নেপচুনিয়াম
নেপচুনিয়াম পর্যায় সারণীর অ্যাক্টিনাইড সিরিজের তথা গ্রুপ 3B এর অন্তর্গত একটি তেজস্ক্রিয় মৌল। প্রথম কৃত্রিমভাবে প্রস্তুতকৃত ট্রান্সইউরেনিয়াম মৌল হিসেবেও এর পরিচিতি রয়েছে। এটি রৌপ্য বর্ণের ধাতব পদার্থ।
উচ্চারণ | /nɛpˈtjuːniəm/ | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | silvery metallic | |||||||||||||||||||||||||
পর্যায় সারণিতে নেপচুনিয়াম | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
পারমাণবিক সংখ্যা | ৯৩ | |||||||||||||||||||||||||
গ্রুপ | এফ-ব্লক গ্রুপ (no number) | |||||||||||||||||||||||||
পর্যায় | পর্যায় ৭ | |||||||||||||||||||||||||
ব্লক | f-block | |||||||||||||||||||||||||
ইলেকট্রন বিন্যাস | [Rn] ৫f৪ ৬d১ ৭s২ | |||||||||||||||||||||||||
প্রতিটি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা | 2, 8, 18, 32, 22, 9, 2 | |||||||||||||||||||||||||
ভৌত বৈশিষ্ট্য | ||||||||||||||||||||||||||
গলনাঙ্ক | 912±3 কে (639±3 °সে, 1182±5 °ফা) | |||||||||||||||||||||||||
স্ফুটনাঙ্ক | 4447 K (4174 °সে, 7545 °ফা) (extrapolated) | |||||||||||||||||||||||||
ঘনত্ব (ক.তা.-র কাছে) | alpha: 20.45 g·cm−৩[১] (০ °সে-এ, ১০১.৩২৫ kPa) accepted standard value: 19.38 g·cm−৩ | |||||||||||||||||||||||||
ফিউশনের এনথালপি | 5.19 kJ·mol−১ | |||||||||||||||||||||||||
বাষ্পীভবনের এনথালপি | 336 kJ·mol−১ | |||||||||||||||||||||||||
তাপ ধারকত্ব | 29.46 J·mol−১·K−১ | |||||||||||||||||||||||||
বাষ্প চাপ
| ||||||||||||||||||||||||||
পারমাণবিক বৈশিষ্ট্য | ||||||||||||||||||||||||||
তড়িৎ-চুম্বকত্ব | 1.36 (পলিং স্কেল) | |||||||||||||||||||||||||
আয়নীকরণ বিভব | ১ম: 604.5 kJ·mol−১ | |||||||||||||||||||||||||
পারমাণবিক ব্যাসার্ধ | empirical: 155 pm | |||||||||||||||||||||||||
সমযোজী ব্যাসার্ধ | 190±1 pm | |||||||||||||||||||||||||
বিবিধ | ||||||||||||||||||||||||||
কেলাসের গঠন | orthorhombic | |||||||||||||||||||||||||
তাপীয় পরিবাহিতা | 6.3 W·m−১·K−১ | |||||||||||||||||||||||||
তড়িৎ রোধকত্ব ও পরিবাহিতা | 1.220 µΩ·m (at 22 °C) | |||||||||||||||||||||||||
চুম্বকত্ব | paramagnetic[২] | |||||||||||||||||||||||||
ক্যাস নিবন্ধন সংখ্যা | 7439-99-8 | |||||||||||||||||||||||||
ইতিহাস | ||||||||||||||||||||||||||
নামকরণ | after planet Neptune, itself named after Roman god of the sea Neptune | |||||||||||||||||||||||||
আবিষ্কার | এডউইন মাটিসন ম্যাকমিলান এবং Philip H. Abelson (১৯৪০) | |||||||||||||||||||||||||
নেপচুনিয়ামের আইসোটোপ | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
আবিষ্কার
সম্পাদনাএডুইন ম্যাটিসন ম্যাকমিলান (Edwin Mattison McMillan) এবং ফিলিপ হগ অ্যাবেলসন (Philip Hauge Abelson) নামক দুজন বিজ্ঞানী সর্বপ্রথম ১৯৪০ সালে নেপচুনিয়াম তৈরি করেন। তারা ইউরেনিয়ামের আকরিকের নিউট্রন আবেশিত ট্রান্সমিউটেশন বিক্রিয়ার (Neutron-induced Transmutation Reaction) মাধ্যমে এটি প্রস্তুত করেন। মূলত সাইক্লোট্রন নামক যন্ত্র থেকে উচ্চ দ্রুতিসম্পন্ন নিউট্রন দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করার ফলে এটি উদ্ভাবনের সম্ভাবনা সৃষ্টি হয়।
সাধারণ বৈশিষ্ট্য
সম্পাদনাব্রিডার চুল্লীর মাধ্যমে ইউরেনিয়াম-২৩৮ থেকে প্লুটোনিয়াম তৈরির সময় উপজাত হিসেবে নেপচুনিয়াম উৎপাদিত হয়। এ ক্ষেত্রে সাধারণত প্লুটোনিয়ামের ১০০০ ভাগের ১ ভাগ নেপচুনিয়াম উৎপাদিত হয়।
এটি সাধারণত তিনটি কেলাস গঠন প্রদান করে। তবে কক্ষ তাপমাত্রায় আলফা-অর্থোরম্বিক গঠন দেখায়। রাসায়নিকভাবে সক্রিয় এ মৌলটির ধর্ম অনেকটা ইউরেনিয়াসের মতই। জলীয় দ্রবনে এটি বিভিন্ন আয়নের জন্য বিভিন্ন বৈশিষ্ট্যমূলক বর্ণ প্রদান করে। যেমন :
- Np3+ = হালকা পার্পল
- Np4+ = হালকা হলুদাভ সবুজ
- (NpO2)+ = সবুজাভ নীল
- NpO2+ = অ্যানায়নের উপর নির্ভর করে বর্ণহীন থেকে গোলাপী অথবা হলুদাভ সবুজের মধ্যে পরিবর্তনশীল
আইসোটোপ
সম্পাদনানেপচুনিয়ামের সকল আইসোটোপই তেজম্ক্রিয়। সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ হচ্ছে নেপচুনিয়াম-২৩৭ যার অর্ধায়ুকাল ২,১৪০,০০০ বছর। আর সবচেয়ে অস্থিতিশীল আইসোটোপ হচ্ছে নেপচুনিয়াম-২৩২ যার অর্ধায়ুকাল ১৩ মিনিট।
ব্যবহার
সম্পাদনানিবন্ধের উৎস
সম্পাদনা- উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - প্রফেসর মো. মহির উদ্দিন, লায়লা মুসতারিন, ড. তানভীর মুসলিম, হাছিনা বেগম।
- উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - ড. সরোজ কান্তি সিংহ হাজারী, হারাধন নাগ।
- ব্রিটানিকা বিশ্বকোষ (Encyclopedia Britannica)
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sanchez, Rene G.; Loaiza, David J.; Kimpland, Robert H.; Hayes, David K.; Cappiello, Charlene C.; Myers, William L.; Jaegers, Peter J.; Clement, Steven D.; Butterfield, Kenneth B.। "Criticality of a 237Np Sphere" (পিডিএফ)। Japanese Atomic Energy Agency। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৬।
- ↑ Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.