এস-ব্লক
পর্যায় শ্রেণির মৌল বিশেষ
পর্যায় সারণীর এস-ব্লক | ||||||
---|---|---|---|---|---|---|
শ্রেণী → | ১ | ২ | ১৮ | |||
↓ পর্যায় | ||||||
১ | 1 H |
2 He | ||||
২ | 3 Li |
4 Be |
||||
৩ | 11 Na |
12 Mg |
||||
৪ | 19 K |
20 Ca |
||||
৫ | 37 Rb |
38 Sr |
||||
৬ | 55 Cs |
56 Ba |
||||
৭ | 87 Fr |
88 Ra |
এস-ব্লক পর্যায় সারণির একটি ব্লক যা দুটি শ্রেণী নিয়ে গঠিত।[১] গ্রুপ দুটি হল ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু। সাধারণত এস-ব্লক মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক বৈশিষ্টের ক্রম পরিবর্তন বিশেষভাবে লক্ষ্য করা যায়। সাধারণত, যেসব মৌলের পরমাণুর বহিঃস্তরে এস-অরবিটালে প্রবেশ করে তাদের এস-ব্লক মৌল বলা হয়। এই ব্লকের মৌলসমূহের শক্তিস্তবে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের বৈশিষ্ট পরিবর্তনগুলো ব্যাখ্যা করা যায়। শ্রেণী-১ ও শ্রেণী-২-এর মৌলগুলো এস-ব্লক। এককথায়, শ্রেণী-১ তথা হাইড্রোজেন (H), লিথিয়াম (Li), সোডিয়াম (Na), পটাশিয়াম (K), রুবিডিয়াম (Rb), সিজিয়াম (Cs), ফ্র্যান্সিয়াম (Fr) ও শ্রেণী-২ তথা বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca), স্ট্রনশিয়াম (Sr), বেরিয়াম (Ba), রেডিয়াম (Ra) এস-ব্লক ভুক্ত মৌল।
বৈশিষ্টসমূহ
সম্পাদনা- এসব মৌলের পরমাণুর বহিঃস্তরে এস-অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে।
- এরা সাধারণত আয়নিক যৌগ গঠন করে।
- এদের যোজনী সাধারণত ১ এবং ২ হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১২।