কার্বন শ্রেণি
(কার্বন গ্রুপ থেকে পুনর্নির্দেশিত)
পর্যায় সারণিতে কার্বন শ্রেণি (১৪) | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
↓ পর্যায় | ||||||||||||
২ | 6 C | |||||||||||
৩ | 14 Si | |||||||||||
৪ | 32 Ge | |||||||||||
৫ | 50 Sn | |||||||||||
৬ | 82 Pb | |||||||||||
৭ | 114 Fl | |||||||||||
|
কার্বন শ্রেণী গঠিত হয়েছে পর্যায় সারণির কার্বন (C),সিলিকন (Si), জার্মেনিয়াম (Ge), টিন (Sn), সীসা (Pb) এবং ফ্লেরোভিয়াম (Fl) মৌলগুলির সমন্বয়ে।
নতুন আইইউপিএসি নিয়ম অনুযায়ী এটিকে চতুর্দশ শ্রেণী'/১৪তম শ্রেণী অথবা Group 14 বলা হয়ে থাকে। পুরাতন সিএএস অনুযায়ী এই শ্রেণীটিকে বলা হত, Group IVB এবং Group IVA।[১] যদিও অর্ধপরিবাহী পদার্থবিজ্ঞানে এটিকে এখনো Group IV হিসেবে ডাকা হয়ে থাকে। এই শ্রেণীটিকে চতুর্থী শ্রেণী-ও বলা হয়ে থাকে (টেট্রাগ্রুপ; গ্রিক ভাষায় চার সংখ্যা বোঝাতে "ট্রেট্রা" শব্দটি ব্যবহার করা হয়)।
ধর্ম
সম্পাদনারাসায়নিক ধর্ম
সম্পাদনাঅন্যান্য শ্রেণীর মৌলগুলোর মত, এই শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রেও তাদের ইলেকট্রন বিন্যাসের পরিবর্তনের সাথে সাথে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলির ক্রমপরিবর্তন লক্ষ করা যায়।
পারমাণবিক সংখ্যা
(Z) |
মৌলিক পদার্থ | শক্তিস্তর |
---|---|---|
৬ | কার্বন | ২, ৪ |
১৪ | সিলিকন | ২, ৮, ৪ |
৩২ | জার্মেনিয়াম | ২, ৮, ১৮, ৪ |
৫০ | টিন | ২, ৮, ১৮, ১৮, ৪ |
৮২ | সীসা | ২, ৮, ১৮, ৩২, ১৮, ৪ |
১১৪ | ফ্লেরোভিয়াম | ২, ৮, ১৮, ৩২, ৩২, ১৮, ৮ (অনুমিত) |