ব্লক (পর্যায় সারণী)

(Periodic table block থেকে পুনর্নির্দেশিত)

ব্লক (ইংরেজি: Block) হল পাশাপাশি অবস্থিত পর্যায় সারণীর শ্রেণীসমূহের একটি সেট। প্রতিটি মৌলের সর্বশেষ শক্তিস্তরের অবস্থিত ইলেকট্রনটি যে অরবিটালে অবস্থান নেয় তাকে সেই ব্লকের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ অরবিটালের নাম অনুসারেই ব্লকের নামকরণ করা হয়। এ হিসেবে পর্যায় সারণীর ব্লকগুলো হচ্ছে:

একটি পর্যায় সারণী (বর্ধিত) যেখানে s-ব্লক, p-ব্লক, d-ব্লক এবং f-ব্লক প্রদর্শিত হয়েছে