দ্বিতীয় পর্যায়ের মৌল
দ্বিতীয় পর্যায়ের মৌল বলতে সেই সকল মৌলিক পদার্থকে বুঝানো হয় যেগুলো পর্যায় সারণির দ্বিতীয় সারিতে (পর্যায়ে) রয়েছে। পর্যায় সারণির প্রতিটি সারিতে মৌল সমূহের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের বৈশিষ্ট পরিবর্তনের ক্রম দেখা যায়। একই বৈশিষ্টের পুনরাবৃত্তির হলে নতুন সারিতে অন্তর্ভুক্ত করা হয় মৌলগুলোকে। একই কলামের মৌলগুলো সাধারণত একই ধরনের বৈশিষ্ট সম্পন্ন হয়ে থাকে।
দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো হল, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এবং নিয়ন। এই অবস্থাটি আণবিক কাঠামোর আধুনিক তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে।
পর্যায়বৃত্ত প্রবণতা
সম্পাদনামৌলসমূহ
সম্পাদনামৌলিক পদার্থ শ্রেণী ইলেকট্রন বিন্যাস ৩ Li লিথিয়াম ক্ষার ধাতু [He] 2s1 ৪ Be বেরিলিয়াম মৃৎ ক্ষার ধাতু [He] 2s2 ৫ B বোরন Metalloid [He] 2s2 2p1 ৬ C কার্বন অধাতু [He] 2s2 2p2 ৭ N নাইট্রোজেন অধাতু [He] 2s2 2p3 ৮ O অক্সিজেন অধাতু [He] 2s2 2p4 ৯ F ফ্লুরিন হ্যালোজেন [He] 2s2 2p5 ১০ Ne নিয়ন নিষ্ক্রিয় গ্যাস [He] 2s2 2p6