ঘনত্ব

কোন বস্তুর একক আয়তনের ভর

কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। আন্তর্জাতিক পদ্ধতিতে (এস.আই) এর একক কিলোগ্রাম প্রতি ঘনমিটার (Kg m−3)। ঘনত্বের সাথে আপেক্ষিক গুরুত্বের (কোন বিশেষ তাপমাত্রায় উক্ত বস্তুর ঘনত্ব এবং কোন আদর্শ বস্তুর ঘনত্বের অনুপাত) বিশেষ সম্পর্ক রয়েছে। ঘনত্বকে সাধারণত (ρ) (গ্রীক অক্ষর 'রো') দ্বারা প্রকাশ করা হয়; যদিও কোন কোন ক্ষেত্রে একে ল্যাটিন অক্ষর D দ্বারাও প্রকাশ করতে দেখা যায়। বস্তুর ভরকে (m) তার আয়তন (V) দ্বারা ভাগ করলে প্রাপ্ত ফলাফলকে ঘনত্ব (ρ) হিসেবে প্রকাশ করা হয়।[১] এর সমীকরণ:

ঘনত্ব
ভিন্ন ঘনত্ববিশিষ্ট বিভিন্ন রঙিন তরলযুক্ত একটি মাপন সিলিন্ডার
সাধারণ প্রতীক
ρ, D
এসআই একককেজি/মিটার
সংকীর্ণ এবং ব্যাপক বৈশিষ্ট্য?না
সংকীর্ণ?হ্যাঁ
সংরক্ষিত?না
অন্যান্য রাশি হতে উৎপত্তি
মাত্রা

যেকোন বস্তুর ঘনত্ব তার তাপমাত্রার উপর নির্ভরশীল; তবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটি চাপ এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। ভরের পরিবর্তে ওজন ব্যবহার করা হলে তাকে ওজন-ঘনত্ব বলা হয়; একক আয়তনে বস্তুর ওজনকে তার ওজন-ঘনত্ব বলে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. The National Aeronautic and Atmospheric Administration's Glenn Research Center"Gas Density Glenn research Center"। grc.nasa.gov। এপ্রিল ১৪, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৯, ২০১৩