্ম হয়। তার জন্মগত নাম ছিল মাসুম আলি খান। তিনি ছিলেন গোয়ালিয়র রাজসভার সভাগায়ক হাফিজ আলি খান ও রাহাৎ জাহানের ছয় সন্তানের কনিষ্ঠতম।[১][২] তার পরিবার বঙ্গাশ ঘরানার উত্তরপুরুষ যাঁরা নিজেদের সরোদের আবিষ্কর্তা বলে দাবি করেন।[২][৩][৪] এক সাধু তার নাম পরিবর্তন করে আমজাদ রাখেন।[১] পিতার নিকট আমজাদ সঙ্গীতে তালিম নেন।[১] তিনি অত্যন্ত অল্পবয়স থেকেই নানা স্থানে অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন।[১]

১৯৬৩ সালে আমজাদ আলি খান প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে সরোদ বাজান। ২০০০-এর দশক পর্যন্ত এদেশে একাধিক অনুষ্ঠানে তাকে সপুত্র সরোদ বাজাতে দেখা গেছে।[১][৫] সারা জীবন ধরে তিনি তার বাদ্যযন্ত্রের উন্নতিতে নানা পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন।[৩] আমজাদ আলি খান হংকং ফিলহার্মোনিক অর্কেস্ট্রায় সরোদ বাজিয়েছেন এবং নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন।[২]

স্বীকৃতি ও সম্মাননা সম্পাদনা

১৯৮৯ সালে আমজাদ আলি খান সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার লাভ করেন। ভারত সরকার তাকে ১৯৭৫ সালে পদ্মশ্রী, ১৯৯১ সালে পদ্মভূষণ ও ২০০১ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে।[৬][৭] ২০০৪ সালে তিনি লাভ করেন ফুকুওকা এশীয় সংস্কৃতি পুরস্কার[৮] ১৯৮৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ম্যাসাচুসেট্‌স ২০ এপ্রিল তারিখটিকে আমজাদ আলি খান দিবস ঘোষণা করেছিল।[৯] ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের হস্টন, টেক্সাস, ন্যাশভিলে, টেনেসি তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। ২০০৭ সালে টুলসা, ওকলাহামাও তাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়।[৯]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আমজাদ আলি খান ১৯৭২ সালে ডায়াবেটিস আক্রান্ত পিতার মৃত্যুর আগে পর্যন্ত তার সেবা করেছেন।[১] এই সময় তার পরিবার তার বিবাহ দিলেও তা ব্যর্থ হয়। পরে ১৯৭৬ সালের ২৫ সেপ্টেম্বর আমজাদ দ্বিতীয়বার বিবাহ করেন ভরতনট্যম শিল্পী শুভলক্ষ্মী বড়ুয়াকে।[১] শুভলক্ষ্মী ছিলেন অসমের বাসিন্দা। বিবাহের পর তিনি নাচ ছেড়ে দেন।[১০] তাদের দুই পুত্রের জন্ম হয় – জ্যেষ্ঠ পুত আমান ও কনিষ্ঠ পুত্র আয়ান। দুজনেই পিতার নিকট সঙ্গীতে তালিম নেন।[১] আমজাদ আলি খান মুসলমান হলেও তার স্ত্রী হিন্দু[২] গোয়ালিয়ারে তার পৈতৃক ভবনটি এখন একটিসঙ্গীত চর্চা কেন্দ্র। বর্তমানে তিনি সপরিবারে নতুন দিল্লিতে বাস করেন।[১১][১২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sawhney, Anubha (২৩ নভেম্বর ২০০৩)। "Amjad Ali Khan, unplugged"Times News NetworkThe Times of India। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 
  2. Bhatia, Shyam (১ অক্টোবর ২০০২)। "The sound of sarod music"Rediff.com। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 
  3. Weisman, Steven R. (৭ জুন ১৯৮৮)। "Traditionalist Reshapes India's Ancient Sarod"The New York Times। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 
  4. Rockwell, John (২৪ ফেব্রুয়ারি ১৯৯১)। "Review/Music; Another Indian Master, This Time of the Sarod"The New York Times। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 
  5. Ratliff, Ben (৩০ অক্টোবর ২০০৬)। "From India, a Sarod Dynasty Represented by Father and Sons"The New York Times। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 
  6. "SNA: List of Akademi Awardees – Instrumental – Sarod"Sangeet Natak Akademi। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "Padma Awards"Ministry of Communications and Information Technology। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 
  8. "Amjad Ali Khan – The 15th Fukuoka Asian Culture Prizes 2004"। Asian Month। ২০০৯। ৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 
  9. "Amjad Ali Khan honoured in the US"Press Trust of India। The Times of India। ১১ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 
  10. "Zakir Hussain and Bangash brothers' ode to heritage"The Tribune। ১৩ ডিসেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 
  11. Ramnarayan, Gowri (৮ জানুয়ারি ২০০৬)। "Commitment to tradition"The Hindu। ১০ জানুয়ারি ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 
  12. Steinberg, David (১১ এপ্রিল ২০০৪)। "Sarod player preaches music"Albuquerque Journal। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা