প্যালাডিয়াম একটি রাসায়নিক মৌল। এর রাসায়নিক চিহ্ন Pd এবং পারমাণবিক সংখ্যা ৪৬। এটি দেখতে রুপোলি সাদা। এই ১৮০৩ সালে বৃটিশ রসায়নবিদ উইলিয়াম হাইড উলস্টন ( William Hyde Wollaston ) এই ধাতুটি আবিষ্কার করেন। তিনি ‘প্যালাস’ নামে একটি গ্রহাণুর নাম অনুসারে এই ধাতুটির নাম রাখেন প্যালাডিয়াম। গ্রিকের দেবী অ্যাথেনার অন্য নাম প্যালাস। গ্রিক পুরাণে অ্যাথেনা তার বন্ধু প্যালাসকে খুন করেন। তারপর নিজেই ঐ নামে পরিচিতা হন।
↑মেইজা, জুরিস; ও অন্যান্য (২০১৬)। "Atomic weights of the elements 2013 (IUPAC Technical Report)" [মৌলের পারমাণবিক ওজন ২০১৩ (আইইউপিএসি প্রযুক্তিগত প্রতিবেদন)]। পিওর অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি (ইংরেজি ভাষায়)। ৮৮ (৩): ২৬৫–৯১। ডিওআই:10.1515/pac-2015-0305।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)